প্রফেশনালদের প্রিন্টার – ইন্ক জেট – পর্ব-২এ

প্রফেশনালদের প্রিন্টার - ইন্ক জেট - পর্ব-২এ

আসসালামুআলাইকুম। প্রিয় ব্লগের প্রিয় বন্ধু সকল আশা করি সবাই ভালো আছেন। প্রিন্টারের ব্যবহার এবং এর প্রয়োজনীয়তার কথা চিন্তা করে এ নিয়ে টিউন করার চিন্তা মাথায় আসে। আগের টিউনে হোম ইউজারদের জন্য কি ধরনের প্রিন্টার উপযোগী সে বিষয়ে টিউন করা হয়েছিল। এই টিউনটি করবো কি নিয়ে তা হয়তো টিউন টাইটেল দেখে অনেকেই বুঝে গেছেন। হোম ইউজাররাও এই টিউনের বাইরে নয়। অনেকে হয়তো ব্যক্তিগত ব্যবহারের জন্য আধুনিক প্রযুক্তি, উন্নত মানের, ল্যাব কোয়ালিটি, HD  প্রিন্ট, বহুমাত্রিক, ইত্যাদি দামি প্রিন্টার খুজছেন। টিউনটির ধারাবাহিক পর্বগুলো দেখুন।

প্রিন্টার আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজের জিনিস। এর ব্যবহার সব জায়গায় বিদ্যমান। কোথায় এর ব্যবহার নেই, কেউ দেখাতে পারবে না। যাইহোক, যারা প্রফেশনাল তারা বাসায় গেলে হোম ইউজার হয়ে যান, এটাই স্বাভাবিক। তাই আগের টিউনটি একটু দেখে নিতে পারেন।

প্রফেশনালদের প্রিন্টার এই টাইটেলে প্রথম টিউনটি “ইন্ক জেট” প্রিন্টার দিয়ে শুরু করলাম যা পর্ব-২এ দেওয়া হয়েছে।

Ink Jet  হল সর্বাধিক ব্যবহৃত প্রিন্টার। যা খুবই ইনএক্সপেনসিব। আপনি হাজার দশ থেকে বিশের মধ্যে খুবই ভালো মানের ইন্কজেট প্রিন্টার পাবেন।

ইন্কজেট প্রিন্টারে প্রযুক্তিগত কিছু ব্যাপারে পার্থক্য রয়েছে। এর মধ্যে প্রধানত দু'টি প্রযুক্তি বিদ্যমান যথাঃ CIJ  এবং DOD  ।  CIJ  বা Continuous Ink Jet  এটি একটি পুরাতন প্রযুক্তি এবং DOD  বা Drop On Demand  এটি একটি আধুনিক পদ্ধতি।

বর্তমানে DOD  প্রযুক্তি ব্যবহার করে প্রিন্টার তৈরি করছে বড় বড় কয়েকটি প্রতিষ্ঠান- Canon, EPSON, HP(Hewlett-Packard), LEXMARK

আসুন জেনে নেই প্রফেশনাল ইউজিংয়ের জন্য উপোরোক্ত কোম্পানীর তৈরি কিছু প্রিন্টারের বৈশিষ্ট্য, দাম, চাহিদ।

A. ফটোল্যাব কোয়ালিটি প্রিন্টারঃ-

. Canon IP 7270

স্টুডিওর জন্য উপযোগী এই প্রিন্টারটি IP 3680 - এর শূন্য স্থান পূরনের সামর্থ্য রাখে। যারা পূর্বে IP 3680  ব্যবহার করেছেন তারা হয়তো বলতে পারবেন। সাম্প্রতিক IP7270- এর CISS  বের হওয়ার পর এর প্রতি ইউজাররা ঝুকে পড়েছে। নিচে কিছু ফিচার তুলে ধরা হল।

>> Ink Jet Photo Printer(Photo Lab Quality)
>> Paper Size: A4/A5/LTR/LGL
>> Resolution: 9600x2400 dpi
>> 5 Individual Ink Tank (BK, C, Y, M & K)
>> 1PL Technology

