অনেক সময় কম্পিউটারে কাজ করার সময় অসময়ে Volume কমাতে বা বাড়াতে হতে পারে। এর জন্য বিশেষ কোন কাজ Minimize করে তারপর আমরা Volume কমাই বা বাড়াই। এতে এক ধরনের বিরক্তি কাজ করে। আমার মনে হয় সবারই করে। তাই মনে হয় যদি সহজভাবে সাউন্ড কমানো বা বাড়ানোর সফটওয়্যার থাকতো! তাই আপনাদের সুবিধার জন্য নিয়ে এলাম Volumouse সফটওয়্যারটা।
আসুন আগে Download করা যাক মাত্র 117kb’র Software টা।
Install দিন। যেকোন কাজের সময় কেবলমাত্র মাউসের Left Button ধরে রেখে মাউসের চাকা (Wheel) উপর-নীচ করলেই সাউন্ড বাড়বে বা কমবে। অথবা Alt Key ধরে রেখেও মাউসের চাকা (Wheel) উপর-নীচ করলে সাউন্ড বাড়বে বা কমবে। এছাড়াও আপনি আপনার সুবিধা মত যেকোন Hotkey দিতে পারবেন। আসলে অনেক সুবিধা হয়। আমি নিশ্চিত আপনি ব্যবহার করলেও তা-ই বলবেন। Configuration এই:-
কেমন লাগল জানাতে ভুলবেন না। অবশ্যই জানাবেন কিন্তু। কারন, কমেন্ট না পেলে লেখার আগ্রহ থাকেনা।
ফেসবুকে আমি: Sandpiper Mehedee
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।
KOI VAI KECUITHO HOYNA,START MANU,DESKTOP KOTHAO DKHA JAENA