ব্লগস্পট ব্লগের অন পেজ অপটিমাইজেশনের বেসিক ট্রিক্স

আসসালামুয়ালায়কুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। প্রথমেই বলে নিই। আমি কিন্তু এসইও তেমন জানিনা। তাই আমার এই পোষ্ট টিতে অনেক ভুল হয়তেই পারে। আশা করি আপনারা ক্ষমা করবেন আমার ভুল গুলো। নিজের প্রয়োজনে গুগল মামার কাছ থেকে শিখেছি এই টিপস গুলো। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। নতুনদের কাজে লাগবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি এসইও মাস্টারদের কাছে থেকে কিছু শেখার আশায় আমি আমার এই পোষ্ট টি লেখা শুরু করলাম। যা হোক, এবার কাজের কথায় আসি। এখন আমরা দেখবো কিভাবে ব্লগস্পট ব্লগের অন পেজ অপটিমাইজেশন করা যায়।

ধাপ ১

প্রথমে আপনার ব্লগের ড্যাশবোর্ডে যান। সেখান থেকে Template > Edit HTML এ ক্লিক করেন।

ধাপ ২

<title><data:blog.pageTitle/></title>

এই কোড টুকু খুজে বের করেন।

ধাপ ৩

<b:if cond='data:blog.pageType == "item"'>
<title><data:blog.pageName/> |<data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageTitle/></title> </b:if>

এই কোড আগের কোডের পরিবর্তে বসাইয়া দেন। এবার Save বাটনে ক্লিক করেন।

ধাপ ৪

এবার Search Preferences এ যান।

Meta Tags এর Description এ আপনার ব্লগ সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারনা লিখুন এবং Save করুন।

ধাপ ৫

এবার Custom Page Not Found এ Edit এ ক্লিক করুন। যে বক্স আসবে সেখানে নিচের লেখা টা কপি করে দেন।

Sorry for inconvenience!!

This post you are finding has been either removed or transferred to a different loaction.

Please visit the <a href="আপনার ব্লগ সাইটের ঠিকানা">আপনার ব্লগ সাইটের নাম</a> & serach for it

সাইটের ঠিকানাঃ http://www.codesschool.blogspot.com/ এই ফরম্যাটে দিবেন। এবার Save বাটনে ক্লিক করেন।

ধাপ ৬

এবার Custom Redirects এর Edit এ ক্লিক করেন। ২টা Text field এ আপনার ব্লগের পোস্টের Adreess বসাইয়া দেন।

আপনার ব্লগের কোনো পোস্টের URL যদি http://codesschool.blogspot.com/2013/07/css-part-three-way-of-css-coding.html

তাহলে Text Field এ শুধুমাত্র 2013/07/css-part-three-way-of-css-coding.html   বসাইতে হবে। কাজ শেষে Save বাটনে ক্লিক করেন।

ধাপ ৭

এবার Custom robot.txt এর Edit ক্লিক করে নিচের অংশ তা কপি পেস্ট করেন।

User-agent: *
Disallow: /search
Allow: /
Sitemap: http://আপনার ব্লগের ঠিকানা/feeds/posts/default?orderby=UPDATED

এবার Save বাটনে ক্লিক করুন।

ধাপ ৮

এবার Custom robots header tags এর Edit এ ক্লিক করুন। নিচের ছবির মত করে মার্ক করে Save বাটনে ক্লিক করুন।

ইনশাআল্লাহ, আপনার ব্লগের জন্য On page optimization এখানেই শেষ হয়ে গেলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটা কথা বলি, যারা Google AdSense এর জন্য ব্লগ করছেন তারা Apply করার আগে অবশ্যই এই কাজ গুলো করে নিবেন। ইনশাআল্লাহ, Google AdSense সহ ব্লগিং করে সবাই টাকা আয় করুন এই প্রত্যাশা রাখি। আল্লাহ আমাদের সহায় হবেন।

এই পোষ্টটি প্রথমে এই ব্লগ সাইটে প্রকাশিত হয়।

আমার টেকটিউন্স পাতা এখানে।

যেকোনো প্রয়োজনে আমাকে ফেসবুক পাইতে পারেন এখানে।

Level 2

আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Just want to say your article is as astonishing!!!
The clarity in your post is just great and i can assume you’re an expert on this subject.
Well with your permission let me to grab your RSS feed to keep updated with forthcoming post. Thanks a million and please continue the gratifying work.

Would you tell me how can I increase adsense earning for my blog: Car Review Bd

    @preetech3: কি ভাই, কমেন্ট সেভ করে রাখেন নাকি ? একই কথা আমারে কইলেন কয়েক হাজার বার ।

Level 2

Thank you a lot@ preetech3

Level 0

আর একটা যোগ করেন make your theme seo fraindly এটাও অন পেজ optimization

    @mhafuz518: হ, হগ কথা ! আর থীমে কোন কোড ভুল আছে কিনা চেক করেন ( এইচ টি এম ল, সি এস এস ) ।

@Mathapocha: ভাইয়া ৬ নাম্বার ধাপে ২ টা ফিল্ডেই কি 2013/07/css-part-three-way-of-css-coding.html বসাতে হবে নাকি ২ টায় ২ পোস্ট এর url বসাতে হবে…???

Level 0

Gautam vai Apnar site a jei ad gulo dichen oie gulo kon advertising site bolle upokrito hotam.

Level 2

adsense er add re vai

Level 0

Thanks vai……… sob to korlam, dake ke hoy……….. adsense paise but search engine + alexa te rank komse na………. please give me some suggestion : http://www.toptwitts.blogspot.com , i will be happy…