কিভাবে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করবেন?

কিভাবে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করবেন?

দয়াকরে সকলে ক্ষমা করে দিবেন যদি এই পোষ্টটি পূর্বে প্রকাশিত হয়ে থাকে।

আজ আমরা দেখব কিভাবে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করা যায়। হ্যাঁ আসলে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করা সম্ভব। প্রথমে জেনে নেয়া যাক পাওয়ার সাপ্লাই আসলে কত রকমের ভোল্ট সাপ্লাই করে।

  • 3.3 ভোল্ট
  • 5 ভোল্ট
  • 12 ভোল্ট

কালার কোড অনুসারে বলতে গেলে এরকঃ-

  • কমলা = 3.3 ভোল্ট
  • লাল = 5 ভোল্ট
  • হলুদ = 12 ভোল্ট

পিন নাম্বার পজেশন অনুসারে মোট সংখ্যা 24 টি

  • 1 হইতে 12
  • 13 হইতে 24 পিন থাকে

যাহোক এই 24 পিনের পাওয়ার সাপ্লাই এর মধ্যে পিন 15 এবং পিন 16 অত্যন্ত কাজের শুধু আজকের টিপসের জন্য ।

বর্ণনাঃ-

  • সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে পাওয়ার সাপ্লাই টিকে সিপিইউ থেকে খুলে ফেলুন
  • একেবারে বাইরে নিয়ে পিন 15 এবং পিন 16 একসাথে সংযোগ করুন
  • অবশ্যই সাবধানতার সাথে চিত্র লক্ষ্য করে কাজটি করুন ।
  • আপনার পাওয়ার সাপ্লাইটির নিজস্ব কুলিং ফ্যান টি কাজ করছে।
  • তাহলে এটি ভাল আছে।

যদি ভাল লেগে থাকে তাহলে ধন্যবাদ। আর না লাগলে আশাকরি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।

দয়াকরে সকলে ক্ষমা করে দিবেন যদি এই পোষ্টটি পূর্বে প্রকাশিত হয়ে থাকে।

 

Level 0

আমি skytipsbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks

নতুনদের জন্য কাজে লাগবে ।

Level 0

thanks

Level 0

Green line short any black line then conect power line .

Level 2

ধন্যবাদ টিউনের জন্য। খুবই সতর্কতার সাথে টেষ্ট করতে হবে। কারণ অনেক সময় বিকট শব্দ হয় এবং আগুন ধরে যায়। আমি নিজেই তার প্রমান। অবশ্যই মুখ এবং হাত দুরে রেখে টেষ্ট করবেন।

ধন্যবাদ