আমরা কম বেশি সবাই উইন্ডোজ এক্সপি সেটাপ করি থাকি বিভিন্ন কারণে। আর এই সেটাপ করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন ধরণের ডাটা দিতে হয় এক্সপি ইন্সটল করার সময়। কিন্তু আমরা ইচ্ছে করলে এই কাজটি থেকে মুক্ত হতে পারি এক্সপিকে Fully unattended CD-তে তৈরি করে।
দেখে নিন কিভাবে ঃ
প্রথমে আপনি আপনার এক্সপি সিডি-টা আপনার computer hard disk -এ কপি করে নিন। এবার নিচের লেখাগুলো নোটপ্যাড-এ কপি করে নিন
[Data]
AutoPartition=1
MsDosInitiated="0"
UnattendedInstall="Yes"
[Unattended]
UnattendMode=FullUnattended
OemSkipEula=Yes
OemPreinstall=No
TargetPath=\WINDOWS
[GuiUnattended]
AdminPassword=*
EncryptedAdminPassword=NO
AutoLogon=Yes
AutoLogonCount=1
OEMSkipRegional=1
TimeZone=195
OemSkipWelcome=1
[UserData]
ProductID=XXXXX-XXXXX-XXXXX-XXXXX-XXXXX
FullName="Windows XP"
OrgName="Microsoft"
ComputerName=XP
[Identification]
JoinWorkgroup=WORKGROUP
[Networking]
InstallDefaultComponents=Yes
where to Change
[UserData]
ProductID=XXXXX-XXXXX-XXXXX-XXXXX-XXXXX
FullName="Windows XP"
OrgName="Microsoft"
ComputerName=XP
XXXXX-XXXXX-XXXXX-XXXXX-XXXXX = এইখানে আপনি আপনার এক্সপি সিরিয়াল কি দিন
"Windows XP" = এইখানে আপনার পুরো নাম দিন
"Microsoft" = আপনার প্রতিষ্টানের নাম দিন
XP = কম্পিউটার নাম দিন
এখন আপনি আপনার নোটপ্যাড ফাইল-টি winnt.sif ফাইল নামে সেইভ করুন এবং আপনার কপি করা এক্সপি i386 ফোল্ডারে কপি পেষ্ট করে দিন। নিচের ছবিটি দেখুন
এইতো গেল Windows XP Unattended CD তৈরি করার প্রক্রিয়া, এখন আপনাকে Bootable windows XP CD তৈরি করতে হবে। নিচের লিঙ্ক থেকে দেখে নিন কিভাবে
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
Eta ki pendrive die setup kora jay?