প্রিন্টার কিনবেন ভাবছেন? আপনার কাজের উপর ভিত্তি করে নিশ্চিত করুন প্রিন্টার কেন। – পর্ব-১

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধু সকল কেমন আছেন আপনারা। আশা করি ভালো। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে টিউন লিখছি যা হলো আমাদের দৈনন্দিন জীবনের খুবই কাজের জিনিস। আর তা হল প্রিন্টার। প্রিন্টার সাধারণত ব্যাংক, বীমা, স্কুল-কলেজ, শিল্প-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে ব্যবহারের আধিক্য লক্ষ্য করা গেলেও, হোম ইউজাররাও এর ব্যবহার থেকে পিছিয়ে নেই। ধারাবাহিক টিউনগুলো নিচে দেখুন।

প্রযুক্তির যত উন্নতি সাধিত হচ্ছে, আমরা তত বেশি এর ব্যবহারের মাধ্যমে অলস হতে চলেছি। এখন কিছু ডকুমেন্ট প্রিন্ট করার জন্য আর দোকানে যেতে হয় না। কারন এখন আপনি একটা UPS- এর দামে Canon  অথবা HP  এর ভালো মানের InkJet  প্রিন্টার পাবেন। প্রিন্টার ব্র্যান্ড গুলো বিভিন্ন ধরনের ভোক্তার চাহিদার কথা মাথায় রেখে তৈরি করছে নানা ধরনের, বিভিন্ন দামের প্রিন্টার।

প্রিন্টারের ব্যবহার কোন্ কোন্ ক্ষেত্রগুলোতে হয়ে থাকে তা অনেক ব্যাপক আলোচনার বিষয়। আমি প্রধানত দুই শ্রেনীর ব্যবহারকারী ধরে নিয়েছি, লেখা সংক্ষেপ করার জন্যে।

. হোম ইউজারঃ

  1. আপনি কি ধরনের ডকুমেন্ট প্রিন্ট করবেন।
  2. দৈনিক বা সপ্তাহে কত পেজ প্রিন্ট করবেন।
  3. সাদাকালো নাকি রঙ্গিন প্রিন্ট হবে।
  4. টেক্সট প্রিন্ট করবেন, কিন্তু অনেক দ্রুত।
  5. ছবি প্রিন্ট করবেন, ভালো কোয়ালিটি হতে হবে।(যেমন স্টুডিওতে যে প্রিন্টার ব্যবহার হয়।
  6. প্রিন্ট করার পাশাপাশি চাচ্ছেন স্ক্যানিং, কপি করতে।

উপরে ব্যবহারের কিছু পয়েন্ট তুলে ধরলাম। এতে করে বুঝতে সহজ হবে।

প্রিন্টার কাজের উপর ভিত্তি করে কয়েক ধরনের হয়ে থাকে। যেমনঃ Ink Jet, Laser, Dot Matrix,  Pose Printer ইত্যাদি।

Ink Jet  প্রিন্টার হোম ইউজারদের পছন্দের প্রিন্টার। এসব প্রিন্টারের দাম খুবই কম। দাম কমের কারনে এসব প্রিন্টার কিনতে কোন ধরনের বেগ পেতে হয় না। আপনি যেকোনো ‍ধরনে টেক্সট বা ছবি সাদাকালো বা রঙ্গিন ফরমেটে প্রিন্ট দিতে পারবেন। প্রিন্ট করার পাশাপাশি স্ক্যানিং ও কপি করার জন্য অল-ইন-ওয়ান প্রিন্টার নিতে পারেন।

হোম ইউজারদের জন্য ২৬০০-৬৫০০ টাকার InkJet  প্রিন্টার।

1.Canon PIXMA IP 2772

এই প্রিন্টারটি ছোট আকারের একটি ইন্কজেট প্রিন্টার। এর কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে দেওয়া হলঃ

