আমরা সবাই জানি যে, কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রিত হয় কন্ট্রোল প্যানেলের মাধ্যেম। সকল পিসির সকল সেটিংস কন্ট্রোল প্যানেলে থাকে।
আর আমাদের পিসি বলতেই পার্সোনাল কম্পিউটার, সুতরাং আমরা সকলেই চাই যে, আমার কম্পিউটারের কোন সেটিংস যে কেউ পরিবর্তন করতে না পারে। এটা মূলত দরকার পড়ে তখনি যখন আপনি আপনার পিসি অন্য কারো হাতে দিয়ে শান্তিতে থাকতে পারেন না। এই কারণেই কন্ট্রোল প্যানেলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনি ইচ্ছা করলে লুকিয়ে রাখতে পারেন। অথবা প্রকাশ করতে পারেন।
আমি আজ আপনাদের দেখাব কিভাবে কন্ট্রোল রেজিস্ট্রি এডিট এর মাধ্যমে এই কাজটি করা যায়। এখান থেকে আপনি ইচ্ছেমতো কন্ট্রোল প্যানেলের বিভিন্ন আইটেমকে লুকিয়ে রাখার ব্যবস্থা করতে পারবেন। যেমন আপনি যদি নির্দ্দিষ্ট ব্যবহারকারীদের কাছ থেকে আপনার কম্পিউটারের ডিসপ্লে সেটিংসকে রুকিয়ে রাখতে চান, তাহলে আপনি এখান থেকে এমন ব্যবস্থা করতে পারবেন যে, কন্ট্রোল প্যানেলে Display সেটিংস আর দেখা যাবে না।
এরজন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে ওকে করে রেজিস্ট্রি এডিট ওপেন করুন। এবার রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER>Control Panel>don't load এ প্রবেশ করুন। এখানে ডান পার্শ্বস্থ প্যানেলে desk.cpl নামে নতুন একটি স্ট্রিং (রাইট ক্লিক করে) তৈরি করুন এবং এর ভ্যালু হিসেবে No লিখুন। রিফ্রেশ দিয়ে দেখুন Display আর দেখা যাচ্ছে না।
এই পদ্ধতি ব্যবহার করে আপনি অন্যান্য আইটেমগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারেন। Display আইটেমটির জন্য desk.cpl নামটি ব্যবহার করতে হয়েছে। অন্যান্য আইটেমের জন্য নিম্নলিখিত নামগুলো ব্যবহার করুন। আর হ্যা উক্ত আইটেমটি যদি আবার প্রদর্শিত করতে চান তাহলে উপরের পদ্ধতির No এর জায়গায় শুধু মাত্র Yes করে দিন।
Accessibility Options - access.cpl
Add Hardware - hdwwiz.cpl
Add or Remove Programs - appwiz.cpl
Data Sources (ODBC) - odbccp32.cpl
Date and Time - timedate.cpl
Display - desk.cpl
Game Controllers - joy.cpl
Internet Options - inetcpl.cpl
Keyboard - main.cpl
Mail - mlcfg32.cpl
Mouse - main.cpl
Network Connections - ncpa.cpl
Phone and Modem Options - telephon.cpl
Power Options - powercfg.cpl
Regional and Language Options - intl.cpl
Scanners and Cameras - sticpl.cpl
Sounds and Audio Devices - mmsys.cpl
Speech - sapi.cpl
System - sysdm.cpl
User Accounts - nusrmgr.cpl
জানিনা টিউনটি আপনাদের কাজে আসবে কিনা, কাজে আসলে আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাকে ধন্য করবেন।
শোয়েব,
আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi
এই ট্রিকস্ টি আমি মাঝে মাঝে কাজে লাগাই… 🙂
ধন্যবাদ তোমার টিউনের জন্য 🙂