দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করুন কোন সফটওয়ার বা অ্যাড অন ছাড়াই ( ১০০% গ্যারান্টি )

প্রিয় বন্ধুরা , আশা করি সবাই ভাল আছেন । সবাইকে মহা সপ্তমী এর শুভেচ্ছা । আজ আমি আপনাদের এমন একটা টিপস শেয়ার করব যা হয়ত অসেকেই জানতেন না । বা , জানলেও অন্য কোন জটিল উপায়ে । আমি আপনাদের দেখাব কীভাবে ফেসবুক থেকে যেকোন ভিডিও ডাউনলোড করতে হয় । বিষয়টা খুবই সিম্পল । মাত্র কয়েকটি ধাপ পার করলেই আপনারা খুব সহজে ফেসবুক থেকে যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন ।এজন্য নিচের কয়েকটি ধাপ অনুসরণ করুন ।

প্রথমে যে পেজে ভিডিওটি আছে সেখানে যান

এরপর অ্যাড্রেসবারে www এর স্থলে m লিখে এন্টার দিন । ফলে মোবাইল ভিউ দেখাবে নীচের মত ।

এরপর নিচের চিত্রের মত ভিডিওটির উপর ক্লিক করুন বা open link in a new tab দিন ।

ফলে আপনার ফাইল টি ডাউনলোড শুরু হবে । আর না হলে নিচের চিত্রে অ্যাড্রেসবারে চিহ্নিত করা যে লিংটি আছে তা কপি করুন ও আই ডি এম এ গিয়ে পেষ্ট করুন । ডাউনলোড শুরু হবে ।

আর সবাইকে একটা কথা বলি । সবাই একটু কষ্ট করে ভাল লাগলে কমেন্ট করবেন । কারণ কমেন্ট হল টিউনের প্রাণ । কমেন্টই টিউনারকে পরবর্তীতে আরও ভাল টিউন করতে অনুপ্রেরণা দেয় ।

সবাই ভাল থাকুন । ধন্যবাদ ।

Level 2

আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ভালো টিউন হয়েছে চালিয়ে যান আপনার সাথেই আছি।

Level 0

আপনার টিউন ভাল হইছে। Boss চালিয়ে জান।

ভাইয়া, এত সুন্দর একটি টিপস উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ । এ টিপসটি আমার জন্য খুব উপকারে আসবে। এ চালিয়ে যান।

আপনাদের সবাইকেও ধন্যবাদ ।

Level 0

Vai age jana cilo na.apnake donnobad

Level 0

আপনাকে ধন্যবাদ । আমার খুব উপকারে আসবে।

Level 0

আপনি যদি আইডিএম দিয়ে ডাউনলোড দিবেন তাহলে এত কষ্ট করার দরকার কী? এমনিতেই তো আইডিএম দিয়ে ডাউনলোডের অপশন এসে হাজির হয়। এটা যদি দুনিয়া সবচেয়ে সহজ পদ্ধতি হয় তাহলে কঠিন কি এটা (ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড)???::::
http://www.10youtube.com/watch?v=Zu5Oo23G67w
শুধু ডট এর পর ১০ লিখুন, ডাউনলোড অপশন পেয়ে যাবেন।

Level 0

tnq