  • ü Inkjet Photo Printer(Photo Lab Quality)
  • ü Paper Size: A4/A5/LTR/LGL
  • ü Resolution: 4800x1200dpi
  • ü Speed: Black 7.0ipm & Color 4.8ipm
  • ü 4 Color(2 Fine Cartridge)
  • ü Price: 2999/- (With CISS TK- 4200/-)

অধিক প্রিন্টের জন্য, ৯০% খরচ বাচাঁনোর জন্য এর মধ্যে CISS(Continue Ink Supply System) ব্যবহার করা যায়। যা Drum নামে বেশি প্রচলিত।

2, HP DeskJet 1000

এই প্রিন্টারটি আকারে ছোট। ছোট বাচ্চারাও এটা বহন করতে পারবে। প্রিন্ট কোয়ালিটি চমৎকার। আরো কিছু জানুন নিচ থেকে।

  • ü Print speed black:
  • ISO Laser comparable:Up to 5.5 ppm
  • Draft:Up to 16 ppm
  • ü Print speed color:
  • ISO Laser comparable:Up to 4 ppm
  • Draft:Up to 12 ppm
  • ü Duty cycle (monthly, A4)
  • Up to 1000 pages
  • ü Resolution
  • Up to 4800 x 1200 dpi
  • ü Price: 2650/-

এর মধ্যে CISS(Continue Ink Supply System) ব্যবহার করা যায় না।

3. EPSON ME-10(4Cart)

EPSON-এর এটি একটি নতুন সংস্করন। খুবই ছোট আকারের এই প্রিন্টারটিতে চারটি Individual Cartridge ব্যবহার হয়েছে। আরো কিছু জানতে নিচে দেখুন।

  • ü Print Speed up to 24ppm
  • ü Print Resolution up to 5760x1440
  • ü Lower Cost Per Cartridge
  • ü Individual Ink Cartridges
  • ü Small Footprint
  • ü Price: 5500/- (With CISS TK- 7200/-)

অধিক প্রিন্টের জন্য, ৯০% খরচ বাচাঁনোর জন্য এর মধ্যে CISS(Continue Ink Supply System) ব্যবহার করা যায়। যা Drum নামে বেশি প্রচলিত।

 4. Canon MP-237(All in One)

অল ইন ওয়ান মানে প্রিন্ট, স্ক্যান, কপি করা যাবে একই প্রিন্টারে। MP-237 অসাধারন একটি প্রিন্টার। এর প্রধান কিছু বৈশিষ্ট্য নিচে তুলা ধরা হলঃ

  • ü Print, Scan & Copy
  • ü Paper Size: A4/A5/LTR/LGL
  • ü Resolution: 4800x1200dpi
  • ü Speed: 7.0ipm Black & 4.8ipm Color
  • ü Price: 6500/- (With CISS TK- 7800/-)

অধিক প্রিন্টের জন্য, ৯০% খরচ বাচাঁনোর জন্য এর মধ্যে CISS(Continue Ink Supply System) ব্যবহার করা যায়। যা Drum নামে বেশি প্রচলিত।

 5. HP DeskJet 1050(All in One)

অল ইন ওয়ান প্রিন্টার হিসেবে এর আকার ছোট। যার প্রিন্টিং পারফরমেন্স HP DeskJet 1000 এর মতই। আরো কিছু জানতে নিচে দেখুন।

  • ü Print, Scan & Copy
  • ü Print speed black:
  • ISO Laser comparable:Up to 5.5 ppm
  • Draft:Up to 16 ppm
  • ü Print speed color:
  • ISO Laser comparable:Up to 4 ppm
  • Draft:Up to 12 ppm
  • ü Duty cycle (monthly, A4)
  • Up to 1000 pages
  • ü Resolution
  • Up to 4800 x 1200 dpi
  • ü Flatbed Scanning
  • ü Price: 4900/-

এর মধ্যে CISS(Continue Ink Supply System) ব্যবহার করা যায় না।

 6. HP DeskJet 2515(All in One)

অল ইন ওয়ান প্রিন্টার হিসেবে এর আকার ছোট। যা HP DeskJet 1050 প্রিন্টারের কাছাকাছি। HP এর পক্ষ থেকে এই প্রিন্টারের থিম Ink Advantage: Quality Print up to 480pages at a low cost.

