ইন্টারনেটে ১০টি বিপজ্জনক কাজ ও খ্যতিকারক কাজ

বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশেও এর প্রভাব লণীয়। ইন্টারনেট ব্যবহারকারীরা প্রায়ই নিজের অজান্তে বিভিন্ন বিপজ্জনক কাজ করে থাকেন। আর যার ফলাফলÑ ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার এটাক, স্প্যাম, প্রাইডেসি নষ্টসহ বিভিন্ন হুমকির সম্মুখীন হওয়া। যা ভয়ঙ্কর সব পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এসব কাজ থেকে বিরত থাকা উচিত যে কারও। এমনই

কয়েকটি বিপজ্জনক কাজের উলেখ করা হল

১। অপরিচিত মেইলের সঙ্গে আসা লিঙ্ক সাইটে প্রবেশ করা।

২। বিভিন্ন সাইট থেকে আনভেরিফাইড বা আন অথরাইজড সফটওয়্যার ইন্সটল করা।

৩। মেইলে লটারির মাধ্যমে বিশাল অঙ্কের টাকা বিজয়ের কথা বলে সেই টাকা হস্তান্তরের জন্য খরচের টাকা পাঠানো বা কোন ফরম পূরণ করা।

৪। বিভিন্ন পর্ন বা ইলিগ্যাল সাইটে বারবার প্রবেশ করা।

৫। অযাচিত বিভিন্ন সাইটে লোভনীয় সব অফারে রেজিস্ট্রেশন ফরম পূরণ করা।

৬। ব্রাউজার, ম্যাসেঞ্জার কিংবা অন্য কোন মাধ্যমে পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য ইত্যাদি প্রদান করা।

৭। বিভিন্ন হ্যাকিং সাইট, জুয়ার সাইটে চ্যাট করার ফাইল শেয়ার করা।

৮। না বুঝে এইচটিএমএল, পিএইচপি, জাভা বা অন্য কোন প্রোগ্রামিং ফাইল ওপেন করা।

৯। অনিরাপদ ওয়্যারলেস সংযোগের মাধ্যমে অনলাইনে যুক্ত হওয়া।

১০। অপিরিচিত মেইলের এটাচড ফাইল ওপেন করা। সেটা ইমেজ, ওয়ার্ড, মিউজিক বা পেইন টেক্সট ফাইলও হতে পারে। সিকিউরিটি টুলস বা ফায়ার ওয়্যাল ডিজেবল রাখা।

Level 3

আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুমম ভালো টিউন*********** ধন্যবাদ

ধন্যবাদ

ধন্যবাদ

Faltu tune. Jugantor potrika theke copy korben.koydin cholben evabe?

১-১০ এর মধ্যে শুধু মাত্র ২ নাম্বার কাজটা করি, আর একটাও করি না।(২। বিভিন্ন সাইট থেকে আনভেরিফাইড বা আন অথরাইজড সফটওয়্যার ইন্সটল করা।)

আপনি আর একটা জিনিস বাদ দিসেন, সেইটা হইল , ” ১১. বিভিন্ন ওয়েবসাইট থেকে ভাইরাস ডাউনলোড করা, তারপর তা নিজের পিসিতে লালন পালন করা।”

ভালো লিখেছেন ।

Level 0

poramorsher jonno dhonnbad.. aro chai