Techtunes-এ এটি আমার প্রথম টিউন তাই প্রথমে বলে নিচ্ছি Techtunes এর আগে এই বিষয় নিয়ে কখনো এই রকম কোন িটউন হয়েছে কিনা তা আমি জানিনা যদি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।
আমরা যারা ফ্রী Proxyfire দিয়ে Internet চালাই তারা হয়তো IDM দিয়ে ডাউনলোড দেবার সময় Optional Connection লেখাটি উঠে তারপর Connection পায় এতে করে IDM তার Properly Speed পায়না এমনকি অনেক লিংক থেকে ডাউনলোড করেনা।
এ রকম সমস্যায় হয়তো আমরা অনেকে পরেছি, তাই আজকের এই টিউনটি আপনার জন্য কাজের কথায় আসি তিনটি ধাপে আপনি এই কাজটি খুব সহজে করে নিতে পারেন, চলুন তাহলে দেখি কিভাবে করা যায় ।
প্রথমে আপনাকে Internet Connection টি Modem কিংবা PC Suite দিয়ে দিতে হবে।
তারপর Proxyfire টি চালু করে ফ্রী ইন্টারনেটের Proxy-টি বসিয়ে Ok করুন ।
এবং সব শেষে IDM (Internet Download Manager) টি চালু করুন, ব্যাস আপনার কাজ শেষ।
দেখবেন আর ডাউনলোডের সময় Optional Connection না উঠে সরাসরি Connection পেয়ে ফুল ষ্পিডে ডাউনলোড করতে পারবেন এটার মূল কারণ হলো আপনার Proxyfire টি IDM (Internet Download Manager) এর সাথে Connection টি ঠিকমতো দিতে পারেনি । তবে মনে রাখবেন Proxyfire টি চালু করার পর IDM চালু করবেন । সময় সল্পতার কারণে Screen Shot দিতে পারলাম না বলে দুঃখিত ।
দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না আশা করি টিউনাদের উৎসাহ দিন এতে টিউনাদের টিউন করতে মনোনিবেশ ঠিক থাকে । আজ এ পযন্তই আগামীতে আরো ভালো কিছু বিষয়ের উপর টিউন দিতে পারবো আশা করছি । নতুন নতুন প্রযুক্তির তৈরি করতে সাহায্য করুন আর প্রযুক্তির মজা উপভোগ করুন।
আমি Akibul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@Rifath
Bro ata amar akta boro problem solve korlen.Thank you very much 🙂 🙂 🙂