  • ü Print, Scan & Copy
  • ü Price: 5900/-

এর মধ্যে CISS(Continue Ink Supply System) ব্যবহার করা যায় না।

 

হোম ইউজারদের জন্য ৬০০০-৮২০০ টাকার Laser Jet প্রিন্টার

এই লেজারজেট প্রিন্টারগুলো শুধুমাত্র সাদাকালো।

1. Samsung ML-2165 Laser Jet

লেজার প্রিন্টারের মধ্যে দামে সাশ্রয়ী এই প্রিন্টারটি আকারে ছোট। ভালো মানের প্রিন্ট কোয়ালিটির নিশ্চয়তা দেয়।

  • ü Speed up to 20ppm in A4
  • ü Resolution up to 1200x1200dpi effective output
  • ü Duty Cycle Monthly up to 10000pages
  • ü Memory 8 MB
  • ü Price: 6200/-

৬০% খরচ কমানোর জন্যে Compatible Toner পাওয়া যায়। ভালো মানের প্রিন্টিংয়ের জন্য অরিজিনাল টোনার ব্যবহার করাই ভালো।

2. Canon LBP 6000 Laser Jet

Canon-এর এই প্রিন্টারটি দামে সাশ্রয়ী এবং হ্যাভি ডিউটি প্রিন্টার। নিচে এর কিছু বৈশিষ্ট্য দেখুন।

  • ü Speed up to 18/19ppm
  • ü Resolution up to 2400eq dpi
  • ü Paper Size: A4/LTR/LGL
  • ü Memory 2MB
  • ü Duty Cycle 5000 pages Monthly
  • ü Price: 7200/-

৬০% খরচ কমানোর জন্যে Compatible Toner পাওয়া যায়। ভালো মানের প্রিন্টিংয়ের জন্য অরিজিনাল টোনার ব্যবহার করাই ভালো।

3. HP LaserJet 1102

বাজারে এই মডেলের প্রিন্টারটি যথেষ্ট চাহিদা রয়েছে। প্রিন্টিং কোয়ালিটি খুবই ভালো। নিচে আরো কিছু দেখুন।

  • ü Speed up to 19ppm
  • ü Resolution up to 1200dpi
  • ü Duty Cycle up to 5000sheets
  • ü Memory 8 MB
  • ü Price: 8000/-

৬০% খরচ কমানোর জন্যে Compatible Toner পাওয়া যায়। ভালো মানের প্রিন্টিংয়ের জন্য অরিজিনাল টোনার ব্যবহার করাই ভালো।

হোম ইউজাররা এর বাইরেও আরো বেশি দামের InkJet এবং LaserJet প্রিন্টার কিনতে পারেন। যার বিস্তারিত আলোচনা পাবেন নেক্সট টিউনে ইনশাআল্লাহ। আর নেক্সট টিউন হবে প্রফেশনাল ইউজারদের নিয়ে।

আমাদের পাশে থাকুন

Paragon Computer on Facebook

Level 0

আমি মুহাম্মাদ জিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ensure your TECH shopping with us. In Shaa Allah we try to provide your best choice.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তথ্য সমূর্ন ভাল লাগলো।
আমিও ব্লগিং জগতে প্রবেশ করেছি। আমার সাইট প্রযুক্তির খেলা.কম

    @মোঃ ইফতেখার: ইফতেখার ভাই, আপনাকে ধন্যবাদ।

ড্রাম এর প্রাইস কত ??

    @রুমার: ২৭৭২, ২৩৭ এর ৬০০৳, এমই-১০ এর ১৫০০৳

Level 0

একদম সময় মত টিউন টা পাইলাম !!!
canon mp-237 (With CISS) এর দাম ৭২০০ চাইছে… কিনে ফেলব ?

