ঘাবড়ে দিন আপনার কম জানা বন্ধুকে !!!!

বিসমিল্লাহির রাহমানির রাহিম

দীর্ঘ বিরতীর পর সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। অনেক দিনের বোরিং কাটানোর জন্য আজ আমি শুধু মজা করার জন্য। আর সে কারণেই নিচে আমি আপনাদের জন্য ৫ টি প্রাঙ্ক কোড নিচে দেয়া হল। ভয় পেয়েন না। এটা কোন ক্ষতিকারক কিছু না। শুধু একবার পিসি রিস্ট্রাট দিলেই সব ওকে। তবে রান করার আগে সব প্রয়োজনীয় ডাটা সেভ করে নিয়েন।

সিডি /ডিভিডি রম বারবার খুলবে & বন্ধ হবে:

এর জন্য Notepad এ নিচের কোড টাইপ করুন-

Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7")
Set colCDROMs = oWMP.cdromCollection
do
if colCDROMs.Count >= 1 then
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next
End If
wscript.sleep 5000
loop

এবার সেভ করুন  "Anyname.VBS" নামে এবং চালু করে মজা দেখুন।

কম্পিউটারের Caps Lock বাটন বারবার অন-অফ হবে:

এর জন্য Notepad এ নিচের কোড টাইপ করুন-

Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
loop

এবার সেভ করুন  "Anyname.VBS" নামে এবং চালু করে মজা দেখুন।

বিভিন্ন Message বারবার দেখাবে:

এর জন্য Notepad এ নিচের কোড টাইপ করুন-

@ECHO off
:Begin
msg * Hi
msg * Are you having fun?
msg *  Yes I am!
msg * Lets have fun together!
msg * Because you have been o-w-n-e-d
GOTO BEGIN

এবার সেভ করুন  "Anyname.BAT" নামে এবং এর পর ফাইল টা চালু করে মজা দেখুন।

কম্পিউটারে শাট-ডাউন এর ম্যাসেজ দিবে এবং বন্ধ হয়ে যাবে:

এর জন্য Notepad এ নিচের কোড টাইপ করুন-

@echo off
msg * I don't like you
shutdown -c "Error! You are too stupid!" -s

এবার সেভ করুন  "Anyname.BAT" নামে এবং চালু করে মজা দেখুন।

কীবোর্ডকে ইমুলেট করে বারবার "তুমি একটা বোকা" লিখা:

এর জন্য Notepad এ নিচের কোড টাইপ করুন-

Hack your friend's keyboard and make him type "You are a fool" simultaneously:
Type :

Set wshShell = wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "You are a fool."
loop

এবার সেভ করুন  "Anyname.VBS" নামে এবং চালু করে মজা দেখুন।

কেমন হলো সেটা জানিয়ে কমেন্ট করবেন আশা করি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন এই কামনায়,

শোয়েব

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হূমম, ধন্যবাদ।

Level New

১০০% খাঁটি ও জটিল হইছে।

Level 0

Hahaha bhai onek moja pelam 😛

    আমিও টিউনটি করে অনেক মজা পেয়েছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

আদর্শ টিউন।
(প্রশ্নঃ সত্যিই কি পিসির কোন সমস্যা হবে না?)

সত্যিই দারুন । ধন্যবাদ আপনাকে ।

সত্যিই দারুন । ধন্যবাদ আপনাকে .idea is accepted

খুব ভাল, কাজে লাগবে। ধন্যবাদ

    কাজে আসলে ভালো, কিন্তু অসৎ কাজে লাগাইয়েন না যেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।

    হুম্‌ , এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে অসৎ কাজে লাগবে না।

Level 0

শোয়েব ভাই copy paste করলে হবে না ?

    অবশ্যই হবে। আপনি এখান থেকে copy করে Notepad এ paste করুন হয়ে যাবে। ধন্যবাদ।

Level 0

শোয়েব ভাই চালু করবো কি ভাবে?

Level 0

কঠিন একটা টিউন। অসংখ্য ধন্যবাদ…………।

    সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই।

Level 0

এই ভিবিএস বা ব্যাট ফাইলকে কিভাবে স্টার্টআপের সঙ্গে রান করানো যায়……..।

good tune…………………………. 😀

Level 0

ভাই, আমি এটাকে কাজে লাগাতে পারছি না, হেল্প করেন… যখন ফাইল সেভ করতে যাই, save as file type এ Text Document .*txt option আসে। আর নাম এর যায়গায়
anyname.vbs লিখে সেভ করতে গেলে Encoding Change করতে বলে, যেটা by default “ANSI” দেওয়া আছে।। Encoding change করে Unicode or UTF-8 দিয়ে দেখেছি, সবগুলোতেই এরর মেসজ আসে…কি করা জায় বলুন ত…।আমি Windows Vista Use করি।

    নিক ভাই, Unicode পরিবর্তন করার কোন দরকার নেই। শুধুমাত্র save as file type এ All Files দেখিযে দিন ব্যাস । ধন্যবাদ মন্তব্যের জন্য।

thanks for ur nice tune…………

মজা পাইলাম। Keep up the good work.

Level 0

thanks thanks for this

Level 0

vai ami to file sae korci,kintu run korte parteci na.kosto kore shomadhan dile khushi hobo.

Level 0

vai ami to file save korci,kintu run korte parteci na.kosto kore shomadhan dile khushi hobo.

    Level 0

    vai ami apnar instruction moto file save korci.kintu open korte gele open with dekhay.kon formate open korbo ami?

    File type এ all files দেখিয়ে দিবেন Vbs অথবা bat এক্সটেনশন দিয়ে সেভ করে ডাবল ক্লিক করুন আশা করি সমাধান হয়ে যাবে।

মি.উইন্ডোজ শোয়েব, ভাই তুমিতো মিয়া ফাটাইয়া ফেলাইছো।কঠিন পোষ্ট হইছে।

    আরে সজীব ভাই নাকি? কেমন আছেন। আপনার ১০০ সাইটের টিউন টা জটিল হয়েছে।সরি কঠিন হয়েছে।

Level 0

vai apnar massage er tune ta cholce.TAR JONNO DHONNO BAD.kintu onno gula chole na.karon run korte gele.
Error:Invalid character
Code:800A0408
Source:Microsoft VBScript compilation error
aigula dakhay.ki kori bolen to vai?

Level 0

ji vai.apni bujlen kivabe?

দারুন তো।