বিসমিল্লাহির রাহমানির রাহিম
বর্তমানে অনেক রকমের এন্টি ভাইরাস আছে। ইন্টারনেটে সার্চ দিলে অনেক ফ্রিরিওয়ার অথবা প্রিমিয়াম এন্টিভাইরাস পাওয়া যায়। কেউ যদি ভালো এন্টিভাইরাস সম্পর্কে না জেনে কোন এন্ট্রিভাইরাস ডাউনলোড করতে চাই তাহলে দেখা যায় এগুলোর বেশির ভাগই এন্টিভাইরাস না, ভাইরাস। বর্তমানে এন্ট্রিভাইরাস জগতের শীর্ষে রয়েছে ক্যাসপারস্কাই, তারপর এ্যাভিরা, এভাস্ট, এভিজি, নড৩২ ইত্যাদি। তবে আমি আজ যে বিষয় নিয়ে লিখতে যাচ্ছি যা জানা থাকলে আপনি আপনার এন্টিভাইরাসকে সহজেই চেক করতে পারেন, তা কার্যকরি কি না।
যাইহোক এটা একটা ছোট পরীক্ষা যা দিয়ে আপনি আপনার এন্টিভাইরাসকে পরীক্ষা খরতে পারেন। আমি আমার এই টিউটোরিয়ালে শেখাবে একটা ফেক ভাইরাস তৈরি করতে। এটা দিয়ে আপনি আপনার এন্টিবাইরাসকে চেক করতে পারেন।
1. নোটপ্যাড ওপেন করুন
2. নিচের লাইনটা কপি করে পেষ্ট করুন অথবা টাইপ করুন।
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
3. ডেক্সটপে অথবা যেকোন জায়গাই ব্যাচ ফাইলে সেভ করুন।
আপনার কাজ শেষ। এবার দেখুন আপনার এন্ট্রিভাইরাস এটাকে ভাইরাস হিসাবে ধরে কিনা। যদি ধরতে পারে তাহলে বুঝবেন আপনার এন্ট্রিভাইরাসটা কাজ করছে, অর্থাৎ ঠিক আছে।
এই ফাইলটি আমার তৈরি না। এটা তৈরি হয়েছিল EICAR test file নামের একটা প্রতিষ্ঠান থেকে, যা ডেভেলপ করেছেন European Institute for Computer Antivirus Research (EICAR),। এবং এটা তৈরি হয়েছে এন্ট্রিভাইরাসকে চেক করবার জন্য।
মন্তব্যের প্রত্যশায়,
সবাইকে ধন্যবাদ দিয়ে,
শোয়েব
আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi
kasper int. sec. 2010 ধরলো আর মারলো!
পয়সার মাল ট্যাকা দিয়া কিনছি,কাজ করে বুঝলাম।
ধন্যবাদ।
আমার Avast কাজ করছে না আমি কী করব শোয়েব ভাই…………………………