Boot screen কি তা হয়ত আর বিস্তারিত বলার প্রয়োজন নেই। যারা জানেন না তাদের জন্য বলছি Boot screen হলো কম্পিউটার চালু হওয়ার সময় যে স্ক্রিন দেখায় তা। একরকম Boot screen দেখতে দেখতে যারা আমার মতো বিরক্ত তাদের জন্য বলছি সুখবর! এখন আপনি খুব সহজেই Boot screen পরিবর্তন করে মনের মাধুরি মিশিয়ে আপনার পছন্দ মতো Boot screen দিতে পারবেন।
তার আগে বলছি এর সাথে টিউন আপের সম্পর্ক আছে। TuneUp চিনেন না এমন কেউ হয়তো নেই। কম্পিউটার গতিসম্পন্ন এবং ঝামেলাহীন রাখতে TuneUp এর জুড়ি নেই। যাই হোক এবার Boot screen এর কথায় ফিরে আসি। Boot screen পরিবর্তনের জন্য TuneUp লাগবে।
এরকম যদি আরও চান তাহলে যান এখানে
প্রথমে টিউনআপ ওপেন করুন। টিউনআপ না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।
এখন TUNE UP STYLER এ দেখুন BOOT SCREENS লিখা আছে। ঐখানে ক্লিক করে আপনার পছন্দের BOOT SCREENS যোগ করে install করে নিন। ব্যস হয়ে গেল।
এবার pc রিস্টার্ট দিন। আর দেখুন চমক!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আশা করি সবার ভাল লাগবে এবং মজা পাবেন।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
আমার সবচেয়ে প্রিয় একটা সফটওয়ার হচ্ছে টিউন আপ ২০০৯।