আমরা অনেকেই একাধিক মেইল আইডি ব্যবহার করি । আবার এগুলো সাইন ইন/ সাইন আউটের মাধ্যমে চেক করতে হয়। এতে করে অনেকেই বিরক্তবোধ করে থাকেন। তাই আপনি ইচ্ছা করলে একটি মেইল ক্লাইন্ট ব্যবহার করতে পারেন। pop peeper এমন একটি ক্লাইন্ট, যার মাধ্যমে ইয়াহু মেইল প্লাস্ করা ছাড়াও ইয়াহুর মেইল চেক করতে পারা যায়। বিভিন্ন আইডিতে মেইল আসলে এটি সাথে সাথে সিগনাল দেয়।
তো আর দেরি কেন? নিচের লিঙক হতে এক্ষুনি ডাউনলোড করুন--
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
রহুল আমীন ভাই ,ধণ্যবাদ আপনাকে । আমার অনেক কাজে আসেব যেহেতু অফিসে কাজের ব্যস্ততায় ফ্রি মেইল চেক করা হয় না তাই সংকেত দেখা যাবে মেইল এল কিনা ।