ছবি প্রিন্ট করুন একদম কম খরচে

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় সারাদিন আমগাছে অবস্থান করে আমার দিনকালও ভালোই কাটছে। তবে বিদুৎ প্রতিমন্ত্রীর এলাকায় বাস করেও সবচেয়ে বেশি অশান্তিতে আছি কারন সারাদিন বিনা নোটিশে লোডশেডিং আর একবার গেলে আসার নাম নেই । যাক কাজের কথায় আসি তার আগে বলে নিই সম্ভবত আমার পিছনে সি.আই.এ বা ইন্টারপোলের মতো বিদেশি গোয়েন্দা সংস্থা লেগেছে কারন আমি কাল থেকে যখনই টিউন করতে যাই একেবারে শেষ জায়গায় এসে লোডশেডিং শুরু হয় এবং দেখা যায় সেটা নিয়ে আরেকজন টিউন করে ফেলেছেন। যেমন এখন যেটা নিয়ে টিউন করছি  বিশ্বাস করেন এটি আমি কাল থেকে লিখার চেষ্টা করছি কাজের ফাকেঁ ফাঁকে অথচ আমিনুল ভাই এটা নিয়ে টিউন করে ফেললেন। তারপরেও সাহস করে টিউনটি করছি কারন আমার প্রসেসটি আলাদা। আমাদের সকলেরই বিভিন্ন সময় বিভিন্ন কাজে প্রচুর পরিমানে পাসপোট এবং ষ্টাম্প সাইজ ছবি লাগে যা ষ্টুডিওতে তুলতে গেলে নুণ্যতম ছবি প্রতি ৫টাকা করে দিতে হয়। অথচ একটু চিন্তা করলেই ১ টাকা করে প্রতিটি পাসপোট ছবি প্রিন্ট করা সম্ভব। প্রথমে Adobe Photoshop ওপেন করুন। এবার আপনার কাঙ্খিত ছবিটি Open করুন। ছবিটি ১.৬´১.৯ সাইজে crop করুন। File থেকে new ক্লিক করুন। 4'´6' সাইজে একটি পেজ নিন। এবার আপনার ছবিটিকে এভাবে সাইজ করুন।

1

একটি পেজে ৬টি ছবি হবে। আর যদি ষ্ট্যাম্প সাইজ করেন সেক্ষেত্রে অনেকগুলি ছবি হবে। এখন ছবিটি সেভ করুন এবং যে কোন ল্যাবে গিয়ে ৬টাকায় প্রিন্ট করে আনুন। আপনি যদি ষ্টুডিওর কাজ করেন এবং একসাথে অনেক ছবির কাজ করতে চান তবে এই Preset গুলো আপনার কাজে লাগতে পারে । প্রথমেই http://www.ziddu.com/download/10023939/Preset.zip.html থেকে ডাউনলোড করুন। এবার সবগুলো ফাইল আনজিপ করে C:\Program Files\Adobe\Adobe Photoshop CS4\Presets\Layouts ফোল্ডারে পেষ্ট করুন। এবার Photoshop চালু করে File/Automate/Picture Packege এ ক্লিক করুন। এবার নিচে দেখুন

2

সবশেষে OK করে বেরিয়ে আসুন। দেখুন ছবি গুলো নিজে নিজেই সাইজ হয়ে যাবে।

এবার বোনাস হিসাবে রয়েছে একটি Photoshop Plugin । ডাউনলোড করুন এখান থেকে- http://www.ziddu.com/downloadlink/10023678/FPearFv102.zip

এবার ফাইলটি আনজিপ করে Flood-102.8bf নামের ফাইলটি আপনার C:\Program Files\Adobe\Adobe Photoshop CS4\Plug-Ins ফোল্ডারে পেষ্ট করুন। এখানে আমি CS4 ব্যবহার করি আপনার অন্য ভার্সন হলেও সমস্যা নাই। এখন একটি ছবি Photoshop এ ওপেন করে Filter/Flaming pear/Flood  এ ক্লিক করুন। এবার মজা দেখুন এভাবে :

3

Level 0

আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোই আছি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বেশ আগে প্রকাশিত । Flood-102 অজানা ছিল । ধন্যবাদ।

সুন্দর টিউন চালিয়ে যান শুভ কামনা রইল আপনার জন্য আর সমবেদনা জানাচ্ছি বিদ্যুত সমস্যার জন্য কি আর করবেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাদের সকল সমস্যা থেকে যেন মুক্তি দেন।

    সকল টিউনারদেরই মনে হয় আপনার কমেন্টএর উপর লোভ আছে। অনেক ধন্যবাদ । আপনার টিউনের প্রত্যাশায় আছি।

ধন্যবাদ সুন্দর টিউন !!!

অনেক সুন্দর টিউন। দরকার ছিল…ধন্যবাদ

আপনি আমাকে ফলো করছেন নাকি আপনাকে আমি ফলো করছি কিছু বুজতে পারছিনা।

Thanks
Vai amar zonno 4r page ar moddea pp5 st 2 size ar Preset korea.. ziddu tea aktu upload koren plz……..

Level 0

কাজের টিউন…………
চালিয়ে যান

কি ভাবে Preset তৈরী করা যায়। একটু জানালে উপকৃত হব।

A4 সাইজে বাম পাশ দিয়ে 1.54 বাই 1.85 সাইজের 4 কপি Preset লাগবে। অবশ্যই দিবেন কিন্তু

    Preset বানানো নিয়ে একটা টিউন করবো ভাবছি কিন্তু সময়ের বড্ড অভাব।

হায়রে হায় একি হলো – – – – – –
https://www.techtunes.io/graphics-designing/tune-id/23620/

    আসলে আপনি এই বিষয়ে টিউন করেছেন আগে জানতামনা। আমি ষ্টুডিওর কাজ করি মনে হলো তাই টিউন করে ফেললাম। তবে কিছু বিষয় আলাদা আছে।

    Level 0

    ঠিক আছে ভাই………………

Level 0

thnks