আপনার অচল (নষ্ট) কীবোর্ড সচল (ভালো) করুন

এমন সমস্যার কথা অনেকের মুখেই শুনেছি যে, কী বোর্ডের(keyboard) সব কী(Key)ই ঠিক আছে কিন্তু দুই একটা কী(key) কাজ করছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নতুন একটা কীবোর্ড কিনতে হয়েছে। একদিন আমার একবন্ধু এমন একটা সমস্যা নিয়ে আমার কাছে আসে আসল। আমি তাকে কীবোর্ড রিম্যাপিংয়ের পরামর্শ দিলাম। কীবোর্ড রিম্যাপিং এমন একটা ফ্যাংশন যার মাধ্যমে আপনি আপনার নষ্ট কী বোর্ডের ফাংশন বা কাজ অন্য একটা কী বোর্ড দিয়ে করতে পারবেন। উদাহরণস্বরুপ- কীবোর্ডের ডিলিট কী যদি নষ্ট হয়ে যায় আপনি কীবোর্ড রীম্যাপিংয়ের মাধ্যমে অন্যযেকোন একটা কী দিয়ে ডিলিট কীর কাজ চালিয়ে যেতে পারেন।

কীবোর্ড রীম্যাপিংয়ের অনেক সফটওয়ার ফ্রিতে পাওয়া যায় তার মধ্যে আমার প্রথম পছন্দ MapKeyboard সফটওয়ারটি। মাত্র ৩০কেবির এর ছোট্ট সফটওয়ার দিয়ে খুব সহজেই আপনি কীবোর্ড ম্যাপিং করতে পারবেন। আপনাকে কোন ইন্সটলেশনের ঝামেলাও যেতে হবে না। শুধু এখান থেকে MapKeyboard সফটওয়ারটি ডাউনলোড করে আনজিপ করে নিলেই হবে। তবে MapKeyboard সফটওয়ারটি চালানোর জন্য আপনার পিসিতে অবশ্যই Microsoft .Net Framework 2.0 ইন্সটল থাকা লাগবে। আপনার পিসিতেMicrosoft .Net Framework 2.0 করা না থাকলে  এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।

কিভাবে রীম্যাপ করবেন?


আসুন একপলক দেখে নিই কিভাবে কীবোর্ড রীম্যাপ করবেন। আপনি যে কী রীম্যাপ করতে চাচ্ছেন সেই কীটি সিলেক্ট করুন এবং Remap selected key to থেকে নতুন একটা কী সিলেক্ট করুন। মনেকরি, আপনি নষ্ট Delete কী এর কাজ Left Shift দিয়ে করতে চাচ্ছেন। এখন প্রথমে Delete কী সিলেক্ট করুন এবং Remap selected key to থেকে Left Shift সিলেক্ট করে Save Layout এ ক্লিক করুন। এখন সহজেই Delete কী এর ফাংশন আপনি কীবোর্ডের Left Shift দিয়ে করতে পারবেন।

রীম্যাপ কিবোর্ডের আরো কিছু সফটওয়ার

Sharpkeys ( SharpKeys সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন)
KeyTweak
Microsoft Keyboard Layout Creator

Level 2

আমি noor2729। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ গুরুত্বপুর্ন একটি সফটওয়ার শেয়ার করার জন্য।

টিউনটি খুবই ভাল হয়েছে এতে কোন সন্দেহ নেই কিন্তু আপনার টাইটেল “আপনার অচল (নষ্ট) কীবোর্ড সচল (ভালো) করুন” এখানে নাম করন আমার মতে সঠিক হয়নি এই নাম করনটি হার্ডওয়ারের দিকে চলে যাচ্ছে। “……………সচল (ভালো) করুন” অর্থাৎ হার্ডওয়ারিং ভারে ঠিক করা বোঝায়। আপনার টিউনটি একটি সফটওয়্যার নিয়ে এবং এটাতে নষ্ট কী টি ঠিকই থাকবে but ওটার পরিবর্তে অন্যটি ব্যবহার করা বুঝিয়েছেন।

    হুমম। আমারও নামটা ঠিক মনোপুত হই নাই কিন্তু অন্য কোন শিরোনাম মাথায় আসছিল না। কি আর করার?

    Level 2

    U r right. এই software টা আমি ব্যবহার করি। ভাবলাম এবার আমার নষ্ট keyboard টা ঠিক হয়ে গেল। কিন্তু না । নাম ভাল হয় নাই। । ।

হে হে ভাল জিনিস ।

Level 0

জটিল জিনিষ। ধন্যবাদ ভাই

ভাইয়া এটাতে তো কাজ করে না

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

কাজ করে না কেন?

সলেই কাজ করে ন। 🙁