লোডশোডিং!!!!! ইউপিএস থেকে বাড়তি সুবিধা !!!!!!!

আমার সবচেয়ে বিরক্ত লাগে যখন কোন গুরুত্বপূর্ন কাজ করার সময় কারেন্ট চলে গেলে। আর এমন তো করেন্ট পায়া যেন পূর্নিমার চাদঁ। প্র্রতি ঘন্টায় ঘন্টায় কারেন্টর যায়। …. কবে যে মুক্তি পাব।..!!!

আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমার সম্ভম না এত দাম দিয়ে আইপিএস কিনা। তাই এই পদ্ধতি আমি প্রয়োগ করি। কোন গুরুত্বপূর্ন কাজে সময় কারেন্টর চলে গেলে এই নিয়মটা আমার অনেক উপকারে আসে । আশা করে আপনাদের উপকারে আসবে। যদি টিউনটি ভাল লাগে তবে মন্তব্য করতে ভুলবেন না।

আপনি চাইলে ইউপিএসের কাছ থেকে সুবিধা নিতে পারেন । সাধারনত বিদ্যুৎ চলে গেলে একটি একটি  ইউপিএস ১৫- ২০ মিনিট ব্যাকআপ দেয় । কিন্তু কোনো কাজ যদি এ সময়ের মধ্যে শেষ বা সেভ করতে না পরেন , তবে এ সময় উইন্ডোজ ।অপারেটিং সিস্টমের যাউবারনেট সুবিধা আপনাকে বাঁচাবে। কম্পিউটারকে ঘুম পাড়াবে। হাইবারনেট করতে প্রথমে ডেস্কটপে মাউসের ডানে ক্লিক করে properties – এ যেতে হবে । সেখান থেকে screen saver saver select কর  power – এ ক্লিক করুন্। তারপর hibernate- এ select  করে enable hibernate-এ টিক চিহ্ন দিয়ে  ok করুন ।আবার power বাটনে ক্লিক করে  advanced select করতে হবে। এখন when and press the sleep button –  এ hibernate  select  করে  ok করুন । যাদের কিবোর্ডে স্লিপ বোতামটি নেই,তারা  when press the power button – এ hibernabe select করতে হবে। এখন বিদ্যুৎ চলে যায় তবে স্লিপ চাপতে হবে না ( কারন কিবোর্ড এ বোতামটি না থাকলে কম্পিউটারের power বোতামটি চাপুন। একটু দেখলে দেথতে পবেন , কম্পিউটার হাইবারনেটে চলে গেছে। আমেন অবথ্হায় কম বিদ্যুৎ খরচে  কম্পিউটার চালু থাকবে।

তুসিন আহমেদ

এই লিখাটি আগে প্রকাশিত হয়েছে আমার ব্লগ সাইট

তুসিনের জল-জোছনা

fb – [email protected]

yahoo mess– [email protected]

Level 0

আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার জানা মতে হাইবারনেট ব্যাবহারে কোনো বিদ্যুত্ খরচ হয় না। চাইলে কোনো প্রোগ্রাম খোলা রেখে হাইবারনেট করে পাওয়ার খোলে দেখতে পারেন।

Level 0

ধন্যবাদ ভাই আপনাকে।

হাইবারনেট করলে RAM থেকে সমস্ত কিছু জাস্ট হার্ডড্রাইভে সেভ হয়ে যায় এবং পিসি একেবারে বন্ধ হয়ে যায়। এজন্য দেখবেন Hibernate চালু করলে, সি ড্রাইভে একটি hiberfile.sys তৈরী হয় যার সাইজ আপনার মোট র্যামের সমান। আপনার টিউনের টাইটেলটা মিসলিডিং, আমি ভেবেছলাম UPS এর বিদ্যুৎ অন্য কাজে ব্যবহারের কথা বলবেন।

যেমন ধরুন, কারেন্ট গেলে আপনার ব্যাটারি ২০ মিনিট ব্যাকআপ দেয়। আপনার PC ধরি atleast ২৫০ watt এর। আপনে পিসি বন্ধ করে দিলেন ৫ মিনিটের ভেতরেই। এখন আপনি এই অব্যবহৃত ব্যাটারী দিয়ে সহজেই একটি এনার্জি সেভিং লাইট (18-27 Watt) জ্বালাতে পারেন। যা আপনার রুমকে আলোকিত করবে দীর্ঘসময়।

কারন সহজেই অনুমেয়, ২৫০ ওয়াট পিসি যদি ২০ মিনিট চলে, তবে ২৭ ওয়াটের লাইট কতক্ষণ চলবে অনুমান করুন। আর হ্যা অনুমানের চেয়ে করে দেখা সহজ। একটি বাল্ব হোল্ডার কিনে ঘরে সেট করুন এবং তাতে অপনার পছন্দ মত watt এর সিএফএল লাগান। তারের মাথায় একটি প্লাগ দিন এবং UPS থেকে PC এর লাইন খুলে আপনার তৈরী প্লাগটি লাগান।

হয়ে গেল —-“লোডশোডিং!!!!! ইউপিএস থেকে বাড়তি সুবিধা !!!!!!!”—–এই টাইটেলের সঠিক ব্যবহার। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ আপনাকে। আর hibernate করে ups থেকে আপনার পিসি আর বেশি সময় চলবে এটা কি বাড়তি সুবিধা নয়।!!!!!! আপনি যেটা নিয়ে লিখলেন এটা নিয়ে আগে একটা টিউন হয়েছ।
তারপর আপনাকে ধন্যবাদ সমালোচনা করার জন্য।

ভাই, এই অবস্থায়তো মনিটর অফ থাকে….

Level 0

ভাই এটা বন্ধ করার উপায় কি ? দয়া করে বলবেন।

Level 0

aqib ভাই আপনার কথাটা ঠিক বুঝলাম না। hibernate হলে কেমন করে অফ করবেন তাই তো জিজ্ঙাসা করেছেন । যথন আপনার পিসিকে hibernate থেকে মুক্ত করতে চান তখন শুধু Esc বাটনে চাপুন তাহলে
ই হবে।

    আর ভাই hibernate করলে তো পিসি বন্ধ হয়ে যায়। তো পিসি কি চালানো যাবে না। আমি আলক ভাই এর সাথে একমত। আর esc বাটনে চাপ্লে কি হবে। আপনার শিরনামের সাথে টিউনের কোনো মিল নেই । ধন্যবাদ।

Level 0

thank u so much vaiya. go ahead