সেদিন অচেনা কেউ একজন আমাকে ফোন দিয়েছিল। বলল যে তার হার্ডডিস্কে জায়গা ঠিকই দেখাচ্ছে কিন্তু ফাইল শো করে না। আমার কাছে সমাধান চাইল। আমি তখন একটা বিশেষ কারণে অমনযোগী থাকায় তাকে কোন সমাধান দিতে পারিনি। পরে মনে হলে তাকে ফোন দিলাম। কিন্তু পেলাম না। সম্ভবত কোন ফ্যাক্স থেকে ফোন দিয়েছিল। তাই টিউনটা করতে বসলাম যাতে করে তার পাশাপাশি আপনারাও লাভবান হতে পারেন।
আমার একবার এ ধরনের সমস্যা হয়েছিল। তখন আমি যা করেছিলাম তা-ই সবার সাথে শেয়ার করছি।
আগে সফটওয়্যারটা ডাউনলোড করে নিন এই লিংক থেকে যার সিরিয়াল কি গুলো হলো:-
সফটওয়্যারটি ইন্সটল দেবার পর দেখবেন যে Disk Defragment নামে একটা অপশন আছে।
আর সফটওয়ারটির গুনগান নাইবা করলাম। কারণ, আপনারা সবাই জানেন যে পিসির জন্য এর উপরে কোন সফটওয়ার হয়না। টিউনটা মনে হয় খুব ছোট হয়ে গেল। যাকগে, ভাল থাকবেন। আর যে ভাই আমাকে সেদিন ফোন দিয়েছিলেন তিনি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই টিউমেন্ট করবেন। সময় করে একদিন লিখব।
ধন্যবাদ সবাইকে আবারও।
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।
এটা একটা টিউন হলো?