>> Print Speed:
Document: Colour*2: ESAT / Simplex: Approx. 10.0ipm
Document: B/W*2: ESAT / Simplex: Approx. 15.0ipm
Photo (4 x 6")*2:PP-201 / Borderless: Approx. 21secs.
>> Printable Width:
Up to 203.2mm (8-inch) Borderless: Up to 216mm (8.5-inch)
>> Duplex Print
>> Network Print
>> WiFi Connection
>> Cartridge Model: PG-750Black, CLI-751 CYAN, CLI-751 MEGENTA, CLI-751 YELLOW, 751 BK.
>> Average Price: 10500.00 BDT

For More Information About  this Printer >> Click Here

90%  Printing Cost কমানোর জন্যে CISS(Continue Ink  Supply System) ব্যবহার করা যাবে। তবে ভালো প্রিন্ট কোয়ালিটির জন্য অরিজিনাল কার্টিজ ব্যবহার করাই উত্তম।

. EPSON T60

 EPSON T60 প্রিন্টারটি  R230- এর ঘাটতি পূরণ করবে। R230  স্টুডিও ব্যবসায়ীদের অন্যতম পছন্দের প্রিন্টার। এটি অনেক হ্যাভি ডিউটি প্রিন্টার। বর্তমানে এর ইমপোর্ট বন্ধ হয়ে যাওয়া বা কোম্পানীর উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার কারনে গ্রাহকদের চাহিদ অনুযায়ী পাওয়া যায় না। পাওয়া গেলেও ৫০% দাম বেড়েছে। তাই R230- এর অভাব পূরণ করবে EPSON T60  প্রিন্টারটি। নিচে T60 -এর কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হল।

>> Ink Jet Photo Printer(Photo Lab Solution)
>> Ink Type : Photo Dye
>> Max. Print Resolution: 5760x1440 dpi (with VSDT)
>> Paper Size: Max. A4
>> Min. Ink Droplet Size: 1.5l

>> Print Speed:
BLACK TEXT MEMO (A4) Approx. 37 ppm (Draft)
COLOUR TEXT MEMO (A4) Approx. 38 ppm (Draft)
PHOTO (10 x 15 cm / 4 x 6 in)
Approx. 11 sec per photo (Draft, with Border),
Approx. 12 sec (Draft, Borderless),
Approx. 27 sec (Default, Borderless)
>> Max. Paper Capacity
>> 6 Individual Cartridge
>> Cartridge Model:
Black Cartridge (T1221)
Cyan Cartridge (T1222)
Magenta Cartridge (T1223)
Yellow Cartridge (T1224)
Light Cyan Cartridge (T1225)
Light Magenta Cartridge (T1226)
>> No WiFi Connection
>> Average Price: 15500.00 BDT

For More Information About  this Printer >> Click Here

90%  Printing Cost কমানোর জন্যে CISS(Continue Ink  Supply System) ব্যবহার করা যাবে। তবে ভালো প্রিন্ট কোয়ালিটির জন্য অরিজিনাল কার্টিজ ব্যবহার করাই উত্তম।

পপুলারিটির এবং পারফরমেন্স-এর দিক থেকে ফটো ল্যাব কোয়ালিটি প্রিন্টিংয়ের জন্য এই দু'টি প্রিন্টার উল্লেখযোগ্য। যা আমাদের দেশে স্টুডিও ব্যবসায়ীরা পছন্দ করে থাকেন।

. Canon IX 6560 A3 Printer

IX 6560  প্রিন্টারটি আর্কিটেডদের পছন্দের প্রিন্টার। দ্রুত প্রিন্টিং, ল্যাব কোয়ালিটি, ওয়েব প্রিন্ট, ইত্যাদি নানা ফিচার নিয়ে এই প্রিন্টারটি পপুলারিটির দিক দিয়ে অনেক এগিয়ে আছে। নিচে এর কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হল।

