হার্ড ড্রাইভ লুকানোর ৪টি সহজ নিয়ম (Miss করবেন না আমার ৫০তম টিউনটি):

বিসমিল্লাহির রাহমানির রাহিম

"শোয়েব এর ৫০তম টিউনে সবাইকে স্বাগতম"

আমি আজ আপনাদেরকে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টিউন করতে যাচ্ছি। আমাদের হার্ডডিক্স বিভিন্ন প্রকার পার্টিশন দিয়ে ভাগ করা থাকে। এরমধ্যে আমরা বিভিন্ন গোপনীয় ও গুরুত্বপূণ ফাইল রেখে থাকি। কিন্তু এমন  একটা সময় মাঝে মাঝে আসতে পারে যেসময় আপনার হার্ডড্রাইভকে লুকানোর প্রয়োজন পড়ে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি যদি চান আপনার কোন একটি নির্দ্দিষ্ট ড্রাইভকে আপনি লুকিয়ে রাখতে পারেন। আর এই হার্ডডিক্স এর হার্ডড্রাইভ লুকনোর  চার টি পদ্ধতি আছে। সেই চারটি পদ্ধতির সবগুলো আমি আপনাদের জনাচ্ছি আমার ৫০তম টিউনে।

1. HD Hide freeware সফটওয়ারের সাহায্যে:

Hide Drives Hide (HDHide) সফটওয়ারটির সাহায্যে আপনি আপনার হার্ডডিক্সের A: - Z: পর্যন্ত সবগুলো ড্রাইভ লুকানো, অথবা আন-লুকানো (Hide/Unhide) করতে পারেন। Windows 95/98/ME/NT/2000/XP operating systems গুলোতে প্রোগ্রামটি রান হবে।
আর এই হিডেন ড্রাইভগুলো আপনি Explorer এর সাহায্যে দেখতে পারবেন না।
সফটওয়ারটি খুবই ছোট এবং ব্যবহার খুবই সহজ। সবচেয়ে মজার কথা এটা একটা portable সফটওয়ার।

Direct downloading Link. http://www.ziddu.com/download/2741816/hdhide.zip.html

Screen:

2. TweakUI freeware এর সাহায্যে:

TweakUI, Microsoft PowerToys ইউটিল সফটওয়ারের একটা অংশ। এবং হার্ডড্রাইব লুকানো ছাড়া আরও অনেক কাজ করতে পারে। এটা আপনাকে Windows XP এর  default user interface, including mouse settings, Explorer settings, taskbar settings, ছাড়াও অনেক কাজ করতে সাহায্য করবে।

ইনস্টল করবার পর Start > Programs > PowerToys for Windows XP > TweakUI. এখানে যেয়ে ‘My Computer’এক্সপেন্ড করুন, ’Drives’ এ ক্লিক করুন, এবং সেই ড্রাইভটা  uncheck  করুন যেটা আপনি লুকাতে চান।
Direct downloading link. http://www.ziddu.com/download/2741877/TweakUiPowertoySetup.exe.html

Screen:

3. built-in Diskpart utility এর সাহায্যে:

এটা করার জন্য আপনার কোন বাড়তি সফটওয়ারের প্রয়োজন হবেনা। কমান্ড প্রমোট এর সাহায্যে আপনি এটা সহজেই করতে পারেন।

কিভাবে করবেন? এখানে দেখুন:

  1. - Start -> Run ক্লিক করুন (রান এর ডায়ালগ বক্স আসবে)
  2. - Type cmd and press Enter (কমান্ড প্রোমট আসবে)
  3. -  কমান্ড প্রোমটে diskpart লিখে Enter করুন।
  4. - এখন list volume টাইপ করুন। (এটা আপনার কম্পিউটারের সকল ভলিয়মগুলো দেখাবে)

  1. - যদি আপনি E ড্রাইভ লুকাতে চান,  তাহলে select volume 6 টাইপ করুন
    - এখন remove letter E টাইপ করুন (Note: কম্পিউটার রিস্ট্রাট দিতে হবে).

