উইন্ডোজের লগইনের সময় ওয়েলকাম স্ক্রিন ডিসেবল করা।

আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আমি কিছু দিন যাবত ধরে gpedit.msc এর বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করছি। আজও তাই করবো।

তাই শুরু হয়ে যাক।

আমদের প্রত্যেকেই কম্পিউটারটি চালুর সময় উইন্ডোজের ওয়েলকাম স্ক্রিন চালু হয়। তা যদি আপনার প্রয়োজন না হয় তাহলে তা বন্ধ করা খুবই সহজ। শুধু মাত্র নিচের ধাপটি ফলো করুন।

  • ক. প্রথমে রান কমান্ডে যেতে হবে।
  • খ. রানে যেয়ে gpedit.msc ্লিখে এন্টার চাপতে হবে।
  • গ. এর পর User Configuration এক ক্লিক করতে হবে।
  • ঘ. User Configuration এক ক্লিক করে Administrative Templates এ ক্লিক করতে হবে।
  • ঙ. সেখান হতে System এ ক্লিক করতে হবে।
  • চ. System এ ক্লিক করার পর ডান পাশে আনেক গুলো লেখা দেখবেন। সেখান হতে Don't display the Getting Started welcome screen at logon এ রাইট ক্লিক করে প্রপারটিজ এ ক্লিক করতে হবে সেখান হতে Enable এ ক্লিক করতে হবে।
  • বাস হয়ে গেল আপনার ওয়েলকাম স্ক্রিন বিহীন কম্পিউটার

আশা করি আপনাদের সবারই এই ধরনের টিউন পছন্দ হচ্ছে। কিন্তু আপনারা খুব কম মন্তব্য করছেন। আমার টিউনগুলো ভাল না খারাপ তা দয়া করে মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। তাতে আমি আরোও টিউন করতে আগ্রহী হবো এবং ভুল গুলো ভবিষ্যতে সংশোধন করে টিউন করবো।

Level 0

আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল একটি তথ্য শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

খুবই ভাল। একেবারে ধনে মরিচ।

আপনাকে ধন্যবাদ। একটি নতুন জিনিস শিখলাম।

ভাই আপনার টিউনগুলি খুবেই সুন্দর। আশাকরি চালিয়ে যাবেন।

ভাল লাগিলো…………………

Level 0

ভাল হয়েছে। ধন্যবাদ

এই টিউনটি gpedit.msc এর টিপস মানলাম।কিন্তু welcome স্কিন কি দোষ করলো বা এর অসুবিধাই বা কি যে তা বন্ধ করতে হবে??????????????

Level 0

ভাল লেগেছে, ধন্যবাদ।

ধন্যবাদ এমন একটা ভাল টিউন করার জন্য ।

Level 0

দারুন