অনলাইনে নিজের ফুটবল টিম গড়ে ঘুরে আসুন ইংল্যান্ড, ৭ দিন ৭ রাত আপনার সঙ্গী সহ অবকাশ যাপন সাথে সপ্তাহিক/মাসিক/বাৎসরিক সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পুরষ্কার জয়ের সুযোগ তো থাকছেই।

সবাই কে আমার সালাম ও শুভেচ্ছা। সবাই নিশ্চই অনেক ভাল আছেন? আমি মোটামুটি আপনাদের দোয়ায় ভালই আছি। আমি সব সময়ই চেষ্ঠা করি আপনাদের ভিন্ন কিছু উপহার দেয়ার, এবার ও থাকছে তেমনি ব্যতিক্রম কিছু।

শুরু হয়ে গেছে ইংলিশ প্রিমিয়াম লিগ থেকে ধরে সকল বড় বড় দেশের ফুটবল লিগ। আর বরাবরের মত এবার ও BARCLYS Premier League এর অফিসিয়াল ওয়েব সাইট আয়োজন করেছে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ। যেখানে আপনি অংশ নিয়ে জিতে নিতে পারেন সঙ্গী সহ ইংলান্ডে ৭ দিন ৭ রাত থাকা + VIP hospitality বসে ২০১৪/১৫ সেশনের ২ টি BARCLYS Premier League এর ম্যাচ লাইভ দেখার সুযোগ। আর এখানেই শেষ না, সাথে থাকছে প্রতি সপ্তাহে, মাসে টপ স্কোরার জন্য আকর্শনীয় পুরষ্কার। আর বাংলাদেশ থেকে আপনি টপ স্কোরার হলে বাংলাদেশি ফ্যান ক্লাব থেকেও আপনাকে আলাদা পুরষ্কার দেয়া হবে।

তো দেখে নেয়া যাক কি কি পুরষ্কার থাকছে আপনার জন্যঃ

প্রথম পুরষ্কারঃ সঙ্গী সহ যুক্তরাজ্যে ৭ দিন ৭ রাত অবকাশ যাপনের সুযোগ + VIP গ্যালারীতে বসে ২০১৪-১৫ সিজনের ২ টি লাইভ ম্যাচ দেখার সুযোগ এবং আপনার পছন্দের শহর পরিদর্শন করা। ম্যানচেস্টার এবং ইউরোপ এর সবচেয়ে লম্বা বিল্ডিং Shard উপরে থেকে রাজধানীর দেখার অতুলনীয় অভিজ্ঞতা এবং লন্ডনের জাতীয় ফুটবল জাদুঘর পরিদর্শন। এছাড়ও আরও পুরষ্কার তো থাকছেই।

ত্রৈমাসিক পুরস্কারঃ উপরন্তু, ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ পর্বের চার ত্রৈমাসিক ভাগে ভাগ করা হবে. প্রতিটি ত্রৈমাসিক লিডারবোর্ডে শীর্ষে শেষ যে ব্যক্তি, প্রাক ম্যাচ খাবার সঙ্গে তাদের পছন্দমতো বার্কলে প্রিমিয়ার লিগের দলের লাইভ খেলা দেখার সুযোগ +  দুই রাত 'বাসস্থান এবং অন্তর্ভুক্ত স্থানে একটি ভিআইপি ট্রিপ পাবেন।

মাসিক পুরস্কার: মাসিক লিডারবোর্ডে শীর্ষে শেষ যে ব্যক্তি থাকবেন তাকে মাস ম্যানেজার ঘোষণা করা হবে এবং একটি ট্যাবলেট কম্পিউটার, একটি নাইকি Incyte ম্যাচ বল এবং EA Sports FIFA 14 Game পাবেন।

বাংলাদেশ থেকে পুরষ্কারঃ বাংলাদেশ থেকে রয়েছে আপনার জন্য আকর্শনীয় নানা পুরষ্কার, সাপ্তাহিক/মাসিক/বাৎসরিক পুরষ্কারের ব্যবস্থা রয়েছে। সর্বোচ্চ 1.5 লক্ষ টাকার পুরষ্কার তো রয়েছেই। বিস্তারিত জানতে এবং পুরষ্কার এর জন্য মনোনীত হতে আপনাকে অব্যশই তাদের গ্রুপে জয়েন করতে হবে। গ্রুপ থেকেই বিজয়ী নির্বাচন করা হয়। আর এই পুরষ্কার বার্কলে প্রিমিয়ার লিগ ব্যতীত। গ্রুপ লিঙ্কঃ Fantasy Football Players of Bangladesh

এখন আসি আপনি কিভাবে আপনার টিম গঠন করবেন? তার জন্য আপনাকে ভিসিট করতে হবে BARCLAYS Premier League এর অফিসিয়াল ওয়েব সাইট http://fantasy.premierleague.com/ এখানে গিয়ে আপনাকে প্রথম Registration করতে হবে, তার পর ইমেল কনফার্ম করে লগিন করে নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। এবার Manage Team এ ক্লিক করে 100 মিলিয়ন ইউরো খরচ করে আপনাকে ১৫ জনের একটা দল করে হবে, আর প্রতি সপ্তাহের জন্য আপনি সেরা ১১জনকে খেলাতে পারবেন। আর সেরা ফরমেশন হল ৩-৪-৩, এই ফরমেশনে বেশি পয়েন্ট অর্জনের সুযোগ থাকে। প্রতি গেম উইকে প্লেয়ার বদল করা যায় কিন্তু এতে পয়েন্ট কাটা যায় তাই যাকে নিবেন ভেবে চিনতে নিন। আর এক সপ্তাহে ভাল বা খারাপ খেলায় কিছুই আসে যায় না। প্লেয়ার নেয়ার সময় দামের দিকে লক্ষ্য রাখবেন। প্রথম সপ্তাহ শেষে সেরা একাদশ হলঃ

কিন্তু এই দেখে আপনি আবার কপি রাইট কইরেন না, খেলাতো মাএ শুরু আর এক গেম উইকের সেরা একাদশ নেক্সট উইকে নাও থাকতে পারে, তাই সাবধান।

আমার টিমের খেলোয়ার দের দেখে নিন আর সর্বশেষ নিজের দল বানান।

যেকোন প্রকার তথ্য, সাহায্য পেতে আমার ফেসবুক প্রোফাইলে যোগাযোগ করুন, টুইটারে আমাকে ফলো করুন।

আর Cryis 3, Snipper Ghost Warrior 2, Mafia 2, Godfather 2, Chennai Express এর মত আকর্শনীয় সব ফাইল রিজুম সহকারে ডাউনলোড করতে ভিসিট করুন Free Download Zone

Level 0

আমি প্রতিবাদী ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কি বলব, আমার সম্পর্কে তেমন কিছুই বলার নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks..

Level 0

প্রতিবাদী ছেলে@ 100 মিলিয়ন ইউরো পাবো কোথায়

রেজিঃ করলে ওরাই দিবে যা শুধু খেলোয়ার কেনায় ব্যবহার করা যাবে।

Level 0

Can u help me to play FIFA 13/12 in online or to download “FIFA 13 key generator” or to buy fifa 13 original CD in Bangladesh’s market ?