মাত্র ৭ দিনে আপনার ওয়েব সাইটের Alexa Rank অর্ধেক কমিয়ে ফেলুন…!

আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় অনেক ভাল আছেন? আপনাদের ভাল লাগাকে আর একটু বাড়িয়ে দিতে আমার আজকের টিউন।

আমরা অনেকেই অনেক কষ্ট করে নিজের একটা ওয়েব সাইট বা ফ্রি ব্লগ/ওয়াপকা বা নানার প্লাটফর্মে সাইট তৈরি করে থাকি। কিন্তু দেখা যায় আমার ভাল পরিমাণে ভিসিটর পাই না। প্রথম প্রথম তো ২০০-৩০০ ভিসিটর আনতেই খবর হয়ে যায়। আর কিছু দিন যেতে না যেতেই আমরা নতুন এক সমস্যার মুখামুখি হই। আর তা হল আলেক্সা রাঙ্ক। দেখা যায় সাইটে বেশ ভিসিটর আসে কিন্তু আলেক্সা রাঙ্ক নাজুক। আর অনেক ভিসিটর আলেক্সা রাঙ্ক খারাপ দেখেই ২য় বার সাইটে আসে না। কারন ভিসিটর শুধু কনটেন্ট তা কে বিবেচনা করে না সাথে আলেক্সা রাঙ্ক ও বিবেচনা করে।  তার প্রমান তো আপনি নিজেই, আজ আপনি Filehippo থেকে ফাইল ডাউনলোড দিতে ২য় বার চিন্তা করেন না কারন আপনি জানেন তাদের সার্ভিস + আলেক্সা রাঙ্ক অনেক ভাল আর এই আলেক্সা রাঙ্ক ভাল থাকার কারনে আপনি আজও তাকে মনে রেখেছেন। আর অনেক ক্ষেত্রে আমাদের আলেক্সা রাঙ্ক খারাপ থাকায় আমরা অনেক ভিসিটর চিরদিনের জন্য হারাই। তো আজ আপনাদের শিখিয়ে দিব কি করে ভাল আলেক্সা রাঙ্ক অর্জন করা যায়।

Alexaboostup

কার্যপ্রনালীঃ প্রথমেই এই লিঙ্কে গিয়ে সাইন আপ করে নিন। আর এই সাইটে আলেক্সা রাঙ্ক ৪,৪৩৪। সুতরাং বুঝতেই পারছেন কতটা জনপ্রিয় সাইটটি। সাইন আপ শেষ করে ইমেল কনফার্ম করে নিন। এবার লগিন করে ড্যাসবোর্ড থেকে Lunch Auto Surf এ ক্লিক করুন। আর প্রতিদিন যত খুশি সার্ফ করুন। আর এই সাইটে  1:1 রুটেশনে ভিজিটর দেয় তাই আপনি যত সাইট ভিসিট করবেন ঠিক ততই ভিসিটর পাবেন। আর যেসব  ভিসিটর আপনি পাবেন তারা সবাই আলেক্সা টুলবার ইউসকারী। আর আপনি নিশ্চই ভাল করেই জানেন যে একটা আলেক্সা টুলবার ইউসকারী ভিসিটর আপনার সাইটে আসলে তার বেনিফিট কেমন হয় আর এতে আলেক্সা রাঙ্ক কমতে কেমন প্রভাব ফেলে।। আমি মনে করি ১০ জন নরমাল ভিসিটর এর চেয়ে একজন আলেক্সা টুলবার ব্যবহার কারী ভিসিটর উত্তম।

ব্যবহারবিধিঃ আপনার Browser এ অবশ্যই আলেক্সা টুলবার Install থাকতে হবে আর পপ-আপ চালু থাকতে হবে।

আর শুনলে অবাক হবেন যে পৃথিবীর শীর্ষ স্থানীয় ওয়েব সাইট গুলো এই সাইটের সাহায্য নেয় তাদের আলেক্সা রাঙ্ক কমাতে। তার প্রমান আপনি নিজেই পাবেন যখন আপনি সাইটি ইউস করবেন। আর এই সাইট ব্যবহার করে আমি আমার একটা ব্লগ সাইট ৩ লক্ষের মধ্যে এনেছিলাম। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিন আর সমস্যা হলে আমাকে জানায়েন।

এমন সব জটিল জটিল টিপস পেতে ভিসিট করুন আমার সাইট।

Level 0

আমি প্রতিবাদী ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কি বলব, আমার সম্পর্কে তেমন কিছুই বলার নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি এটা ইউজ না করেই আমার ব্লগের র‍্যাঙ্ক ২ লাখের কম এ এনেছিলাম :-\

    @Soltumia: আপনার ব্লগ লিঙ্ক দেন আর এখন সেই ব্লগ এর আলেক্সা রাঙ্ক কত? সবাই একই কাজ করবে তা কিন্তু নয়। আপনি যেভাবে চেষ্ঠা করে এমন টা করেছেন তা সবার সাথে শেয়ার করেন না কেন? লজ্জা পান নাকি?

Level 0

firefox latest version use korchi. alexa toolbar install hocche na. somadhan ki?
crome,epic,cometbird e Alexa toolbar install hocche.
help chai.

