আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গোস্ত খেতে পারছেন না? নো টেনশন টেকটিউনস সাইট টাতে ঢুকেন টিউন করলে করেন নইলে অন্যের করা টিউনগুলি এক একটি করে দেখতে থাকেন, এই চান্সে প্লেটের গোস্ত সবার করে ফেলুন বুঝতে পারবেন না কি খাচ্ছেন কারন গোস্তর চাইতে টিটির সাইট টা অনেক মজার। ঠাট্টা করলাম আসুন আমি একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করব যা হয়তো জানেন আবার জানেনা তবে যারা জানেন না তাদের জন্যই এই টিউন।
আমরা সবাই এমএস ওয়ার্ড 7 ব্যবহার করি অনেক সময় ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফরম্যাটে নিতে হয়, তার জন্য প্রয়োজন পরে ওয়ার্ড টু পিডিএফ কনভার্টারের। এখন আর কনভার্টার লাগবেনা আপনি ওয়ার্ড থেকেই পিডিএফ এ সেভ করতে পারবেন। তার জন্য একটি এডঅনস লাগবে, আমার দেয়া লিঙ্ক থেকে নামিয়ে নিবেন। নিচে লিঙ্ক টি দিলামঃ
http://www.mediafire.com/?bwyihprk4vpzz6p
তারপর ইন্সটল করুন আগের মতই। এবার ওয়ার্ড 7 ওপেন করে যে কোন একটি ওয়ার্ড ফাইল ওপেন করুন এবার অফিস বাটনে ক্লিক করুন সেখান থেকে সেভ এজ এর পর দেখেন আপনার পিডিএফ এডঅনসটি যোগ হয়েছে ওটাতে ক্লিক করুন যে কোন নামে সেভ করুন একটু অপেক্ষা করলেই পিডিএফ রিডারে আপনার সেভ করা ফাইলটি ওপেন হবে।
আর কিছু লিখলাম না ভালো লাগলে খুশি হব। আর জানা থাকলে কটু মন্তব্য করবেন না কারন কে কখন কোন তথ্যটা আগে জানে তা সবার জানা থাকে না। ধন্যবাদ সবাইকে।
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বহুত ধন্যবাদ। এটাই খুজঁছিলাম।