“Regedit has been disable by the Administrator” সমস্যা হতে সমাধান

প্রিয় টেকটিউন ভাইরা আশা করি ভালো আছেন। গত টিউনে আমি ডিজেবলড টাষ্ক ম্যানেজার কিভাবে এনেবল করতে হয় তা দেখিয়েছিলাম। আজ আপনাদের আমি ডিজেবলড রেজিষ্ট্রিএডিটর কিভাবে এনেবল করতে হয় তা বলব।

regedit_msg

  • ক. প্রথমে রান কমান্ডে যেতে হবে।
  • খ. রানে যেয়ে gpedit.msc ্লিখে এন্টার চাপতে হবে।
  • গ. এর পর User Configuration এক ক্লিক করতে হবে।
  • ঘ. User Configuration এক ক্লিক করে Administrative Templates এ ক্লিক করতে হবে।
  • ঙ. সেখান হতে System এ ক্লিক করতে হবে।
  • চ. তারপর  ডানে Prevent Access to registry editing tools এ ক্লিক করে প্রাপারটিজ এ যেতে হবে।
  • ছ. সেখানে Enable ক্লিক করতে হবে।

আশা করি আজকের টিউনটি আপনাদের সবারই ভালো লাগবে। আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং তা মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন।

Level 0

আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুড টিপস………………………… <

Level 0

ভালো লাগল

Thnx for ur nice tune………….but not “ENABLE” ……….U have to click “disable”..check it brother…

Very Good & Working Tune