বিসমিল্লাহ হির রাহমানির রাহিম
সবাই কেমন আছেন । আশা করি ভালোই আছেন। আমার এই অদ্ভু শিরোনামটা দেখে খুব অবাক হলেন তাই না। আসলে শিরোনাম খুজে পাচ্ছিলাম না তাই এরকম একটা অদ্ভুত শিরোনাম দিলাম। শিরোনাম যাইহোক আমি মনে করি টেকটিউন্সের সকল পাঠকই আমার টিউন মনোযোগ সহকারে পড়েন। যাইহোক অযথা কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি।
আমরা সকলেই জানি যে ল্যাপটপে মাউস ব্যবহার খুব কম করা হয়। মাউসের ব্যবহার ল্যাপটপে নেই বললে চলে। ল্যাপটপে টাচপ্যাডের সাহায্যে মাউসের কাজ করা হয়।
এখন আপনি চাইলে আপনার ডেক্সটপের উইন্ডোজে টাচপ্যাডের মত করে মাউস ছাড়ায় মাউসের ব্যাবহার করতে পারেন। এটার জন্য আপনার বাড়তি কোন সফটওয়ারের প্রয়োজন হবে না। অপরেটিং সিসটেমের ভিতরেই এমন একটি অপশন্স আছে যেখান থেকে আপনি এটা করতে পারেন।
আর কিছু লিখলাম না এবার নিচের স্ক্রিণশটগুলো দেখলেই বুঝতে পারবেন।
এবার নামপ্যাড দিয়ে মাউস পয়েন্টার চালনা করুন।
আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi
এটা িক windows xp েত কাজ কর েব।