প্রিয় বন্ধুরা , আশা করি সবাই ভাল আছেন । সবাইকে মহা সপ্তমী এর শুভেচ্ছা । আজ আমি আপনাদের এমন একটা টিপস শেয়ার করব যা হয়ত অসেকেই জানতেন না । বা , জানলেও অন্য কোন জটিল উপায়ে । আমি আপনাদের দেখাব কীভাবে ফেসবুক থেকে যেকোন ভিডিও ডাউনলোড করতে হয় । বিষয়টা খুবই সিম্পল । মাত্র কয়েকটি ধাপ পার করলেই আপনারা খুব সহজে ফেসবুক থেকে যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন ।এজন্য নিচের কয়েকটি ধাপ অনুসরণ করুন ।
প্রথমে যে পেজে ভিডিওটি আছে সেখানে যান
এরপর অ্যাড্রেসবারে www এর স্থলে m লিখে এন্টার দিন । ফলে মোবাইল ভিউ দেখাবে নীচের মত ।
এরপর নিচের চিত্রের মত ভিডিওটির উপর ক্লিক করুন বা open link in a new tab দিন ।
ফলে আপনার ফাইল টি ডাউনলোড শুরু হবে । আর না হলে নিচের চিত্রে অ্যাড্রেসবারে চিহ্নিত করা যে লিংটি আছে তা কপি করুন ও আই ডি এম এ গিয়ে পেষ্ট করুন । ডাউনলোড শুরু হবে ।
আর সবাইকে একটা কথা বলি । সবাই একটু কষ্ট করে ভাল লাগলে কমেন্ট করবেন । কারণ কমেন্ট হল টিউনের প্রাণ । কমেন্টই টিউনারকে পরবর্তীতে আরও ভাল টিউন করতে অনুপ্রেরণা দেয় ।
সবাই ভাল থাকুন । ধন্যবাদ ।
আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...
অনেক ভালো টিউন হয়েছে চালিয়ে যান আপনার সাথেই আছি।