কয়দিন আগেই Microsoft রিলিজ করেছে Office 2010 এর RTM ভা্র্সন। অনকেই হ্য়তো ইতিমধ্যে ডাউনলোড করে ফেলেছেন। আরা যারা ফাইনাল ভার্সন এর জন্য বসে আছেন, তাদের বলি এটাই ফাইনাল ভার্সন। পার্থক্য এটাই যে এটা শুধুমাত্র পিসি ম্যানুফাকচ্যারারদের জন্য। আপনি চাইলে এটার ট্রায়াল ভার্সন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ইন্টারনেট অ্যাক্টিভেশন ছাড়া এটা ৩০ দিনের বেশী ব্যবহার করা যাবেনা।
কিন্তু আপনি ইচ্ছা করলে ৬ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাকে সিস্টেম কমান্ডের মাধ্যমে ট্রায়াল এক্সটেন্ড করে নিতে হবে, যেভাবে ভিস্তায় করা যেত।
প্রতিবার ট্রায়াল এক্সটেন্ড ৩০ দিন করে মেয়াদ বাড়াবে আর আপনি এই ট্রায়াল এক্সটেন্ড করতে পারবেন সর্বোচ্চ ৫বার। আর আপনি যদি ২৯ দিনের মাথায় আবার ট্রায়াল এক্সটেন্ড করেন তাহলে মোট ৩০x৬=১৮০দিন ব্যবহার করতে পারবেন।
ভিস্তার মত এই ট্রায়াল এক্সটেন্ডটি এতো সহজ করেনি এবার। অনেক বেশী ঝামেলা করতে হয়। তবুও চাইলে এই আর্টিকেল এ দেখতে পারেন। how-to-rearm-and-extend-office-2010-activation-grace-period-for-free-180-days
সহজ একটি ছোট সফটওয়্যার আপনার এই ঝামেলা টা কমিয়ে দিবে। আপনি চাইলে এটা দিয়ে crack ও করতে পারেন। তবে তার চেয়ে Rearm Office 2010 ব্যবহার করা টাই অনেক বেশী সুবিধাজনক।
Rearm Office 2010 এ ক্লিক করুন। একটি কমান্ড প্রমপ্ট আসবে এবং কিছুক্ষণ পর আপনাকে সাকসেসফুল মেসেজ দেখাবে।
Compatible with Office 2010 Beta, RC, RTM and later versions.
কিভাবে বুঝবেন যে আপনার ৩০ দিনের মেয়াদ শেষ হয়েছে ? ৩০ দিনের মধ্যে অ্যাক্টিভেট না করলে দেখবেন যে Office 2010 চালু করলে উপরে একটা লাল রংয়ের বার দেখাচ্ছে যেখানে বলছে যে আপনার Activation Failed। ঠিক তখনি Rearm করুন।
আমি taufiq ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am front end developer residing in Bangladesh.
হুম আমি ব্যবহার করতেছি ।