হার্ডডিস্কে জায়গা ঠিকই দেখাচ্ছে কিন্তু ফাইল শো করছে না? সমাধান নিন

সেদিন অচেনা কেউ একজন আমাকে ফোন দিয়েছিল। বলল যে তার হার্ডডিস্কে জায়গা ঠিকই দেখাচ্ছে কিন্তু ফাইল শো করে না। আমার কাছে সমাধান চাইল। আমি তখন একটা বিশেষ কারণে অমনযোগী থাকায় তাকে কোন সমাধান দিতে পারিনি। পরে মনে হলে তাকে ফোন দিলাম। কিন্তু পেলাম না। সম্ভবত কোন ফ্যাক্স থেকে ফোন দিয়েছিল। তাই টিউনটা করতে বসলাম যাতে করে  তার পাশাপাশি আপনারাও লাভবান হতে পারেন।

আমার একবার এ ধরনের সমস্যা হয়েছিল। তখন আমি যা করেছিলাম তা-ই সবার সাথে শেয়ার করছি।

আগে সফটওয়্যারটা ডাউনলোড করে নিন এই লিংক থেকে যার  সিরিয়াল কি গুলো হলো:-

http://pastebin.com/E8Ft7ZeK

সফটওয়্যারটি ইন্সটল দেবার পর দেখবেন যে Disk Defragment নামে একটা অপশন আছে।

  • সেখানে ক্লিক করে আপনার সমস্ত ড্রাইভ Defragment করে নিন।
  • এক্ষেত্রে ফোল্ডারগুলো এলোমেলো হয়ে যেতে পারে কিন্তু তাতে চিন্তার কিছু নেই। পিসি রিস্টার্ট দিন।
  • দেখবেন আগের জায়গা খাওয়া ফাইলগুলো এইবার শো করছে।

আর সফটওয়ারটির গুনগান নাইবা করলাম। কারণ, আপনারা সবাই জানেন যে পিসির জন্য এর উপরে কোন সফটওয়ার হয়না। টিউনটা মনে হয় খুব ছোট হয়ে গেল। যাকগে, ভাল থাকবেন। আর যে ভাই আমাকে সেদিন ফোন দিয়েছিলেন তিনি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই টিউমেন্ট করবেন। সময় করে একদিন লিখব।

ধন্যবাদ সবাইকে আবারও।

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা একটা টিউন হলো?

    @Rumi Sarwar: আপনি মনে হয় প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তর:- ” জী, এটা একটা টিউন হলো।”

    @Rumi Sarwar: কোন সমস্যা?

Level 0

khobi valo tune valo laglo , arokom aro tune chai……..!!!

khub valo tune..
amar pc er 1ti drive e kichu folder file (ki hochhey bujhte parchhi na) delete hochhey na,delete korte gele permission chaichhey,drive close korte gele pc hang hoye jachhey jar jannyo sahoje pc shut down/restart hochhey na,voyte folder gulo khulchhi na.
jodu apnar kachheey kono solution thake,plz help me…tnkzzz….

    @avijitsarkar: আপনি উপরে দেয়া সফটওয়্যার দিয়ে Disk Defragment করতে পারেন। আমারও আগে এরকম পারমিশন চাইত। ট্রাই করুন। ধন্যবাদ।

ধন্যবাদ ভাই। আমার খুব দরকার ছিল।

    @Abu Tareq Md. Kamrul Ahsan: আপনাকেও ধন্যবাদ।

ভাই আমার ১ টেরা হার্ডডিস্কটার একই সমস্যা । আমি আপনের টিউন এর মত করে দেখলাম কিন্তু কাজ হয় না। আর কোন System থাকলে জানাবেন খুব উপকার হবে । ধন্যবাদ @ Musician Mehedee

    @Mozammal Hossain: পেলে অবশ্যই জানাব।

@Musician Mehedee
windows 7 এ যে disk defragmenter আছে সেটা দিয়ে হবে না?

    @Md. Abdulla Al Mamun: Windows এর সাথে যে ডিফ্রাগমেন্টার দেয়া থাকে সেটা ততটা উন্নতমানের না। ট্রাই করে দেখতে পারেন।