আপনার এন্টিভাইরাসটা কতটুকু কার্যকরি? এখনি পরীক্ষা করুন !!!!

বিসমিল্লাহির রাহমানির রাহিম

             বর্তমানে অনেক রকমের এন্টি ভাইরাস আছে। ইন্টারনেটে সার্চ দিলে অনেক ফ্রিরিওয়ার অথবা প্রিমিয়াম এন্টিভাইরাস পাওয়া যায়। কেউ যদি ভালো এন্টিভাইরাস সম্পর্কে না জেনে কোন এন্ট্রিভাইরাস ডাউনলোড করতে চাই তাহলে দেখা যায় এগুলোর বেশির ভাগই এন্টিভাইরাস না, ভাইরাস। বর্তমানে এন্ট্রিভাইরাস জগতের শীর্ষে রয়েছে ক্যাসপারস্কাই, তারপর এ্যাভিরা, এভাস্ট, এভিজি, নড৩২ ইত্যাদি। তবে আমি আজ যে বিষয় নিয়ে লিখতে যাচ্ছি যা জানা থাকলে আপনি আপনার এন্টিভাইরাসকে সহজেই চেক করতে পারেন, তা কার্যকরি কি না।

যাইহোক এটা একটা ছোট পরীক্ষা যা দিয়ে আপনি আপনার এন্টিভাইরাসকে পরীক্ষা খরতে পারেন। আমি আমার এই টিউটোরিয়ালে শেখাবে একটা ফেক ভাইরাস তৈরি করতে। এটা দিয়ে আপনি আপনার এন্টিবাইরাসকে চেক করতে পারেন।

1. নোটপ্যাড ওপেন করুন

2.  নিচের লাইনটা কপি করে পেষ্ট করুন অথবা টাইপ করুন।

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

Creating the EICAR test virus

3. ডেক্সটপে অথবা যেকোন জায়গাই ব্যাচ ফাইলে সেভ করুন।

আপনার কাজ শেষ। এবার দেখুন আপনার এন্ট্রিভাইরাস এটাকে ভাইরাস হিসাবে ধরে কিনা। যদি ধরতে পারে তাহলে বুঝবেন আপনার এন্ট্রিভাইরাসটা কাজ করছে, অর্থাৎ ঠিক আছে।

http://3.bp.blogspot.com/_tt33WkL2pKI/R6PThHz9OsI/AAAAAAAABmI/EqlBOL0nC-U/s400/aicar.jpg

এই ফাইলটি আমার তৈরি না। এটা তৈরি হয়েছিল EICAR test file নামের একটা প্রতিষ্ঠান থেকে, যা ডেভেলপ করেছেন European Institute for Computer Antivirus Research (EICAR),। এবং এটা তৈরি হয়েছে এন্ট্রিভাইরাসকে চেক করবার জন্য।

মন্তব্যের প্রত্যশায়,

সবাইকে ধন্যবাদ দিয়ে,

শোয়েব

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার Avast কাজ করছে না আমি কী করব শোয়েব ভাই…………………………

    কোডগুলো কি ঠিকমত লিখেছেন?
    যদি লিখে থাকেন তাহলেতো বুঝতেই পারছেন আপনার এভাস্টের অবস্থা।

perfectly কাজ করেছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ

উইন্ডোজ শোয়েব ভাই, আমি আভিরা এন্টিভারাস ব্যবহার করি। এটি ১০০% কার্যকরী রেজাল্ট দিলো ।
(ধন্যবাদ আপনাকে)

শোয়েব তোমাকে ধন্যবাদ না দিয়ে পারছি না।
আমার ক্যাসপারস্কাই শুধু ধরেই নাই প্লাস সাথে সাথে ভাইরাসটা ডিলেট করে দিছে।
Kaspersky The Boss!!!!!

    ক্যাসপার সব সময়ই বসস হাসান ভাই। ধন্যবাদ মন্তব্যের জন্য।

    Level 0

    হাসান ভাই ঠিক আপনার মতনই আমার kaspersky(বস) ও সাথে সাথেই ডিলিট করে দিয়েছে । আপনাকে থাঙ্কু শয়েব ভাই ।

আহ্ … … আমার কম্পিউটারগুলোতে (বাসা+অফিসে) ভাইরাসও ধরে না, এন্টিভাইরাসের ঝামেলাও নাই …. …. শান্তি শান্তি!

Level 0

উইন্ডোজ শোয়েব ভাই, হাসান ভাই,সাথে এক মত আমি Kaspersky Anti-Virus 6.0.1.405 ব্যবহার করি
Hasan Jubair (Al-fatah) says:
১৭ এপ্রিল, ২০১০ at 3:45 অপরাহ্ন

শোয়েব তোমাকে ধন্যবাদ না দিয়ে পারছি না।
আমার ক্যাসপারস্কাই শুধু ধরেই নাই প্লাস সাথে সাথে ভাইরাসটা ডিলেট করে দিছে।
Kaspersky The Boss!!!!!
আনকমন টিউনের জন্য ধন্যবাদ।
উইন্ডোজ শোয়েব, উইন্ডোজ কি, কি .???

    উইন্ডোজ শোয়েব says:

    ক্যাসপার সব সময়ই বসস ভালবাসি ভাই। ধন্যবাদ মন্তব্যের জন্য।

ধন্যবাদ ভাই আমার kaspersky ইন্টারনেট security ২০১০ দারুন কাজ করে ,সাতে সাতে ফাইল টা delate করে দিয়েসে /

my avast free antivirus cant automatically detect it, but when I scanned the file, it was detected as virus. was the antivirus supposed to detect it automatically? sohelalam

    সোহেলালাম ভাই, আমি এভাস্ট দিয়ে টেস্ট করেছি, সরাসরি ভাইরাস ধরে।

.bat ফাইলকে ডিলিট করচে ভাল কথা। কিন্তু আমার এভিরা ১০ .txt ফাইলকে পর্যন্ত ডিলিট করে দিয়েছে।এভিরা ১০ এর এত শক্তি যে এটা পেনড্রাইভ এর autorun.ini ভাইরাসকে পর্যন্ত ডিলিট করে দেয়।

amar avast kichu vole kno?

Amar nod32 4 it also delete the file.Thanks 4 good tune……………

Level 0

পুরান খবর।please search before posting

    রকি ভাই, আমি প্রতেকটা টিউন করার আগে সার্চ দিই।
    এরকম কমেন্ট করার সময় লিংক দিয়ে দিবেন।

—-সেভ করার সাথে সাথেই আমার McAfee Virus টির গলা টিপে ধরেছে।ধন্যবাদ

আমার AVG 9 ও তো ডিলিট করে দিল… এন্টিভাইরাসটা কার্যকরি তো বুঝলাম, কিন্তু এই ভাইরাসটা কতটুকু কার্যকরি?

আমার এভিরা ১০ টিও চমৎকার কাজ করছে।

Level 0

ভাই, আমি Kaspersky 2010 Use করি,,, ১০০% কার্যকর । সেভ করা মাত্রই ভাইরাস দেখিয়ে ডিলিট করে ফেলছে । 🙂

Level 0

avast free কোন কাজের না
এতোদিন তাহলে অকাজের জিনিস ব্যবহার করছি… shit man

    Level 0

    avast free freer majhe jothasto valo…

Level 0

kasper int. sec. 2010 ধরলো আর মারলো!
পয়সার মাল ট্যাকা দিয়া কিনছি,কাজ করে বুঝলাম।
ধন্যবাদ।