গ্রামীনফোন অথবা রবি এর ব্যাকাপ সার্ভিস এ টাকা দিয়ে আপনি আপনার ডাটা স্টোর করছেন ? তাহলে নতুন কিছু শিখুন

মোবাইল কোম্পানির চোখ ধাধানো কিছু নতুন প্যাকেজ যেগুলোতে প্রতি মাসে টাকা খরচ করে আপনাকে আপনার মোবাইলের প্রয়জনীয় ফোন নাম্বার থেকে শুরু করে অনেক কিছু রাখতে হচ্ছে , কিন্তু আপনি চাইলেই আপনার এসব কিছি অনলাইনে ব্যাকাপ করে রাখতে পারেন খুব সহজেই

যেভাবে আপনার মোবাইলের নাম্বার, মেসেজ এবং টাস্ক নোটস ইভেন্টস এবং ক্যালেন্ডার এর প্রয়োজনীয় স্টোর করবেন ফ্রীতে-

ধাপ : ১

1

নোকিয়া অভি ডট কম এ গিয়ে আপনার মোবাইল নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার নামে একটি অভি একাউন্ট খুলে নিন , এর পর যে মোবাইল নাম্বার দিয়ে আপনার অভি একাউন্ট খুলেছেন সেই নাম্বারে একটি টেক্সট মেসেজ আসবে, যেখানে একটি লিংক থাকবে , এবং সেই লিংক ফলে করলে আপনি আপনার অভি একাউন্ট টি একটিভ করতে পারবেন ,

ধাপ : ২

একাউন্ট এ্যাকটিভ হয়ে গেলে আপনি আপনার আই ডি পাসোয়ার্ড দিয়ে আপনার একাউন্ট এ লগিন করে ফেলুন। এর পর http://www.ovi.com এ আবার ঢুকে পরুন ।

ধাপ : ৩

step 2

এবার পছন্দমত সিলেক্ট করুন files , calender, notes, etc। ধরি আপনি contacts সিলেক্ট করেছেন , এবার খেয়াল করুন আপনি যেটি সিলেক্ট করেছেন সেটির নিচে লেখা আছে Back up and edit your contacts এখানে ক্লিক করলে আপনার একাউন্ট এ যেখানে আপনি মোবাইল নাম্বার গুলো সেভ করে রাখবেন সেখানে চলে যেতে পারবেন।

ধাপ : ৪

step3

এবার হাতের বাম দিকে খেয়াল করুন উপরের ছবিটার মত ঘরে আপনার ডিভাইস এ্যাড করার অপশন পেয়ে যাবেন , এবার এ্যাড ডিভাইস এ ক্লিক করুন

ধাপ : ৫

step4

উপরের ছবিটির মত অপশন আসলে আপনি আপনার মোবাইল মডেল দিয়ে সিলেক্ট করুন, আমি আমার ৫৩২০ এর জন্য সিলেক্ট করলাম ,
Find your device লেখার পাশে আপনার মোবাইল মডেল নাম্বার লিখলেই আপনি আপনার মোবাইলের ছবি খানা দেখতে পারবেন।

মডেল সিলেক্ট করে দিয়ে নিচে খেয়াল করুন নেক্সট বাটন আছে , কি আর করবেন এইবার নেক্সট বাটনে একটি ক্লিক করুন,
করে ফেলেছেন মনে হয়,

step5

এবার পরের স্ক্রিনে দেখুন আপনার মোবাইল নাম্বার এবং আপনি কোন টাইম জোনের আওতায় আছেন সেটি সিলেক্ট করতে বলা হবে , এখেত্রে আপনি যদি বাংলাদেশ এ থাকেন তাহলে আপনার টাইম জোন হবে নিচের ছবিটার মত, আর আপনার মোবাইল নাম্বার দেবার আগে অবশ্যই +৮৮ দিতে ভুলবেন না, এবার মোবাইল নাম্বার এবং টাইমজোন দেয়া হয়েছে সো এখন নিচে আরেকবার নেক্সট লেখা আছে সেখানে টোকা দিন

ধাপ : ৭

একটি পিন নাম্বার দেয়া থাকবে এবং আপনার মোবাইলে একটি সেটিংস আসবে নোকিয়া থেকে , সেটি সেভ করতে এই পিন নাম্বার টি কাজে লাগবে, এবার মেসেজ আসলে পিন নাম্বার দিয়ে সেভ করে ফেলুন আপনার মোবাইল এর জন্য সেটিংস টি । আর কি করবেন এখন নিচে দেখুন Synchronization instructions দেয়া আছে, যদি এটা না বুঝেন তাহলে বাংলা ভাষায় শুনেন , আপনার মোবাইলের মেনু তে ক্লিক করে এক্সট্রা অথবা সেটিংস এ দেখুন sync নামের একটা অপশন আছে যেখানে ক্লিক করলে আপনার মোবাইলের জমিয়ে রাখা ফোনবুক এর নাম্বার , ক্যালেন্ডারে জমিয়ে রাখা সব গুলো নোকিয়াঅভি তে সেভ হয়ে যাবে

এর পরে যখন এইসব নাম্বার আবার দেখতে মন চাইবে তখন আপনাকে আপনার http://www.ovi.com এ ঢুকে আপনার একাউন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করে দেখবেন আগের মত সবকিছু, যেখানে আপনার প্রয়োজনীয় অপশন মানে কনটাক্টস অথবা ক্যালেন্ডারে ক্লিক করলে আপনার জমানো স্মৃতিগুলো ফিরে পাবেন, সো গ্রামীনফোন অথবা একটেল এর মত কোম্পানি কে কেন টাকা দিবেন ?

মোবাইল থেকে শেয়ার করুন আর জমিয়ে রাখুন,,,,

এই সার্ভিস টি শুধু নোকিয়া মোবাইলের জন্য, আর মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে পড়ার জন্য।

Level 3

আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো বুদ্ধি দিয়েছিতো ভাই

ভাল টিউন মনে হচ্ছে 😀
আপাতত ফেভারিটে থাকল। পরে দরকার হলে চেষ্টা করব।
অবশ্য নোকিয়া পিসি স্যুইটে ব্যাক-আপ রাখা আছে 😀 😀 😀
থ্যাঙ্কস ফর দিস টিউন।

Aj amar friend akta keyboard gift korlo.

কি উপলক্ষ্যে?

    আমার কি-বোড নষ্ট ছিল তাই।

সাব্বির ভাই, আমার তো MAXIMUS Phone. আমার উপায় কি?

ধন্যবাদ, কাজের টিউন।

ভালো…………………

আমি গুগল synchronize ব্যবহার করি। এতে gmail contacts এ আমার ফোনের সব contact save হয়। আমার হ্যান্ডসেট (সনি এরিকসন) প্রতিদিন অটো সিনক্রোনাইজ করে ফেলে।
শুধুমাত্র ফোনবুক সিনক্রোনাইজ করার জন্য nimbuzz application টিও ব্যবহার করতে পারেন।

ভাইয়া এটা করা যায়। কিন্তু গ্রামীণ ব্যাকআপ এর একটা চমক দেখাব একটা টিউনে অপেক্ষা করুন

    কি চমক আর দেখাইবেন? ঐটা সবাই জানে

Level 2

দারুন টিউন হয়েছে! ধন্যবাদ সাব্বির। এ রকম আরও সুন্দর সুন্দর টিউনের প্রত্যাশায়…………..

বিষয়টি জানা ছিল না।ধন্যবাদ।