ল্যাপটপ নেই! সমস্যা কি? ডেক্সটপ হবে ল্যাপটপ।

বিসমিল্লাহ হির রাহমানির রাহিম

Keys that replicate mouse actions

সবাই কেমন আছেন । আশা করি ভালোই আছেন। আমার এই অদ্ভু শিরোনামটা দেখে খুব অবাক হলেন তাই না। আসলে শিরোনাম খুজে পাচ্ছিলাম না তাই এরকম একটা অদ্ভুত শিরোনাম দিলাম। শিরোনাম যাইহোক আমি মনে করি টেকটিউন্সের সকল পাঠকই আমার টিউন মনোযোগ সহকারে পড়েন। যাইহোক অযথা কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি।

আমরা সকলেই জানি যে ল্যাপটপে মাউস ব্যবহার খুব কম করা হয়। মাউসের ব্যবহার ল্যাপটপে নেই বললে চলে। ল্যাপটপে টাচপ্যাডের সাহায্যে মাউসের কাজ করা হয়।

এখন আপনি চাইলে আপনার ডেক্সটপের উইন্ডোজে টাচপ্যাডের মত করে মাউস ছাড়ায় মাউসের ব্যাবহার করতে পারেন। এটার জন্য আপনার বাড়তি কোন সফটওয়ারের প্রয়োজন হবে না।  অপরেটিং সিসটেমের ভিতরেই এমন একটি অপশন্স আছে যেখান থেকে আপনি এটা করতে পারেন।

আসুন দেখে নেওয়া যাক কিভাবে করবেন এটা।

  • Start বাটন থেকে settings>Control Panel>Accesibility Option এ যান।
  • Mouse বাটনে ক্লিক করুন।

আর কিছু লিখলাম না এবার নিচের স্ক্রিণশটগুলো দেখলেই বুঝতে পারবেন।

Screenshot of Mouse Keys

Screenshot of how to set up Mouse Keys

এবার নামপ্যাড দিয়ে মাউস পয়েন্টার চালনা করুন।

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা িক windows xp েত কাজ কর েব।

    হ্যা ভাই এটা windows xp তেও কাজ করবে। ধন্যবাদ আপনার মন্তব্যর কাজ।

আমার এই মন্তব্য মামুন ভাই এবং টিনটিন ভাইয়ের জন্য। আমি তাদের খুবই মিস করছি। আমি আমার টিউন পেজে তাদের মূল্যবান মন্তব্য দেখতে।

বেসিক জিনিস তারপরো ধন্যবাদ

    তোমাকে ধন্যবাদ ফাগুন এমন মন্তব্য করার জন্য।

এই কাজটা এভাবেও করা যায়- বাম দিকের Alt+shift+number lock+ enter
এবার ১২৩৪৭৮৯৬৮৫ ইউস করে মাউস নাড়ানো যাবে।
( ধন্যবাদ দিব না, যত দিন না পর্যন্ত এর সমার্থক শব্দ খুজে না পাই।)

    ( ধন্যবাদ দিব না, যত দিন না পর্যন্ত এর সমার্থক শব্দ খুজে না পাই।)

    ভাই বুঝলামনা আপনার কথা। একটু বুঝাইয়ে বলেন প্লিজ।

    মানে আর কিছু না, সবাইতো ধন্যবাদ দেয়, আমি অন্য কিছু দিতে চাইছিলাম আর কি, মানে ধন্যবাদ এর সমার্থক শব্দ যা হয় যেমন- অনেক কৃতজ্ঞ !!!

আপনাকে অনেক ধন্যবাদ।

    আপনাকেও অনেক ধন্যবাদ

ধন্যবাদ ভাই।
http://nod32-eset.co.cc

শিরোনাম দেয়ার সময় এর পর থেকে আরেকটু চিন্তাভাবনা করে দেবেন আশা করি। এটার শিরোনাম হতে পারতো “কী-বোর্ড শর্টকাট বা মাউস ছাড়াই মাউসের কাজ করুন” …. অথবা “মাউস নষ্ট – দুশ্চিন্তার কারণ নাই” ইত্যাদি।

আর ডেস্কটপ কম্পিউটারটাকে কোলে নিয়ে বসলেই সেটা ল্যাপটপ হয়ে যাবে … ;-p ।

    শিরোনামের বিষয়টা আমি টিউনের প্রথমেই বলে দিয়েছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

টেকটিউনসে আসলে মান সম্মত টিউন করা দরকার।

    ফয়সাল ভাইয়া আমি শোয়েব।
    টিউন করি প্রাথমিকদের জন্য। আমার মনে হয় আপনি অনেক বিজ্ঞ একজন লোক তাই আমার টিউন আপনার কাছে মান সম্মত হয়নি।
    মান সম্মত টিউন পেতে হলে টিউনার শোয়েবের টিউনপেজ গুলো বাদ দিয়ে অন্য টিউনারের টিউন গুলো পড়বেন। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

টিউন যেমনই হোক টিউনারদের এভাবে সরাসরি আক্রমন করা থেকে বিরত থাকা উচিত।এতে টিউনারদের মনোবল ভেঙ্গে যায়।একটি টিউন তা কারো না কারো উপকারে আসেই।যাদের উপকারে আসেনা তারা মন্তব্য করা থেকে বিরত থাকবেন।একটি টিউন প্রকাশ করতে টিউনার যে সময়,শ্রম এবং মেধা ব্যয় করেন,পাঠক ১ মিনিট পড়ে তার মূল্য কিভাবে বুঝবেন?ধন্যবাদ সবাইকে।শোয়েব সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।

    প্রবাসী ভাই, আমি আপনার সাথে একমত পোষণ করছি। আসলেও টিউন করতে অনেক কষ্ট হয়।

    প্রবাসী ও ফাহিম আহমেদ ভাই, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ।

ধন্যবাদ, ভাল টিঊন।

Level 0

শোয়ব ভাই আপনি নিণ্দুদের কথায় কান না দিয়ে আপনা নিজের মত করে টিউন চালিয়ে যান । কিছু মানুষ থাকে যারা কিনা মানুষের ভাল দিকটা দেখতে পছন্দ করে না। সব সময় খারাপ দিক খুজে।
আপনার টিউনট ভাল হয়েছে । আমি আগে এটা জানতাম না। ধন্যবাদ।

    আমি আপনার সাথে প্রথমত একমত পোষন করছি। আর আমি টিউন করা চালিয়ে যাব।

Level 0

আপনার কথা শুনে ভাল লাগল.। চালিয়ে যান।

কাজের জিনিস
ধন্যবাদ শোয়েব ভাই

শোয়েব ভাই এমন এমন সুন্দর সুন্দর software টিউন দেন …………….