1. "Start" বাটনে ক্লিক করুন
2. "Run" এ ক্লিক করুন
3. "command" টাইপ করে এন্টার করুন
MSDOS prompt screen দেখতে পাবেন
4. "ipconfig /release" টাইপ করে এন্টার প্রেস করুন
5. "exit" টাইপ করে এন্টার প্রেস করুন MSDOS prompt screen ক্লজ হবে।
6. ডেক্সটপ থেকে "My Network Places" রাইট ক্লিক করুন
7. "properties" এ ক্লিক করুন।
"Local Area Connection" এর একটা উইন্ডো দেখতে পাবেন।
8. "Local Area Connection" এ রাইট ক্লিক করে "properties" এ ক্লিক করুন
9. "General" tab থেকে "Internet Protocol (TCP/IP)" Double-click করুন
10. "General" tab থেকে "Use the following IP address" এ ক্লিক করুন
11. নতুন একটা IP address তৈরি করুন। (1 এবং 2 দিয়ে এরিয়া আপ করুন).
12. "Tab" প্রেস করুন এবং "Subnet Mask" section একটা ডিফল্ট নাম্বার দিয়ে অটোমেটিক্যালি পরিপূর্ণ হয়ে যাবে।
13. "Ok" button এ ক্লিক করুন
14. আবার "Ok" button এ ক্লিক করুন ।
এখন আপনি আবার "Local Area Connection" screen এ ফেরত আসবেন
15. "Local Area Connection" রাইট ক্লিক করে আবার properties এ ক্লিক করুন।
16. আবারও "Internet Protocol (TCP/IP)" এ ডাবল ক্লিক করুন
17. "Obtain an IP address automatically" সিলেক্ট করুন
18. "Ok" button এ ক্লিক করুন
19. আবার "Ok" button এ ক্লিক করুন ।
20. এখন আপনি একটা নতুন IP address পাবেন।
একটি ছোট অভ্যাসের সঙ্গে, আপনি ১৫ সেকেন্ডে এই পদ্ধতিটি নিচে সহজভাবে পেতে পারে।
বি: দ্র: এটা শুধু মাত্র dynamic IP address পরিবর্তন করতে পারে, ISP/IP address পরিবর্তন করতে পারেনা।
টিউনে কোন ভুল থাকলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে শুধরে দেবেন।
-শোয়েব
আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi
জোশ এবং প্রয়োজনীয় টিউন।থেমে যেওনা চালিয়ে যাও তোমার টিউন ঝড়..