এর আগে, "ক্যালকুলেটর দিয়ে সমাধান: পর্ব-১ (বেসিক)" নামে একটি টিউন করেছিলাম যার বিষয়বস্তু ছিল: Calculation, Solve, Differentiation, Integration
আজ আলোচনা করব Inverse, Factorial, Constant, Convert, Answer Simplify নিয়ে।
আজকের প্রয়োজনীয় স্যুইচের ক্রমিক : (ক্রম জানতে টিউনটি দেখুন)
——————————————————————
(ক্যালকুলেটরে যা আউটপুট দিবে তা এই রং এ দেখানো হয়েছে)
——————————————————————
স্যুইচ: (9:MS, 10:ES)
Inverse অর্থ হচ্ছে উল্টো,ব্যস্ত,বিপরীত অবস্থা ।
কোন সংখ্যা কে Inverse করলে তার হর লবে এবং লব হরে এসে যায়
যেমন:
5 কে Inverseকরলে পাব: 1/5
2/5 কে Inverseকরলে পাব: 5/2
1/9 কে Inverseকরলে পাব: 9
ক্যালকুলেটরে করতে হলে প্রথমে সংখ্যা input দিতে হবে, তারপর inverse স্যুইচ চাপতে হবে
(5÷2) x -1 = 0.4
######################################################
স্যুইচ: (9:MS, 10:ES)
কোন সংখ্যার Factorial হচ্ছে, তার ক্রমাগত গুনফল (1 থেকে সেই সংখ্যা পর্যন্ত)
Factorial প্রকাশ করা হয় ! দ্বারা
যেমন:
5 এর Factorial হল 1 x 2 x 3 x 4 x 5 = 120
10 এর Factorial হল 1 x 2 x 3 x 4 x 5 x 6 x 7 x 8 x 9 x 10 = 3628800
ক্যালকুলেটরে করতে চাইলে:(6 !) চাপুন
6 SHIFT x-1 6! = 720
######################################################
স্যুইচ (10:MS, 30:ES[shift])
Constant হচ্ছে ধ্রুব সংখ্যা যেমন: অভিকর্ষজ ত্বরণ g=9.80665 ms-2 এর মান কখনোই পরিবর্তন হবে না
ক্যালকুলেটরে এরকম 40 টি ধ্রুবক দেয়া আছে
Constant Chart:
সাধারনত SSC ও HSC তে দরকার:
1. প্রেটনের ভর
2. নিউট্রনের ভর
3. ইলেকট্রনের ভর
4. মেসনের ভর
5. বোর ব্যসার্ধ
6. প্লাঙ্ক ধ্রুবক
11. প্রমান ইলেকট্রনের ব্যসার্ধ
12,13,14,15 (বাংলা করতে পারি নাই)
17. একক পারমানবিক ভর
22. ফ্যারাডের ধ্রুবক
23. প্রেটনের বা ইলেকট্রনের চার্জ
24. আ্যভোগেড্রো সংখ্যা
26. আদর্শ গ্যাসের মোলার আয়তন
27. মোলার গ্যাস ধ্রুবক
28. শূণ্যস্থানে আলোর গতি
35. অভিকর্ষজ ত্বরণ
38. প্রমান তাপমাত্রা
39. মহাকর্ষীয় ধ্রুবক
40. প্রমান চাপ
ক্যালকুলেটরে বের করতে চাইলে: (প্রমান চাপ) চাপুন,
MS:
CONST CONST_ _
40 atm
= 1.01325
ES:
SHIFT 7
CONSTANT
Number 01-40 ?
. [_ _]
40 atm
= 101325
######################################################
স্যুইচ (10:MS[shift], 31:ES[shift])
ধরি এখন ঢাকার তাপমাত্রা 300 সেলসিয়াস কিন্তু আমার দরকার ফারেনহাইটে এখন সূত্র এপ্লাই করা ছাড়া উপায় নেই
Scientific Calculator থাকলে এধরনের কষ্ট করতে হবে না
এর দ্বারা 40 ধরনের Convert করতে পারবেন
Conversion Chart:
এখন 300C কে 0F এ রূপান্তর করতে ইনপুট দিন:
MS:
30 SHIFT CONST
CONV_ _ 38
300C > 0F =
86
ES:
30 SHIFT 8
COVERSION
Number 01-40 ?
. [_ _]
38
300C > 0F =
86
################################################
স্যুইচ: (12:MS, 28:ES)
ধরি কোন Calculation এর ফলাফল 9.75 হল
এ ধরনের ফলাফল সরল ভাবে দেখা যায়
যেমন:
যা করতে হবে:
9.75 = 9.75
MS:
ES:
ES মডেলে ডিফল্ট ভাবে সাধারন ভগ্নাংশ দেখায়
আমি কামরুল হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ক্যালকুলেটর নিয়ে ভাল একটি টিউন করার জন্য ধন্যবাদ।