    Diskpart আপনার কম্পিউটার থেকে drive letter টা লুকিয়ে ফেলবে.  এটাকে আপনি আরএক্সপ্লোরারের মাধ্যমে দেখতে পারবেন না।

  2. একন যদি আপনি এটাকে আন হাইড করতে চান তাহলে ওই পদ্ধতি আবার অনুসরণ করুন এবং  remove letter E এর জায়গায় assign letter E টাইপ করুন।

4. Registry এডিট করার মাধ্যমে:

- রান কমান্ডের সাহায্যে regedit টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিট এপেন করুন।
- এই ঠিকানায় প্রবেশ করুন HKEY_CURRENT_USER’Software’Microsoft’Windows’CurrentVersion’Policies’Explorer

- এখানে Explorer কীর ডান পার্শ্বস্থ প্যানেলে NoViewOnDrive নামে নতুন একটি DWORD ভ্যালু (REG_DWORD) তৈরি করে এর উপর ডাবল ক্লিক করে এটি ওপেন করুন এবং নিচে বর্ণিত নিয়মানুযায়ী উপযুক্ত মান প্রবেশ করান। এরপর এডিটর বন্ধ করে ফিরে এসে কম্পিউটার লগ অফ অথবা রিস্টার্ট করুন। এবার সবগুলো ড্রাইভ দেখা যাবে ঠিকই কিন্তু নিষিদ্ধ ড্রাইভটিতে প্রবেশ করতে গেলেই একটা এরর ম্যাসেজ প্রদর্শিত হবে।

নিয়মটা হল : আপনি যদি সবগুলো ড্রাইভে প্রবেশ নিষিদ্ধ করতে চান তাহলে 67108863 মানটি Decimal ভ্যালু হিসেবে প্রবেশ করান। এছাড়া কোন নির্দিষ্ট ড্রাইভ নিষিদ্ধ করতে চাইলে তার জন্য নির্দিষ্ট একটি মান প্রদান করতে হবে। যেমন A এর জন্য 1, B এর জন্য 2, C এর জন্য 4, D এর জন্য 8, E এর জন্য জন্য 16 এভাবে প্রতিটি ড্রাইভ লেটারের জন্য এই মান দ্বিগুণ হতে থাকবে। এই হিসেবে Z এর জন্য মান হবে 33554432.

আপনি যদি দুই বা ততোধিক নির্দিষ্ট সংখ্যক ড্রাইভকে একসাথে নিষিদ্ধ করতে চান, তাহলে আপনাকে সেই ড্রাইভগুলোর মানসমূহের যোগফল ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি D এবং G ড্রাইভ দুটোকে নিষিদ্ধ করতে চান, তাহলে আপনাকে D এর মান 8 এবং G এর মান 64 এর যোগফল 72 NoDrives এ প্রবেশ করাতে হবে।
প্রত্যেকটা ড্রাইভের ভ্যালুগুলো নিচে দেওয়া হলো:
A = 1
B = 2
C = 4
D = 8
E = 16
F = 32
G = 64
H = 128
I = 256
J = 512
K = 1024
L = 2048
M = 4096
N = 8192
O = 16384
P = 32768
Q = 65536
R = 131072
S = 262144
T = 524288
U = 1048576
V = 2097152
W = 4194304
X = 8388608
Y =16777216
Z = 33554432
All drives = 67108863

রিস্ট্রাট দিয়ে আপনার পছন্দের ড্রাইভটি লুকিয়ে যাবে। এটা আবার ফেরৎ পাইতে হলে হলে NoDrives নামের রেজিষ্ট্রি ভেলুটা ডিলিট করে দিন।

অনেক কষ্ট করে লিখলাম আমার ৫০তম টিউনটি। কোন ভুল হলে শুধরে দিবেন।

দয়াকরে মন্তব্যতে কেউ কার্পণ্যতা করবেন না।

ধন্যবাদান্তে শোয়েব,

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভাল হয়েছে

হাফ সেঞ্চুরি মোবারাক শোয়েব ভাই …… সেঞ্চুরিটা আশা করি আরো দ্রুত পাব।

দুঃসাহসী টিনটিন says:
হাফ সেঞ্চুরি মোবারাক শোয়েব ভাই …… সেঞ্চুরিটা আশা করি আরো দ্রুত পাব।

