স্ক্রীনসট নিন কোনো সফটওয়্যার ছাড়াই।

আমি জানি আপনারা অনেকেই এটি যানেন। এর পর টিউনটি করলাম কারন অনেককেই দেখি স্ক্রীনসট নেয়ার জন্য বিভিন্ন সফটয়্যার ডাউনলোড করেন। কোনো সফটওয়্যার ছাড়া স্ক্রীনসট নিতে নিচের পধ্যতি অনুসরন করুন

১. প্রথমেই যে স্ক্রীনসট নিতে চান সে জায়গায় অবস্থান করুন। যেমন ডেস্কটপের স্ক্রীনসট নিতে ডেস্কটপে অবস্থান করুন।

২. এবার কী-বোর্ডের PrntScr বোতাম চাপুন।

৩. Start Menu > Programs > Accessories থেকে Paint খুলোন।

৪.এবার Ctrl+V চেপে বা Edit > Paste চাপুন।

৫. ছবিটি সেভ করুন।

আসা করি কাজে লাগবে।

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Software Download-এর থেকে এই পদ্ধতিই ভালো…
~ !

Level 0

টিউনের জন্য ধন্যবাদ, কিন্তু, ভাই, এগুলা এত কমন জিনিস যে সবাই জানে, প্লিজ, আরো মানসম্মত কিছু দেওয়ার চেষ্টা করুন।

    Level New

    আমি জানতাম না।সুতরাং এর চেয়েও সাধারণ টিঊন দরকার আছে।তারপরও আদনান ভাই প্রযুক্তি বিষয়ক টিউন করছেন এই টিটিতে এমন ভাল(টপ) টিউনার আছে তারা এমন সব ফালতূ টিউন করে যার সাথে প্রযুক্তির কোন সম্পর্ক নাই।

    অনেক ছোট খাট বিষয় আছে যে গুলা অনেক নতুন ইউজার জানেন না । তাই এটা বলা যাবে না যে এ ধরনের টিউনের প্রয়োজন নেই

    @রাজ , আপনার সাথে একমত নই । যার আসল টপ টিউনার , যারা অনেক আগে থেকে এখানে টিউন করছে , তাদের টিউন পেজ দেখুন । টিনটিন ভাই , শাকিল ভায় , মামুন ভাই e.t.c এদের টিউন যথেষ্ট মান সম্মত । আর টেটিতে অনেকেই আছেন যারা টপ লিস্টে ওঠার জন্যই টিউন করেন । তাদের নিয়েই যত সমস্যা । আশা করি বুঝতে পেরেছেন ।

    Level New

    @Disitalman. bd আপনাকেতো আর আমার সাথে একমত হতে বলি নাই।আমি কি বললাম আর বুঝলেন কি?>এই টিটিতে এমন ভাল(টপ) টিউনার আছে তারা এমন সব ফালতূ টিউন করে যার সাথে প্রযুক্তির কোন সম্পর্ক নাই।>মেতে ঊঠুন প্রযুক্তির সুরে<<।সেখানে কেউবা ভারতীয় সিনেমার এক বিশেষ নায়ক নিয়া,কেউবা বর্তমান ছাত্র রাজনীতি,কেউবা বিশেষ এক ধর্মিয় সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করার জন্য(যদি এই বিসয়ে বিস্তারিত জানতে চান মেইল করে আপনার ফোন নাম্বারটা জানিয়ে দিন [email protected] স্পেসগুলোতে আন্ডার স্ক্রল হবে),কেউবা খেলাধুলা বিসয়ক নিয়াও টিঊন করে আরও ইত্যাদি ইত্যাদি……।তাই বলে আমি এ বলতে চাইনা ঐ সমস্ত তথ্যগুলো আমাদের নিস্প্রয়োজন।তারও দরকার আছে,তবে প্রযুক্তি বিসয়ক সাইটে এটা বেমানান বলে আমি(আমরা) মনে করি।

    ১। আনকমন টিউন হলেই যে তা মানসম্মত হবে- এর কোন গ্যারান্টি নেই। প্রতিদিন কতো হাজার মানুষ কম্পিউটারে হাতে খড়ি নিচ্ছে এবং প্রতি মাসে কতো হাজার ইউজার ইন্টারনেটের জগতে পা রাখছে- এর কোন সঠিক পরিসংখ্যান আমার জানা নেই। তবে এদের কথা মাথায় রেখেই এডভান্স ইউজারদের কাছে কমন অথচ সবার কাছে দরকারী- এমন টিউন আরও বেশী প্রয়োজন।
    ২। মাউস নিয়ে এ টিউনারের ছোট্ট অথচ দরকারী আরও একটি টিউন হয়তো আজই প্রকাশিত হয়েছে। ঐ টিউনটিও এডভান্স ইউজারদের কাছে কমন হতে পারে।

    টিউনের জন্য ধন্যবাদ আর সব টিউনই কারো না কারো জন্য দরকারী।

    আর প্রযুক্তি মানে যে শুধু কম্পিউটার না সেটা সবার মনে রাখা দরকার।

আমি এটার মাধ্যমেই স্ক্রিনসট নিই ।

Level 0

দারুন। আগে থেকেই জানতাম।

Level 2

আমি আর একটু যোগ করি:

সাধারণতঃ PrintScreen প্রেস করার পর মনিটরে যা আছে তার সবটাই কপি হয়। আপনি যদি নির্দিষ্ট কোন উইন্ডো’র স্ক্রীন নিতে চান তাহলে সে উইন্ডোটিতে ক্লিক করে Alt কী চেপে ধরে PrintScreen কী চাপুন। তাহলে শুধু ঐ উইন্ডোটিই কপি হবে।

সবাইকে ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ আদনান ভাইকে , আমাদের মত নতুন ব্যাবহারকারীদের জন্য এরকম একটি টিউনের জন্য।
নিন্দুকেরা অনেকেই অনেক কথা বলবে। চালিয়ে যান আদনান ভাই নতুনদের জন্য।