আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমার সম্ভম না এত দাম দিয়ে আইপিএস কিনা। তাই এই পদ্ধতি আমি প্রয়োগ করি। কোন গুরুত্বপূর্ন কাজে সময় কারেন্টর চলে গেলে এই নিয়মটা আমার অনেক উপকারে আসে । আশা করে আপনাদের উপকারে আসবে। যদি টিউনটি ভাল লাগে তবে মন্তব্য করতে ভুলবেন না।
আপনি চাইলে ইউপিএসের কাছ থেকে সুবিধা নিতে পারেন । সাধারনত বিদ্যুৎ চলে গেলে একটি একটি ইউপিএস ১৫- ২০ মিনিট ব্যাকআপ দেয় । কিন্তু কোনো কাজ যদি এ সময়ের মধ্যে শেষ বা সেভ করতে না পরেন , তবে এ সময় উইন্ডোজ ।অপারেটিং সিস্টমের যাউবারনেট সুবিধা আপনাকে বাঁচাবে। কম্পিউটারকে ঘুম পাড়াবে। হাইবারনেট করতে প্রথমে ডেস্কটপে মাউসের ডানে ক্লিক করে properties – এ যেতে হবে । সেখান থেকে screen saver saver select কর power – এ ক্লিক করুন্। তারপর hibernate- এ select করে enable hibernate-এ টিক চিহ্ন দিয়ে ok করুন ।আবার power বাটনে ক্লিক করে advanced select করতে হবে। এখন when and press the sleep button – এ hibernate select করে ok করুন । যাদের কিবোর্ডে স্লিপ বোতামটি নেই,তারা when press the power button – এ hibernabe select করতে হবে। এখন বিদ্যুৎ চলে যায় তবে স্লিপ চাপতে হবে না ( কারন কিবোর্ড এ বোতামটি না থাকলে কম্পিউটারের power বোতামটি চাপুন। একটু দেখলে দেথতে পবেন , কম্পিউটার হাইবারনেটে চলে গেছে। আমেন অবথ্হায় কম বিদ্যুৎ খরচে কম্পিউটার চালু থাকবে।
তুসিন আহমেদ
এই লিখাটি আগে প্রকাশিত হয়েছে আমার ব্লগ সাইট
fb – [email protected]
yahoo mess– [email protected]
আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে [email protected]
আমার জানা মতে হাইবারনেট ব্যাবহারে কোনো বিদ্যুত্ খরচ হয় না। চাইলে কোনো প্রোগ্রাম খোলা রেখে হাইবারনেট করে পাওয়ার খোলে দেখতে পারেন।