আসসালামুআলাইকুম। প্রিয় ব্লগের প্রিয় বন্ধু সকল আশা করি সবাই ভালো আছেন। প্রিন্টারের ব্যবহার এবং এর প্রয়োজনীয়তার কথা চিন্তা করে এ নিয়ে টিউন করার চিন্তা মাথায় আসে। আগের টিউনে হোম ইউজারদের জন্য কি ধরনের প্রিন্টার উপযোগী সে বিষয়ে টিউন করা হয়েছিল। এই টিউনটি করবো কি নিয়ে তা হয়তো টিউন টাইটেল দেখে অনেকেই বুঝে গেছেন। হোম ইউজাররাও এই টিউনের বাইরে নয়। অনেকে হয়তো ব্যক্তিগত ব্যবহারের জন্য আধুনিক প্রযুক্তি, উন্নত মানের, ল্যাব কোয়ালিটি, HD প্রিন্ট, বহুমাত্রিক, ইত্যাদি দামি প্রিন্টার খুজছেন। টিউনটির ধারাবাহিক পর্বগুলো দেখুন।
প্রিন্টার আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজের জিনিস। এর ব্যবহার সব জায়গায় বিদ্যমান। কোথায় এর ব্যবহার নেই, কেউ দেখাতে পারবে না। যাইহোক, যারা প্রফেশনাল তারা বাসায় গেলে হোম ইউজার হয়ে যান, এটাই স্বাভাবিক। তাই আগের টিউনটি একটু দেখে নিতে পারেন।
প্রফেশনালদের প্রিন্টার এই টাইটেলে প্রথম টিউনটি “ইন্ক জেট” প্রিন্টার দিয়ে শুরু করলাম যা পর্ব-২এ দেওয়া হয়েছে।
Ink Jet হল সর্বাধিক ব্যবহৃত প্রিন্টার। যা খুবই ইনএক্সপেনসিব। আপনি হাজার দশ থেকে বিশের মধ্যে খুবই ভালো মানের ইন্কজেট প্রিন্টার পাবেন।
ইন্কজেট প্রিন্টারে প্রযুক্তিগত কিছু ব্যাপারে পার্থক্য রয়েছে। এর মধ্যে প্রধানত দু'টি প্রযুক্তি বিদ্যমান যথাঃ CIJ এবং DOD । CIJ বা Continuous Ink Jet এটি একটি পুরাতন প্রযুক্তি এবং DOD বা Drop On Demand এটি একটি আধুনিক পদ্ধতি।
বর্তমানে DOD প্রযুক্তি ব্যবহার করে প্রিন্টার তৈরি করছে বড় বড় কয়েকটি প্রতিষ্ঠান- Canon, EPSON, HP(Hewlett-Packard), LEXMARK।
আসুন জেনে নেই প্রফেশনাল ইউজিংয়ের জন্য উপোরোক্ত কোম্পানীর তৈরি কিছু প্রিন্টারের বৈশিষ্ট্য, দাম, চাহিদ।
স্টুডিওর জন্য উপযোগী এই প্রিন্টারটি IP 3680 - এর শূন্য স্থান পূরনের সামর্থ্য রাখে। যারা পূর্বে IP 3680 ব্যবহার করেছেন তারা হয়তো বলতে পারবেন। সাম্প্রতিক IP7270- এর CISS বের হওয়ার পর এর প্রতি ইউজাররা ঝুকে পড়েছে। নিচে কিছু ফিচার তুলে ধরা হল।
For More Information About this Printer >> Click Here
EPSON T60 প্রিন্টারটি R230- এর ঘাটতি পূরণ করবে। R230 স্টুডিও ব্যবসায়ীদের অন্যতম পছন্দের প্রিন্টার। এটি অনেক হ্যাভি ডিউটি প্রিন্টার। বর্তমানে এর ইমপোর্ট বন্ধ হয়ে যাওয়া বা কোম্পানীর উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার কারনে গ্রাহকদের চাহিদ অনুযায়ী পাওয়া যায় না। পাওয়া গেলেও ৫০% দাম বেড়েছে। তাই R230- এর অভাব পূরণ করবে EPSON T60 প্রিন্টারটি। নিচে T60 -এর কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হল।
For More Information About this Printer >> Click Here
পপুলারিটির এবং পারফরমেন্স-এর দিক থেকে ফটো ল্যাব কোয়ালিটি প্রিন্টিংয়ের জন্য এই দু'টি প্রিন্টার উল্লেখযোগ্য। যা আমাদের দেশে স্টুডিও ব্যবসায়ীরা পছন্দ করে থাকেন।
IX 6560 প্রিন্টারটি আর্কিটেডদের পছন্দের প্রিন্টার। দ্রুত প্রিন্টিং, ল্যাব কোয়ালিটি, ওয়েব প্রিন্ট, ইত্যাদি নানা ফিচার নিয়ে এই প্রিন্টারটি পপুলারিটির দিক দিয়ে অনেক এগিয়ে আছে। নিচে এর কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হল।
For More Information >> Click Here
আমি মুহাম্মাদ জিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ensure your TECH shopping with us. In Shaa Allah we try to provide your best choice.
অনেক কাজের টিউন। কালার প্রিন্টার ছোট দোকানের জন্য কোনটা/কোন ব্রান্ডের ভাল হবে। সাদাকালো প্রিন্ট বেশি হবে কালার প্রিন্ট কম হবে। লেজার কালার প্রিন্টারের দাম তো নাগালের বাইরে। রিফিল করে আজিবন চালানো যাবে এমন কোনো কালার প্রিন্টার আছে কি?
আমার একটা Brother MFC-7420 লেজার প্রিন্টার আছে। প্রিন্টােরর ডিসপ্লেতে আসে-Toner life is end. মনে করছিলাম রিফিল করলে মনে হয় ঠিক হবে। দোকান থেকে একটা গুড়া কালির পট কিনে টোনার ভালো করে পিরস্কার করে প্রিন্ট দিলাম হলোনা। গুগল মামার থেকে একটা সমাধান পেয়েছিলাম। এখন প্রিন্ট হয় কিন্তু কাগজে লেখা আসেনা। টোনারটা ভালো করে পরিস্কার করার পরও হয় না। শুধু কালি আসে। ভাই এই অধমকে যদি কোনো সমাধান দিতেন তা হলে চির ঋনী হয়ে থাকতাম।