জানুন কোন HTML ট্যাগ গুলো SEO এর জন্য কাজের আর কোন গুলো অকাজের।

Search Engine Optimization (SEO) জন্য HTML ট্যাগ এর বড় ভূমিকা রয়েছে।ওয়েব সাইটে আমরা যে সকল HTML ট্যাগ গুলো ব্যবহার করি তার কিছু ট্যাগ গুলো খুব গুরুত্বপূর্ণ আবার কিছু কম গুরুত্বপূর্ণ।আবার এমন কিছু ট্যাগ আছে যার কোন মূলই নেই Search Engine Optimization এ।কেননা একটি সার্চ ইন্জিন যখন একটি সাইট ইনডেক্স করে তখন সে কবলমাত্র সাইটের HTML নিয়ে কাজ করে।সার্চ ইন্জিনের কাছে এ ছাড়া অন্য কিছুর মূল্য নেই।সে ক্ষেত্রে আপনি যদি ভালো করে SEO করতে চান তবে আপনাকে অবশ্যই ভালো HTML ট্যাগ নিয়ে ওয়েবসাইট বানাতে হবে।আর বাদ দিতে হবে অপ্রয়োজনীয় সব ট্যাগ।তো চলুন দেখে আসি কোন HTML ট্যাগ গুলো SEO এর জন্য প্রয়োজনীয়।

খুবই গুরুত্বপূর্ণ HTML ট্যাগ

SEO জন্য যেসকল HTML ট্যাগ এর মুল্য বয়েছে তার মধ্যে সবছেয়ে বেশী বা ভালো ফল পাবার জন্য ট্যাগ গুলো হল
১।<h1> হতে <h6> ট্যাগ
২। <Title> ট্যাগ
উপরের এই ট্যাগের মধ্যে সবচেয়ে গুরুত্ব পায় <h1>হতে</h1> গুলো।
তাছাড়া <Title> ট্যাগ ছাড়াতো সাইট সার্চ ইন্জিন গুলো সাইট ইনডেক্স করতে পারেনা।

কিছু ক্ষেত্রে জন্য গুরুত্বপূর্ণ HTML ট্যাগ

এ সকল ট্যাগের মধ্যে আছে..
১।<b>
২।<i>
৩।<img>
৪।<meta>
৫।<u>
এ ধরনের ট্যাগ গুলো কিছু কিছু ক্ষেত্রে SEO জন্য কাজে লাগে।

যেসকল HTML ট্যাগ সচারাচর কাজে আসেনা

এ ধরনের HTML ট্যাগের মধ্যে রয়েছে
১।<a>
২।<body>
৩।<br>
৪।<center>
৫।<font>
৬।<head>
৭।<ol>
৮।<p>
৯।<table>
১০।<tr>
১১।<td>
১২।<ul>

যে HTML ট্যাগের কোন মূল্যই নেই

এ সকল ট্যাগ এর কোন মূল্য নেই SEO তে।তো যত দূর সম্ভব এগুলো পরিহার করুন।
১।<frame>
২।<frameset>
৩।<dd>
৪।<de>
৫।<button> ইত্যাদি।
সকলের উচিৎ এসকল প্রয়োজনীয় সব ট্যাগ গুলো যথাযথ ভাবে ব্যব হার করুন আর অপ্রয়োজনীয় ট্যাগ গুলো পরিহার করুন আশা করি SEO তে ভালো ফল পাওয়া যাবে।
তো আশা করি টিউনটি আপনাদের ভালো লেগেছে।সবাইকে ধন্যবাদ

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। টিউনটা খুব কাজের এবং লেখা ভাল হয়েছে।