………………………………… মিনি প্রোফাইল অফ শোয়েব…………………………………

প্রথম টিউন প্রকাশিত হয়েছেঃ মার্চের ১৬ তারিখ।
যে কারনে আলোচিত হয়েছেঃ মার্চের ১৬-১৯ তারিখের মধ্যে ৩ দিনে ২০ টি টিউন করে ।
নাম পরিবর্তনঃ শোয়েব নাম থেকে বিভিন্ন বার নাম পরিবর্তন করে শেষ পর্যন্ত উইন্ডোজ শোয়েব এ স্থির আছে । তবে আগামীতে আবার নাম পরিবর্তন করবে কিনা এ ব্যাপারে জানা যায় নি।
মোট মন্তব্যঃ ২৫১ টি ।
৫০ তম টিউন প্রকাশিত হয়েছেঃ এপ্রিলের ১৬ তারিখ।
৫০টি টিউন করতে সময় লেগেছেঃ মোট ৩১ দিন।
৩১ দিনে ৫০টি টিউন করার পেছনে যথাসম্ভব কারণঃ এস এস সি পরীক্ষার পর বিশাল ছুটি।
উল্লেখযোগ্য টিউনঃ অনেক !
টিউন করার রীতিঃ মাঝে মাঝে টিউনের ঝড় তোলে আবার হঠাৎ থেমে যাওয়া,তারপর আবার ঝড় তোলা ।

    বহুত বহুত বহুত শুকরিয়া,

    অনেক কষ্ট করিয়া যাচায় বাচায় করিয়া সঠিক তথ্য দানের জন্য।

lolzzzzzzzzz :p

অনেক শুভেচ্ছা রইলো…………. এগিয়ে যাও আরো দ্রুত গতিতে………… 🙂

পহেলা বৈশাখে আপনার পহেলা হাফ সেঞ্চুরি ।
ধন্যবাদ মোবারাক শোয়েব ভাই ।

    পহেলা বৈশাখে করব বলেই এতদিন চুপ ছিলাম। তানভির আহমদ ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ।

অভিনন্দন ও সামনে আর ও ভালকিছু পাবার প্রত্যাশায় ………ধন্যবাদ ।

    আপনাকেও অভিনন্দন স্বপ্নাপু, আপনার প্রত্যাশা পূর্ণ হোক।

আশা করি নিয়মিত টিউন করে যাবেন …………….. 🙂

    নাবিল ভাই, আপনাকেও অনেক অকেন স্বাগতম। আমি আমার টিউন অব্যাহত রাখবো ইনশায়াল্লাহ।

অভিনন্দন ৫০তম টিউনের জন্য শোয়েব…………… আরো এগিয়ে যাও নেই শুভ কামনা রইল।

best of luck………………… thanks ……………………. for help us

টিউনটা সম্পর্কেতো কেউ কিছুই বললেন না। সবাই আমার সম্পর্কে বলছেন।
তাহলে কি টিউনটা আমি আরএকবার করব?????????????????????

Level 0

উইন্ডোজ শোয়েব ভাই,৫০ টিউনের জন্য ৫০ বার স্বাগতম ১০০ আশাই রইলাম ।

৩১ বলে ৫০(হাফ সেঞ্চুরি) করা সবার পক্ষে সম্ভব হয় না।শোয়েব তোমাকে অনেক আভিনন্দন ৫০ তম টিউন করার জন্য।আমি চায় পরবর্তি হাফ সেঞ্চুরি করো ১৫ বলে (দিনে)।

Level 0

দারুন……….
সবাই এত এত অভিনন্দন দিয়ে শোয়েবের দিলের খালি জায়গাগুলো ভরে দিয়েছে! আমি না হয় পূনঃঅভিনন্দন দিয়ে ওভার ট্রাম করলাম।

আসলেই ভালো লাগল

ধন্যবাদ অনেক