এর আগে আমি নিয়ে ৩ টি টিউন করেছি, যেগুলো হল:
আজ আলোচনা করব Root, Power, log, ln, 10x ,e নিয়ে ।
আজকের প্রয়োজনীয় স্যুইচের ক্রমিক :
——————————————————————
(ক্যালকুলেটরে যা আউটপুট দিবে তা এই রং এ দেখানো হয়েছে)
——————————————————————
কোন সংখ্যার উপর কিছু Power মানে হচ্ছে ঐ সংখ্যা তত বার গুন অর্থাৎ ,
4 উপর Power 5, (45) হচ্ছে: 4 x 4 x 4 x 4 x 4 = 1024
3 উপর Power 6, (36) হচ্ছে: 3 x 3 x 3 x 3 x 3 x 3 = 729
তবে Power 2 কে বলাহয় Square, আর Power 3 কে বলাহয় Cube
যেমন:
==================================================
4 এর cube 64, তাহলে...... 64 এর cube root হবে 4 আবার,
7 এর cube 343, তাহলে...... 343 এর cube root হবে 7
একই ভাবে,
11 এর square 121, তাহলে...... 121 এর square root হবে 11
3 to the power 5 ; 243, তাহলে...... 243 এর fifth root হবে 3
মানে,
x কে n বার গুন করলে (অর্থাত x to the power n ), যদি ফল y হয় , তাহলে y এর n তম Root হবে x
Mathematically: xn=y হলে n√y=x
Calculator এ √, 3√ , x√ , •√• দেয়া ই আছে
Calculator ইনপুট ফরমেট:
square root (√): √(y)=
cube root (3√): 3√(y)=
any root (x√ or •√•): n x√(y)=
=======================================================
যদি xn=y হয় তাহলে logxy=n .......... যেখানে log এর base হল x
105 = 100000 হলে log10 100000 = 5 যেখানে log এর base হল 10
Calculator এ সবসময় log এর base 10 ধরে হিসাব করা হয়
যেমন: Calculator এ করে দেখুন
log 1000 = 3 ........(কারন, 103 = 1000)
log 1000000 = 6 ........(কারন, 106 = 1000000)
log 5 = 0.6989700043 ...........(কারন, 100.6989700043 = 5)
[পরবর্তিতে log এর base পরিবর্তন করা দেখাব]
===========================================
দেখেই বোঝা যাচ্ছে 10x হল 10 এর উপর কোন Power
102 = 100
103 = 1000
106 = 1000000
10x কে বলা হয় anti-log কারন:
log 1000 = 3 ...............কিন্তু..............103 = 1000
log 1000000 = 6 .............কিন্তু........ 106 = 1000000
log 5 = 0.6989700043 .....কিন্তু....... 100.6989700043 = 5
===========================================
e1 = e হচ্ছে একটি গানিতিক ধ্রুবক যার মান প্রায় 2.718281828 (e এর মান অমূলদ ও বাস্তব সংখ্যা)
=============================================
ln হচ্ছে এক ধরনের log যার base হচ্ছে e
তাহলে আমরা ln কে loge ও বলতে পারি
যেমন: Calculator এ করে দেখুন
ln 3 = 1.098612289 আবার loge 3 = 1.098612289
ln 9 = 2.197224577 আবার loge 9 = 2.197224577
আমি কামরুল হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hasib vai khub sundor hoyse,