আস সালামু আলাইকুম! আশা করি সবাই ভাই আছেন। কাজের কথায় আসি। কিছুদিন আগে অনেক ঘাটাঘাটির পর আমি একটি অনলাইন রেডিও তৈরী করেছি। টেকটিউনেও খুজেছিলাম কিন্তু আমায় সন্তুষ্ট করতে পারেনি কিংবা আমি সফল হইনি। তাই এখানে আমার সফলতার বিষয়টি তুলে ধরলাম।
১. প্রথমে Demo দেখুন এখানে - Radio Ramadan
২. আমি যে সাইটের সাহায্যে সফল হলাম তার নাম - caster.fm সুতরাং আপনি সাইটটিতে যান এবং ঘুরে ঘুরে কিছু সময় দেখুন।
৩. আমি যে ভিডিওটি দেখে সফলভাবে কাজ শেষ করলাম তা নিচের লিংকে গিয়ে দেখুন এবং চেষ্টা করুন।-
Create an Internet Radio Station _ Caster.fm
৪. খুব সতর্ক ও বড় করে দেখবেন। অবশ্যই ধীরে ধীরে এবং কয়েকবার দেখবেন । আর দেখার সাথে সাথে চেষ্টা করতে থাকবেন। আশা করি আমার মত আপনিও সফল হবেন।
ধন্যবাদ।
আমি এম আর ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
youtube er direct link ta den oi ta dea open hosca na.