পেন ড্রাইভের Hidden, Deleted এবং Virus আক্রান্ত ফাইল Recover করুন মাত্র কয়েক সেকেন্ডে !!!

আমরা অনেকেই ভাইরাসের ফলে আক্রান্ত পেন ড্রাইভের Hidden ফাইল ওপেন করতে পারি না।
কিংবা , পিসিতে অ্যান্টি-ভাইরাস না থাকলে অথবা মেয়াদ শেষ হয়ে গেলে অপরিচিত পেন ড্রাইভ পিসিতে ঢুকাতে ভয় পাই ।

এখন আর ভাইরাসের চিন্তা না করে  খুব সহজেই  পেন ড্রাইভের Hidden এবং Deleted ফাইল Recover করুন ।
আপনাদের সুবিধার্থে  Hidden ফাইল Recover এবং Deleted ফাইল recover আলাদা করে  বর্ণনা করা হয়েছে--

Hidden ফাইল Recover :

কোন সফটওয়্যার ব্যাবহার না করেই  নিচের কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে পেন ড্রাইভের Hidden ফাইল Recover করুন  :
১. প্রথমে নোটপ্যাড ওপেন করুন
২. নোটপ্যাডে লিখুন  attrib-h -r -s *.*
৩. এরপর আপনার পেন ড্রাইভে  UnHide.bat  নামে সেভ করুন ।
৪. তারপর আপানার ব্রাউজার ওপেন করুন
৫. ব্রাউজারের অ্যাড্রেস বারে USB পেন ড্রাইভের ড্রাইভ লেটার লিখে Enter চাপুন ( যেমন : আপনার পেন ড্রাইভ যদি F ড্রাইভে থাকে তাহলে F: লিখুন )
৬. এরপর আপনি আপনার পেন ড্রাইভের সকল ফাইল দেখতে পারবেন এমনকি Hidden ফাইলগুলো সহ ।

Deleted এবং Virus আক্রান্ত ফাইল Recover :

তবে Deleted ফাইল Recover করতে আপনাকে সফটওয়্যার ব্যাবহার করতে হবে

আর এ জন্য  DDR- pen drive recovery  সফটওয়্যারটি  ব্যাবহার করতে পারেন ।

সফটওয়্যারটি  এবং Serial Key ডাউনলোড করতে নিচে ক্লিক করুন-

              ডাউনলোড DDR- pen drive recovery
 

পোস্টটি পূর্বে  এখানে   প্রকাশিত হয়েছিল।

ধন্যবাদ ।।

Level 0

আমি অপরাজেয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস