Pendrive/Memory কার্ডে File Transfer করার সময় Load-Sheeding হলে আবার নতুন করে Copy করে থাকি। এতে প্রচুর সময় ব্যয় হয় পাশাপাশি মেজাজও গরম হয়ে যায়। আসুন এর সমাধান দেখি কেননা প্রচুর সময় ব্যয় হওয়া আর মেজাজ গরম হওয়া দুটোই ক্ষতিকর।
আমরা বেশিরভাগই কপি করার জন্য Super Copier এর সাথে পরিচিত। এছাড়াও আছে Copy Faster, Tera Copy ইত্যাদি। Super Copier আমরা শুধু কপিই করি কিন্তু এতে কি আছে তা চিন্তা করি না। যাক গে, শুরু করি তাহলে।
১. সব ফাইল দেওয়া শেষ হলে Super Copier এর Unfold Button এ Click করুন।
২. এবার বামপাশের icon গুলোর সবার শেষের একটা উপরে Mouse ধরলে দেখতে পাবেন যে Save copy lists. এখানে Click করুন। মনে করুন ফাইলটা “vaat khaiso” নামে Desktop এ Save করলেন। Desktop এ নতুন একটা ফাইল তৈরি হবে “vaat khaiso.scl” নামে।
৩. এবার সেই বহুল আলোচিত Load-Shedding টা হলো।
৪. বাকিটুকু Electricity এলেই বলব নি। আরে না। মজা করছিলাম।
৫. System Tray থেকে Super Copier icon এ Right Click> New thread> Copy…
৬. এবার Unfold থেকে সবার নিচের icon (Load copy lists) এ ক্লিক করুন।
৭. এবার Desktop এর “vaat khaiso.scl” ফাইলটা দেখিয়ে দিন। ব্যাস! হয়ে গেল।
ধন্যবাদ সবাইকে।
Facebook এ আমি Sandpiper Mehedee
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।
সত্যি নুতুন কিছু শিখলাম, Tnx a lot bro,,,,,,,