সহজ ও দারুন একটা ম্যাজিক নিয়ে নিন ফ্রিতে !!!!!!

ম্যাজিক দেখাতে কে না ভালোবাসে । আজকের ম্যাজিকে মনে হয় আপনার ম্যাজিকের প্রতি আরও আগ্রহ বাড়বে। ম্যাজিকের নাম [গ্লাসের সাহায্যে কয়েন ভ্যানিস করা]।তো চলুন শুরু করা যাক।

দর্শকদের সামনেঃ--------------

জাদুকর একটা টেবিলের উপর একট কাচের স্বচ্ছ গ্লাস রাখলেন। এর পাশে একটা কয়েন রাখলেন। কাচের স্বচ্ছ গ্লাসটি একটি রুমাল দিয়ে কয়েনটার উপর তুলে রাখলেন। রুমাল সরালেন। কয়েনটা ভ্যানিস......................গ্লাসটা আবার রুমাল দিয়ে ঢেকে ঐ স্থান থেকে সরিয়ে পূর্বের স্থানে ফিরিয়ে নিলেন। আবার কয়েনটা ফিরে এল।

ম্যাজিক দেখানের জন্য প্রয়োজনঃ-------

১. একটা স্বচ্ছ কাচের গ্লাস (গোলাকার মুখের)।

২. একটা কয়েন ১/২/৫ টাকার যে কোনটা হলে হবে।

৩. একটা শক্ত কাগজের বোর্ড।

৪. এক পিস দিস্তার কাগজ (নরমাল যেটা দ্বারা দিস্তার খাতা বানিয়ে বিক্রি করা হয়)।

৫. কিছু আঠা।

৬. কাচি (কাগজ কাটার জন্য)।

৭. একটা রুমাল।

৮. একটা টেবিল।

৯. পেন্সিল বা কলম (বৃত্ত আকার জন্য)।

দর্শকদের আড়ালেঃ---------

১নং ধাপ>> কাচের গ্লাসের মুখ কাগজে বসিয়ে পেন্সিল বা কলম দিয়ে গ্লাসের মুখের সমান মাপের একটা বৃত্ত আকুন।

২নং ধাপ>> কাচি দিয়ে বৃত্তের একটা ভেতরের দিকে গোল করে কাগজটা কেটে নিন।

৩নং ধাপ>> গ্লাসের মুখের সাথে আঠা দিয়ে কাগজটা লাগিয়ে নিন।

৪নং ধাপ>> এবার দিস্তার কাগজটাকে কাগজের শক্ত বোর্ডের উপরে লাগিয়ে নিন।

৫নং ধাপ>> যে টেবিলের উপর ম্যাজিক দেখাবেন সেখানে বোর্ডটা আঠা দিয়ে লাগিয়ে নিন।

ম্যাজিক দেখানের পূর্বে সরঞ্জাম সেটিংস্ঃ-----------

রুমাল দিয়ে ঢেকে গ্লাসটা আপনার সুবিধামত স্থানে সরিয়ে রাখুন। ম্যাজকের শুরুর বক্তব্য আপনার মনের মত করে দিন। রুমালদিয়ে ঢাকা অবস্থায় গ্লাসটা বোর্ডের উপরে তুলুন, অবশ্যই লাগানো কাগজের দিক নিচের দিকে করে। কয়েনটা গ্লাসের পাশে রাখুন। সবাইকে বলুন গ্লাসটা স্বচ্ছ তাই আপনার দেখতেই পাচ্ছেন গ্লাসের ভেতরে কিছুই নেই...................এবার কাচের স্বচ্ছ গ্লাসটি একটি রুমাল দিয়ে কয়েনটার উপর তুলে রাখুন। রুমাল সরান। কয়েনটা ভ্যানিস...........গ্লাসটা আবার রুমাল দিয়ে ঢেকে ঐ স্থান থেকে সরিয়ে পূর্বের স্থানে ফিরিয়ে নিন।দেখুন আবার কয়েনটা ফিরে এল।

মূল ম্যাজিকঃ-------------

এখানে আসল ব্যাপার হচ্ছে গ্লাস সচ্ছ থাকায় লোকেরা গ্লাসের মুখে লাগানো সাদা কাগজ আর নিচে বোর্ডে লাগানো সাদা কাগজের মধ্যে ব্যবধান বুঝতে পারবেন না ফলে আপনি উপস্থাপন করতে পারবেন রোমাঞ্চকর একটা ম্যাজিক।

বিঃ দ্রঃ সাদা কাগজ আলো বেশি প্রতিফলন করে বলে লোকের দু-টা কাগজের ব্যবধান বুঝতে পারে ন। কিন্তু অন্য কোন রঙ্গের, কম আলো প্রতিফলন এমন কাগজ ব্যবহার করলে কিন্তু ঠিকই ধরা পড়ে যাবেন।

আপনাদের সুবিধার্থে ভিডিও টিউটোরিয়ালও দিয়ে দিলাম এখান থেকে ডাউনলোড করুন। তেমন ক্লিয়ার না 3gp ফরম্যেটের্ ।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি Tanzidul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Use the link below to generate traffic and earn money 0.5$ for every unique visitor that clicks your link.
Good places to start posting your link are social websites like Facebook, Twitter, Google+, Youtube, forums, chat rooms, blogs, etc.