বিভিন্ন সফট্ওয়ার ব্যবহার করতে গিয়ে আমরা প্রায়ই Trial এর ঝামেলায় পড়ি।এক্ষেত্রে ঐ সফটওয়ারের Trial period শেষ হলে তা অকেজো হয়ে যায়।এদিকে আবার ঐ সফটওয়ারটির Serial বা Crack ও হয়তো পাওয়া যাচ্ছেনা।এখন উপায় কী?...আচ্ছা software-টির Trial reset করে ফেললে কেমন হয়?এতে করে আপনি ফিরে যাবেন software-টি প্রথম install করার ঠিক পরের অবস্থায়।
আসুন software ডাউনলোড করি
Trial Reset exe file টা open করুন।এখানে Protectors option-এ অনেকগুলো Crypter দেখতে পাবেন।প্রত্যেকটা Trial software এর নিন্মোক্ত কোনো না কোনো crypter use করে।আপনি যেহেতু জানেন না আপনার কাঙ্খিত software টি কোন Crypter use করে তাই আপনাকে প্রথম থেকে একটি একটি করে protector select করে scan করতে হবে।যদি ঐ Crypter scan করার পর কোনো key দেখতে পান তবে আবার ঐ Crypter এ গিয়ে clear এ ক্লিক করুন।এভাবে প্রত্যেকটি Protector select করে scan এবং অতঃপর Clear করুন।সবগুলো protector clear করা হয়ে গেলে দেখুন মজা!!এতে আপনার কাঙ্খিত softwareটিতো বটেই সাথে অন্যান্য trial softwareগুলোর টাইম ও রিসেট হয়ে যাবে।
আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করুন।ধন্যবাদ।
আমি কল্পতরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগেই ধন্যবাদ দাব না, আগে দেখি কাজ হয় কিনা?