অনেক কাজের একটা ট্রিক্স, যারা যানেনে তাদের ১০০% কাজে লাগবে…………(মিস করলেন তো ভুল করলেন)

আজ আমি আপনাদের একটা ট্রিক্স শেখাবো।হয়তো এটা অনেকে পারেন তবে যারা যানেনে তাদের জন্য ট্রিক্সটা অবশ্যই কাজে লাগবে।তো চলুন দেখা যাক ট্রিক্সটা কি।

ট্রিক্সটা হল মোবাইল ডিভাইস ছারাই অ্যান্ড্রয়েড এর জন্য পিসিতে কিভাবে গেম বা অ্যাপ ডাউনলোড করতে হয়।এই ট্রিক্সটা অনেক সময় কাজে লাগে কারন মোবাইল এর চেয়ে পিসি তে গেমস ডাউনলোড করা সুবিধা বেশি। তো শুরু করা যাক...............

প্রথমেই এই লিঙ্কে যান। তারপর নিচের মত করে একটা পেজ আসবে।

এখন সেখানে com.evozi.deviceid এর যায়গায় আপনার গেম বা অ্যাপ এর লিঙ্ক পেস্ট করুন।

 

এখন Generate Download Link(নিল বাক্সে)  এ ক্লিক করু।

৫ মিনিটের মত অপেক্ষা করুন। তারপর নিচের মত করে আসবে।

সবুজ বাক্সে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ।  এখন ডাউনলোড হতে থাকবে............... 

বি.দ্রঃ এভাবে সুধু ফ্রী গেম বা অ্যাপ ডাউনলোড করা যাবে।

কেউ যদি পেইড গেম বা অ্যাপ ডাউনলোড করার নিয়ম জানেন,তাহলে দয়া করে আমাদের মাঝে শেয়ার করতে ভুলবেননা।

Level 0

আমি কাজী কামরুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

5 minutes wait korte hobe

ভাই, কিছু গেমসের ডাটা ফাইল থাকে। আপনার উল্লেখিত পদ্ধতিতে কি APK ফাইলের সাথে ডাটা ফাইলও নামানো যাবে?
আমি USB থেটারিং করে পিসির বাংলালায়ন ইন্টারনেট মোবাইলে চালাতে পারি। কিন্তু প্রবেলম একটাই মোবাইলে কোন কিছু ডাউনলোড করতে পারি না শুধু ব্রাউজিং করতে পারি। কোন Solution থাকলে জানান প্লিজ।

Level 0

অসংখ্য ধন্যবাদ

Level 0

nice dude

এভাবে apkসুধু ফাইল নামানো যায়।

Level 0

thanks

আপনাকেও ধন্যবাদ।