>> Ink Jet Photo Printer
>> Resolution: 9600x2400 dpi
>> Paper Size: A3+, A3, A4, A5, B4, B5, Letter, Legal, Ledger, 4 x 6", 5 x 7", 8 x 10", 10 x 12", Envelopes (DL, COM10)
>> Print Speed: ISO Standered
Document: Colour*2: ESAT / Simplex Approx. 8.8ipm
Document: B/W*2: ESAT / Simplex Approx. 11.3ipm
Photo: (4x6")*2: PP-201 / Borderless Approx. 36secs.
>> Duty Cycle: 7000 Pages Monthly
>> 5 Individual Ink
>> Cartridge Model:
PGI-725 Pigment Black, CLI-726 Cyan / Magenta / Yellow / Black
>> Average Price: 19000.00 BDT

For More  Information >> Click Here

90%  Printing Cost কমানোর জন্যে CISS(Continue Ink  Supply System) ব্যবহার করা যাবে। তবে ভালো প্রিন্ট কোয়ালিটির জন্য অরিজিনাল কার্টিজ ব্যবহার করাই উত্তম।

আজ এইটুকুই আগামী পর্বে বহুমাত্রিক প্রফেশনাল প্রিন্টার নিয়ে টিউন করবো ইনশাআল্লাহ।

আমাদেরকে আপনার নিকটে রাখুন।

Click Here For Find Us On

facebook  

Level 0

আমি মুহাম্মাদ জিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ensure your TECH shopping with us. In Shaa Allah we try to provide your best choice.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কাজের টিউন। কালার প্রিন্টার ছোট দোকানের জন্য কোনটা/কোন ব্রান্ডের ভাল হবে। সাদাকালো প্রিন্ট বেশি হবে কালার প্রিন্ট কম হবে। লেজার কালার প্রিন্টারের দাম তো নাগালের বাইরে। রিফিল করে আজিবন চালানো যাবে এমন কোনো কালার প্রিন্টার আছে কি?

আমার একটা Brother MFC-7420 লেজার প্রিন্টার আছে। প্রিন্টােরর ডিসপ্লেতে আসে-Toner life is end. মনে করছিলাম রিফিল করলে মনে হয় ঠিক হবে। দোকান থেকে একটা গুড়া কালির পট কিনে টোনার ভালো করে পিরস্কার করে প্রিন্ট দিলাম হলোনা। গুগল মামার থেকে একটা সমাধান পেয়েছিলাম। এখন প্রিন্ট হয় কিন্তু কাগজে লেখা আসেনা। টোনারটা ভালো করে পরিস্কার করার পরও হয় না। শুধু কালি আসে। ভাই এই অধমকে যদি কোনো সমাধান দিতেন তা হলে চির ঋনী হয়ে থাকতাম।

    @Emrul islam: শুধু প্লেইন পেপারে টেক্সট প্রিন্ট করা হয়ে থাকলে EPSON ME-10 নিতে পারেন। আর যদি ফটো পেপারে প্রিন্ট হবে ভাবেন, তাহলে দাম কমে এবং ভালো Canon IP 7270 কিনতে পারেন।
    ME-10 CISS সহ ৭৫০০ টাকা
    IP 7270 CISS সহ ১২৫০০

আমি একটা প্রিন্টার কিনতে চাচ্ছি।

উদ্দেশ্য- ব্যক্তিগত ফটো প্রিন্টিং
বাজেট- 15,000 পর্যন্ত (অল্প কিছু বেশি হলেও সমস্যা নেই)

আমি খুবই কনফিউজড । Epson R230 নাকি বাজারে নেই, T60 এর নাকি মাদারবোর্ড সমস্যা করে (এলাকার কম্পিউটার এর দোকান থেকে জেনেছি)। আবার Epson R250 , R800 এর ব্যপারেও তেমন কিছু জানিনা।

please help me.

    @Md_Nadim_Hossain: R230 nite chile dewa jabe.. CISS soho 25000TK.(intact). CANON IP 7270 kinte paren. Print speed obak korar moto. CISS soho 12500TK.