ফটোশপে এক কাজ বারবার করতে হবে না আর। এখন এক ক্লিকেই সব কাজ করে ফেলুন।

ফটোশপে আমরা ছবি,গ্রাফিক্স ডিজাইন,এনিমেশান ও আরও অনেক কিছু করি। বিষেশ করে স্টুডিও লোকদের বেশি দরকার এডবি ফটোশপ। আজ আমার এই টিউনটি বেশি স্টুডিও লোকদের জন্য আগ্রহ করে টেকটিউনে এই পোস্ট টি করলাম।

আজ আমি আপনাদের ফটোশপ এর একটি টিউটোরিয়াল দেখাব। টিউটোরিয়াল টি হবে ফটোশপের Action Window নিয়ে।

Action এর কাজ হচ্ছেঃ-

আপনি আপনার পছন্দের যেকোন কাজ রেকডিং করে রাখতে পারবেন এবং তা পরবর্তিতে মাত্র এক ক্লিক/বাটনে ২-৩ সেকেন্ড এর মধ্যে হুবহু এখিই ধরনের কাজ করা সম্পুর্ন হয়ে যাবে।

যায় হোক কাজের কথাই আসা যাক........................।।

উধাহারন হিসেবে আজ আমি আপনাদের 4R (4X6) পেপার এ কিভাবে ৬ টা ছবি কিভাবে সাজেতে হয় তা দেখাব।

তাহলে শুরু করা যাক

০১. পছন্দ মত একটি ছবি ওপেন করে নিতে হবে। এবং ছবিটির মাপ যেন 1.5x1.9 Inches হয়। যদি 1.5x1.9 Inches না থাকে তাহলে Crop টুল দিয়ে সাইজ করে নিন।

০২. মেনু বার থেকে Window>Action এ ক্লিক করে (বা কিবোর্ড থেকে Alt+F9 চাপ দিয়ে) Action Window ওপেন করব।

এবং Action Window থেকে ফোল্ডার বাটনে এ ক্লিক করে নতুন একটা ফোল্ডার তৈরি করে নিব।

০৩. এবার Action Window থেকে আমাদের তৈরি করা ফোল্ডার টা সিলেক্ট করে New Action বাটনে এ ক্লিক করতে হবে।

তারপর নিচের ছবির মত আসবে একটি Window । এবং সেখানে Name: যেকোন নাম লিখুন, Set: আপনার তৈরি করা ফোল্ডার টা সিলেক্ট করুন, Function Key: আপনার পছেন্দের একটা বাটন দিয়ে Record বাটনে ক্লিক করুন।

নোটঃ এখন থেকে যা যা করবেন সব কিনতু রেকডিং হবে তাই অন্য কোন কাজ না করাই ভাল।

০৪. এবার ওপেন করা ছবিটি কে সিলেক্ট করে নিতে হবে মেনুবার>Select>All (বা কিবোর্ড থেকে Ctrl+A চাপ দিয়ে)

০৫. তারপর ওপেন করা ছবিটি কে কপি করে নিতে হবে মেনুবার>Edit>Copy (বা কিবোর্ড থেকে Ctrl+C চাপ দিয়ে)

০৬.এখন আমাদের নতুন একটি পেজ নিতে হবে মেনুবার>File>New (বা কিবোর্ড থেকে Ctrl+N চাপ দিয়ে)

০৭. আমি যেহেতু বলেছি যে 4R (4X6) পেপার এ কিভাবে ৬ টা ছবি কিভাবে সাজেতে হবে। সেহেতু আমাদের New পেজ টা ওবসসই 4R (4X6) করে OK বাটনে ক্লিক করতে হবে।

০৮. এবার কপি করা ছবিটিকে নতুন পেজের উপর পেস্ট হবে মেনুবার>Edit>Paste বা কিবোর্ড থেকে Ctrl+V চাপ দিয়ে)

০৯. এবার মোভ টুল দিয়ে ছবিটিকে প্রয়োজন মত মোভ এবং কপি করে সাজিয়ে নিব ঠিক নিচের ছবির মতো।

১০. এবার ওপেন হয়ে থাকা Action Window থেকে Stop বাটনে ক্লিক করে Stop করে দিব।

ব্যাস কাজ শেষ !!

টেস্ট করার জন্য  একটি নতুন 1.5X1.9 inches ছবি ওপেন করে আপনার নির্বাচিত বাটন (Function Key) চাপ দিন বা নিচের ছবির মত Play বাটনে ক্লিক করে ২/৩ সেকেন্ড অপেক্ষা করে মজা দেখুন।

সাহায্যঃ আপনারা যদি Action না তৈরি করতে পারেন তাহলে এখান থেকে আমার কিছু তৈরি করা Action এখান ডাউনলোড করে নিন।

ডাউনলোড করা Action যেভাবে সেট করবেনঃ- নিচের ছবিতে দেখেনিন।

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মন্তব্য করার জন্য ধন্যবাদ

আমি ভাই ফটোসপ বুঝিনা কিন্তু আপনাদের টিউন দেখে ভাবছি দেখবনাকি একবার চেষ্টা করে,অনেক ভাল টিউন হইছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    ফটোশপের মত মজা আছে ভাই। ফটোশপ সিখে ফেলুন তারাতারি।

    Level 0

    আতাউর ভাই শুরু করেন আমরা আছিত
    চিন্তা কি!!!!

সুন্দর টিউন।

Level 0

এই ভাবে কিছু কমান্ড পরিবর্তন করে ছবির সাইজসহ অনেক কিছু করা যায়

টিউন ভালো হয়েছে

খুব সুন্দর টিউন, ভাল লাগলো 🙂

কাজে লাগার মত টিউন। ধন্যবাদ আপনাকে।

Level 0

amin vai khub valo tune

অনেক সুন্দর একটা সফ !! ধন্যবাদ আমিনুল ভাই 😀

আমিনুল ভাই , ভালইতো । বাহ্ চলুক ।

Good tricks for photoshop ! ! !

ভাই এই টিউনটা লেখার জন্যই বাসছিল। কিন্তু আপনার টিউন দেখে আর লেখা হলোনা। প্রকাশ কারার জন্য ধন্যবাদ।

    Level 0

    অন্য আরেকটা লিখেন

িপ্রন্টারটা কালই িঠক করব । …….ধন্যবাদ…….

Level 0

কাজের জিনিষ, ধন্যবাদ।

জানা ছিল,ধন্যবাদ।