মাত্র ১ মিনিটে খুঁজে বের করুন আপনার মনিটরের Dead Spot, দেখে নিন আপনার মনিটরের কোথায় আছে কাল দাগ।

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই ভালই আছেন, আমিও মোটা মোটি ভাল আছি।

নতুন ল্যাপটপ/মনিটর কিনার ক্ষেত্রে আমারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, কারন তখন আমরা নরমাল ভাবে মনিটর চেক করতে পারলেও বিশেষ ভাবে চেক করতে পারি না। কারন তখন আমাদের কাছে ভাল কোন উপায় জানা থাকেনা ভাবে ভাবে চেক করার জন্য বা অনেকই এই বিষয়টা জানি না যে কিভাবে চেক করব। আজ আপনাদের আমি শিখিয়ে দিব কিভাবে নতুন পিসি/ল্যাপটপ কিনার সময় তার মনিটর চেক করে নিবেন।

প্রক্রিয়াঃ

১। প্রথমে নেট কানেকশন নিশ্চিত করুন।

২। তার পর এই লিঙ্কে যান, দেখবেন ৫ রঙের ৫ টি বক্স আছে।

৩। যেকোন একটি রঙ পছন্দ করুন, তারপর F11 এ ক্লিক করুন। যদি আপনি সাদা রঙ সিলেক্ট করে থাকেন তবে এখন সম্পূর্ন স্কিন টা সাদা রঙ ধারন করবে আর এতে আপনার কাছে সহজেই ধরা পরবে স্কিনের কোন জায়গায় স্পট আছে।

৪। একই ভাবে আর ও বাকি ৪ রঙ সিলেক্ট করে আপনার স্কিন চেক করে নিন।

৫। এভাবে খুব সহজেই আপনার কাছে মনিটরের লুকানো Dead Spot ধরা পরবে।

স্কিনসর্টঃ

উপরের স্কিনসর্টে লক্ষ্য করলে দেখা যায় এতে কোন স্পট নাই তার মানে আমার স্কিন ১০০% Dead Spot মুক্ত, ২ টি স্কিনসর্টই আমার ল্যাপটপ দিয়ে নেয়া। এখন আপনিও চেক করে নিন আপনার স্কিন। কোন সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন।

সবাই ভাল থাকবেন আর সময় পেলে ঘুরে আসবেন আমার ফ্রি ডাউনলোড ভিত্তিক সাইট।

Level 0

আমি প্রতিবাদী ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কি বলব, আমার সম্পর্কে তেমন কিছুই বলার নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই দুই-তিন টা আছে তো…. এহন কি করাম??? টিউনটির জন্য ধন্যবাদ…

সত্যিই অসাধারন একটি পোস্ট……. পুরোই Uncommon ……. ধন্যবাদ ভাই…… যদিও কোন Dead spot পেলাম না…. tanks again..

hmm, nice post but amar laptop er screen e ekta daag o pelam na,,,,, valo laglo

@এনামুল ইসলাম ও Ghost Hunter কে ও কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

normal dead spot repair korte web-base software ta use korte pare http://www.jscreenfix.com/

normal dead spot repair korte web-base software ta use korte paren
http://www.jscreenfix.com/

    @উদাসীন আসিফ: ভাই এই সাইট দিয়ে Dead Spot Repair করা যায় না। ডেট স্পট একটি টেকনিকাল বিষয় যা কোন সফটওয়্যার বা ওয়েব সাইট দিয়ে রিপেয়ার করা যায় না। Thx

Level 0

বাম দিকে উপরে, একেবারে কোনায় একটি ডেড স্পট পাওয়া গেছে। দয়া করে বলবেন আমার করণীয় কি ?

Level 0

ভাই আমার মনিটরে কোন স্পট নাই তার মানে আমার স্কিন ১০০% Dead Spot মুক্ত। হা হা হা দারুন জিনিস দিছেন ভাই। ধন্যবাদ।