আমি জানি আপনারা অনেকেই এটি যানেন। এর পর টিউনটি করলাম কারন অনেককেই দেখি স্ক্রীনসট নেয়ার জন্য বিভিন্ন সফটয়্যার ডাউনলোড করেন। কোনো সফটওয়্যার ছাড়া স্ক্রীনসট নিতে নিচের পধ্যতি অনুসরন করুন
১. প্রথমেই যে স্ক্রীনসট নিতে চান সে জায়গায় অবস্থান করুন। যেমন ডেস্কটপের স্ক্রীনসট নিতে ডেস্কটপে অবস্থান করুন।
২. এবার কী-বোর্ডের PrntScr বোতাম চাপুন।
৩. Start Menu > Programs > Accessories থেকে Paint খুলোন।
৪.এবার Ctrl+V চেপে বা Edit > Paste চাপুন।
৫. ছবিটি সেভ করুন।
আসা করি কাজে লাগবে।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Software Download-এর থেকে এই পদ্ধতিই ভালো…
~ !