গুগল এডসেন্স নিয়ে যারা কাজ করেন তারা অনেকেই হয়ত এডসেন্স ফর ডোমেইনের বিষয়টা শুনে থাকবেন।আজ আপনাদের এডসেন্স ফর ডোমেইনে কি করে কিওয়ার্ড এডকরতে হয় সেটা দেখানোর চেষ্টা করবো।এর আগে কি করে ডোমেইনে এডসেন্স এড করতে হয় সে বিষয়ে একটি লিখা দিয়ে ছিলাম লিখাটি না পরে থাকলে পরেনিতে পারেন এখান থেকে। এডসেন্স একাউন্টে লগইন করে এডসেন্স সেটআপে ক্লিক করলে নিচেরমত একটি পেজ আসবে।
এডসেন্স ফর ডোমেইনে ক্লিক করলে নিচেরমত একটি পেজ আসবে।
আমার একাউন্টে চরটি ডোমেইন এড করা আছে তাই চারটি ডোমেইন দেখাচ্ছে এখানে। clicktoseo.com এই ডোমেইনটিতে ক্লিক করলাম তাহলে নিচেরমত একটি পেজ আসবে।
অপশোনাল কিওয়ার্ড লিখা পাশের ঘরটিতে আপনা ডোমেইন এর সাথে মিল রেখে কিওয়ার্ড এড করেদিন।
একটি বিষয় এডসেন্স এর জন্য সব সময় মনে রাখতে হবে তা হল ডোমেইনের বিষয় এর সাথে মিল রেখেযদি গুগল এর এড আসে তবেই অধিক মুনাফা আয় সম্ভব। clicktoseo.com এই ডোমেইটিতে ক্লিক করে দেখুন।ডোমেইনটি যেহেতু এসইও নিয়ে এড গুলোও এসেছে ডোমেইনের সাথেমিল রেখে।নিচের ছবিটি লক্ষকরুন।
আমার লেখা লিখির অভ্যাস নেই।তাই হয়ত ঠিকমত গুছিয়ে লিখতে পারিনি।কারো কোন প্রশ্ন থাকলে মেইল করতে পারেন এই ঠিকানায় [email protected] অথবা মন্তব্য আকারে এখানে প্রশ্ন করতে পারেন।চেষ্টা করবো সাধ্যমত উত্তর দেবার।সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আর গুগল থেকে বেশি উনকাম করবেন ধন্যবাদ সবাইকে।লিখাটি পূর্বে আমার ব্যাক্তিগত ব্লগ সিমানাপেরিয়ে এখানে প্রকাশিত।
আমি Masumul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম মোহাম্মদ মাছুমুল হক ডাক নাম মাছুম।ব্যাচেলর সাবজেক্ট ছিল EEE , Stamford University আর মাস্টার্সের সাবজেক্ট MIS, Daffodil University। সর্বশেষ ফেয়ারট্রেড গ্রুপ এ আই টি ম্যানেজার হিসেবে কাজ করেছি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান পার্পল আই টি লিমিটেড এ পরিচালকের দায়িত্ত পালন করছি। ডোমেই হোষ্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট আমাদের মুল ব্যাবসা।...
বেশ ভালো একটা টিউন।বিশেষ করে নতুনদের এটা বেশ কাজে লাগবে।ধন্যবাদ আপনাকে।