Level 0

গত ৬ দিনে 18 টা পোষ্ট করলাম! অ্যালেক্সা তো নাড়াচাড়া দিচ্ছে না ভাই!!!! সেই 36,00,000 এ বেধে আছে।

    @STUBOO: আপনি আমার টিপস টা ফলো করেন, যদি কাজ না হয় তবে ২ দিন পর জানাবেন আমি আর একটা উপায় বলে দিব। তাতে কাজ না হলে মেগাবাইট ফেরত নিয়ে যাবেন আমার কাছ থেকে।

আসলে ভাই সাইটটি অনেক ধারুন নিজেকে ক্লিক করতে হয়না অটোই ক্লিক হতে থাকে তাই কোন জামেলা নেই সাইটা লগিন করে দিলেই হয়।
এলেক্সা কেমন কমে সেটা দুই এক দিন পরে বুঝা যাবে।
আমার একটা প্রশ্ন:- আমি যদি সারা দিন এই সাইটটি এ ভাবে লগিন করে রাখি তা হলে সারা দিনে আমার সাইটে সর্বর্শ কত ভিজিটর পাবো একটু আইডিয়া দিন।

    @Mazharul Islam: প্রথমেই বলি আপনি গুগুল ক্রোম ইউস করে সার্ফ করেন আর পপ আপ বন্ধ করে নিন, তবে অনেক কম মেগা খরচ হবে + পয়েন্ট ঠিকই যোগ হবে। আর প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৬০-১২০ পয়েন্ট আর্ন হতে পারে। এখন হিসেব করে দেখুন।

Level 0

ভাই, হোম পেজ এর বাউন্স রেট বেড়ে যাবে, ফলে গুগল সেরা ১০ এ রাখবে না নিশ্চিত থাকেন…

    @tahmim: হোম পেজের লিঙ্ক না দিয়ে ভিতরের কোন পেজের লিঙ্ক দেন কিংবা আপনার যে কি ওয়ার্ড দিয়ে সার্চ দিলে ফাস্ট পেজে আসে তার গুগুল রিডাইরেক্ট লিঙ্ক সার্ফ লিঙ্ক হিসাবে দেন। তবে সকল সার্ফার গুগুল থেকে আসবে, সোর্চ লিঙ্ক গুগুল শো করবে।

Level 0

সহমত@তাহমিম

    @STUBOO: হোম পেজের লিঙ্ক না দিয়ে ভিতরের কোন পেজের লিঙ্ক দেন কিংবা আপনার যে কি ওয়ার্ড দিয়ে সার্চ দিলে ফাস্ট পেজে আসে তার গুগুল রিডাইরেক্ট লিঙ্ক সার্ফ লিঙ্ক হিসাবে দেন। তবে সকল সার্ফার গুগুল থেকে আসবে, সোর্চ লিঙ্ক গুগুল শো করবে।

Level 0

@প্রতিবাদী ছেলে: আমার আলগা ভিজিটর দরকার নাই! 200 ভিজিটর এ অবস্থায় যথেষ্টই মনে হয়। আমার প্রশ্ন হল 18 টা পোষ্টের পরও র্যাঙ্ক আপডেট হচ্ছে না কেন!!!!!

    @STUBOO: তা আপনার ২০০ ভিসিটরই ভাল বলতে পারবে। আলেক্সা রাঙ্ক পোষ্ট করায় কমে না, যত বেশি ভিসিটর তত কম আলেক্সা রাঙ্ক। এখন যা খুশি তাই করেন।

Level 0

পিং করা যায় না? ” হোম পেজের লিঙ্ক না দিয়ে ভিতরের
কোন পেজের লিঙ্ক দেন কিংবা আপনার
যে কি ওয়ার্ড দিয়ে সার্চ দিলে ফাস্ট
পেজে আসে তার গুগুল রিডাইরেক্ট লিঙ্ক সার্ফ
লিঙ্ক হিসাবে দেন। তবে সকল সার্ফার গুগুল
থেকে আসবে, সোর্চ লিঙ্ক গুগুল শো করবে।”
আর এটা ভাল বুদ্ধি।
তবে মানতে তো হবেই যে বাউন্স রেট 28 থেকে 60 এ গিয়ে ঠেকবে……
আমার পিসি নাই… অ্যান্ড্রয়েড! কষ্ট করে ব্লগিং করি!…..

Level 0

keyword- blogger tutorial tech
1st page e asi… 32blogger

অনেক কার্যকারী একটি পোস্ট। আমরা অনেকেই জানিনা কিভাবে alexa তে নিজের সাইট সাবমিট করতে হয় কিংবা এর উপকারীতাই বা কি। এ বিষয়ে আমার ব্লগ এ একটা পোস্ট আছে। পোস্ট টি পড়তে ক্লিক করুন এখানে

হুম, ভালো করে ব্যাবহার করেন, কিন্তু এইটা বুঝলেন না যে এটা Google PR এর জন্য কতখানিক খারাপ একটি বিষয় । Google এ ভালো র‍্যাঙ্ক পেতে হলে এসব থেকে দূরে থাকুন। ভুল বলে থাকলে মাফ করে দিবেন ।

Level 0

ভাই আমি একাউন্ট খুলতে গেলাম কিন্তু সে বলে মাল্টিপল একাউন্ট ….কিছুইতো বুঝলাম না আর কোন দিন এই সাইট একাউন্ট খুলিনি যদি কোন প্রকার উপদেশ থাকে দিয়েন প্রতিবাদী ছেলে……
আমার সাইট টা দেখেন যদি ভালো কোন মতামত থাকে দিয়েন http://eeecore.weebly.com

Level 3

good. account open koresi. akhon dekha jak 2/3 din por ki hoy. amar akta site ase ekto ghore ashon. http://marriagedating.info