অপারেটিং সিস্টেমে যে ফন্ট সাইজ ডিফল্ট হিসেবে সেট করা থাকে তা একেবারেই ছোট । আপনি ইচ্ছে করলেই এর সাইজ একটি পোর্টএবল সফটওয়ার দিয়ে বাড়িয়ে নিতে পারেন । নিচের সেম্পলদ্বয় দেখুন-
সফটটির নাম হলো Microangelo 98
যেভাবে কাজ করবেন-
সফটওয়ারটির ফোল্ডারে প্রবেশ করে muengnr-তে প্রবেশ করুন। এরপর নিজের পছন্দমত ফন্ট সাইজ পরিবর্তন করুন।
এটি দিয়ে আরও যা যা করা যাবে তাহলো-
১) ফোল্ডারের কালার পরিবর্তন করা যায়
২) হার্ডডিস্কের আইকন পরিবর্তন করা যায়
৩) ডেস্কটপের আইকন হতে এরো চিহ্ন বাদ দেওয়া যায়
এছাড়া আরও অনেক কিছুই করা যায় যা আপনি অবগত হতে পারবেন এটি ব্যবহার করে । তাই আর দেরি কেন? নিচের লিংকে গুতা মেরে ডাউনলোড করুন।
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
হুমম, মনে মনে এটাইত খুজছিলাম। আচ্ছা হার্ডড্রাইভের নেম বাংলায় হলে এটাও কি বড় হবে?