    @tahmim: কিনে নিতে পারেন। ভালো প্রাইস।

Level New

Canon MP 140 te CISS লাগাতে পারব??? Ctg te valo ciss লাগাতে কেউ পারে জানেন বস?

    @ЯOBAYETH: হ্যাঁ পারবেন। আমরাও এই ধরনের কাজ করি। আপনি ফ্যান পেজ থেকে অ্যাড্রেস নিতে পারেন। https://www.facebook.com/paragoncomputerbd

      Level New

      @Paragon Computer: vai. আমি তো address pelam na, CTG te kothai ase plz bolen>>>????

        @ЯOBAYETH: CTG-এ কোথায় করতে পারবেন, আমি ঠিকভাবে বলতে পারবো না। একটু কম্পিউটার মার্কেটে খোজ নিয়ে দেখতে পারেন।

Level 0

লেজার প্রিন্টার এ দিনে সর্ব্বোচ্চ কত কপি পেপার প্রিন্ট করা নিরাপদ ?
Model HP 1100

    @SPECIAL: এই মডেলের প্রিন্টারে Monthly duty cycle 7000 pages

আমার Canon PIXMA IP 2772 অনেকদিন ধরে বাক্সবন্দি, কালি ফুরিয়ে গেছে। কালো CATRIDGE টা নষ্ট হয়ে গেছে হয়তো, এটাতে CISS ব্যাবহার করা যাবে? খরচ কত পড়বে ? জানালে উপকৃত হবো। সুন্দর টিউনের জন্য ধন্যবাদ ।

    @আরিফ: অনেকদিন পরে থাকলে দু’টো কারটিজই নষ্ট হওয়ার কথা। দু’টো কারটিজ সহ CISS দিয়ে ১৪০০ টাকার মত খরচ হতে পারে।

    https://www.facebook.com/paragoncomputerbd

ভাই ক্যানন এমপি ১৯৮ মডেলের জন্য ড্রাম ইন্সটলেশন সহ কত পরবে? আর আপনাদের কাছ থেকে পাওয়া যাবে?

Level 0

i want to buy a printer & scanner within 10-13k for my home use. i will print 1-3 pages per day..
most of times i need black but sometime i have to do some color printing..
i cant choose which company/model should i buy???

বিশেষ দ্রষ্টব্যঃ কেউ কি জানেন বর্তমানে কি প্রিন্টার ও স্ক্যানার এর দাম কি বেশি??
১ বছর আগে epson t13 এর মূল্য ছিল ৪০০০-৪২০০ টাকা আর আখন এর দাম দেখতাছি ৭০০০+ টাকা।।

আমি একটা প্রিন্টার কিনতে চাচ্ছি।

উদ্দেশ্য- ব্যক্তিগত ফটো প্রিন্টিং
বাজেট- 15,000 পর্যন্ত (অল্প কিছু বেশি হলেও সমস্যা নেই)

আমি খুবই কনফিউজড । Epson R230 নাকি বাজারে নেই, T60 এর নাকি মাদারবোর্ড সমস্যা করে (এলাকার কম্পিউটার এর দোকান থেকে জেনেছি)। আবার Epson R250 , R800 এর ব্যপারেও তেমন কিছু জানিনা।

please help me.

Level 0

Canon MP276 মডেলে কি ড্রাম লাগানো সম্ভব,আর লাগানোর খরচ কত ২টা কার্টিজ ভালো আছে,আর যদি কার্টিজ নতুন লাগে তবে কার্টিজ সহ ড্রাম লাগানোর খরচটা+কার্টিজ বাদে শুধু ড্রাম লাগানোর খরচটা জানালে উপকৃত হতাম

প্রিন্টার এর মুলো দেক্তে ভিজিট করুন https://www.bdstall.com/copier/toshiba/