আপনার এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি। যারা জানেন না তাদের জন্য।

আমার অনেকেই নকিয়ার বিভিন্ন মডেলের ফোন দিয়ে পিসিতে নেট ইউস করি যে খানে আমাদের পিসি সুইট নামক একটা সফটওয়ার দরকার হয় কিন্তু এখন স্মারট ফোনের যুগ যার মধ্যে অ্যানড্রোয়েডের চালিত সেট গুলো অন্যতম। দামে কম হওয়া আমরা অনেকেই অ্যানড্রোয়েডের চালিত সেট ব্যবহার করি। ওনেক কোম্পানীই তাদের সেটের সাথে ড্রাইভার দেয় না ফলে আমরা ড্রাইভারের অভাবে ওনেকেই সেট দিয়ে পিসিতে নেট ব্যবহার করতে পারি না। তাই আমি আজ দেখাবো কি ভাবে এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করা যায় তার পদ্ধতি।
যা যা লাগবে।
1. 1টি এ্যানড্রোয়েড ডিভাইস
2. ডাটা ক্যবল
3. নেটি এ্যাকটিভেটেড সিম যে কোন অপারেটর
4. পিসি
এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি।
1. USB Debugging Mode অন করুন। USB Debugging Mode অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন।
Home/App drawer>Settings>Applications>Development> USB Debugging (Select) [USB Debugging এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।]
2. মোবাইলের ডাটা কানকশন অরথাত সেটের নেট কানেকশন অন করুন (যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন) মোবাইলের নেট কানকশন অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন
Home/App drawer>Settings>SIM Management>Data Connection>Select SIM [যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন।]
3. আপনার ডিভাইসকে ডাটা ক্যবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন।
4. USB Tethering অন করুন, অন করতে নিচের কমান্ড প্রয়োগ করুন।
Home/App drawer>Settings>Wireless & Networks>Tethering & portable hotspot>USB tethering (Select) [USB tethering এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।
5. কিছুক্ষন অপেক্ষা করুন (30 সে.) আপনার পিসি এখন নেট ব্যবহারের জন্য প্রস্তুত। আপনি এখন নেট ব্যবহার করতে পারবেন আপনার পিসি থেকেই।

Level 0

আমি samiul islam imran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a student.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই W25 এ কাজ করেনা।
device driver not installed successfully দেখায়

Imran Vai,Apnar Data Cable Thik Ache Kina Dekhun.Apnar Phon e Net Active Thakte Hobe,Jodi 2tai Thik Thake Tobe Phon Ti Re-start Die Abar Setting Kore Dekhte Paren.Thank,s

ভাই আমি একটু সাহায্য চাচ্ছি সবার কাছে । আমি কয়েক দিন আগে আমার সিম্পফনি w 10 রুট করেছি। রুট করার পর আমি আমার Sd মেমোরি কার্ডরে ৫১২মেগাবাইটকে ইন্টারাল মেমোরি করে সেট করি টেকটিউন এর টিউন দেখে। আমি সফল্ভাবে কাজ করতে পেরেছি । কিন্তু সমস্যা হলো আমি ত যেকোন এপ্পেস ইন্সটল দিলে আমার ইন্টারালের Sd কার্ডে ত সব জাগায় নেয় না । কিছু দেখি আমার অরজিনাল ইন্টারাল মেমোরিতে জাগায় নেয়। আমার ইন্টারাল মেমোরিতে সম্পুর্ণ জাগায় হল ১৭০ মেগাবাইট আর খালি আছে মাএ ১০মেগাবাইট । প্লিস আমি চাচ্ছি আমার Sd কার্ডে সব ফাইল যেন ফাইল সেটাপ দিতে পারি কিন্ত জাগায় না থাকার কারনে কিছু করতে পারি না । পিস সমাধান দিবেন আশা করি। অনেক কথা বলে ফেললাম দু:খিত।

Level 0

samiul islam imran ভাই কাজ হইছে। অনেক ধন্যবাদ

Level 0

when i going to select “USB tethering (Select) [USB tethering এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।”then showing off mode and saying its useing stores media, that means i hv to connect as USB data port and that is posible when i install driver and without driver data port not opening as a result i need driver. i didn’t get driver for symphony w100. is any body help me to get exact driver. thanks

Level 0

সপ্নীল সাগর. ভাই আপনি link 2 sd সেটিং ঠিক করেন। অথবা আমাকে ফোন দেন। 01719472497

আমি এখানে কমেন্টকৃত সকল টিউনার ও টিটি এর মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি।
এটি একটি কপি পেষ্ট টিউন, এই বিষয়ে ঠিক একই শিরোনামে টিটিতে সর্বপ্রথম আমি টিউন করি 26.02.2013 তারিখ যেখানে 80 টি কমেন্ট পড়েছে ও টিউনটি 4811 বার দেখা হয়েছে। এই হল সেই টিউনের লিংক https://www.techtunes.io/android/tune-id/189307

আমার ব্লগে লেখা আছে যে বিনা অনুমতিতে আমার কোন টিউন কপি করা যাবে না। কিন্তু সে করছে হুবহু সকল লেখা কপি করে সে এই টিউনটি করেছে। সে কি টিটি এর কোন নিয়ম অমান্য করে নি।
সন্মানিত মাডারেটরদের কাছে এই টিউনারের ব্যান দাবি করছি ও এই টিউনটি মুছে ফেলার অনুরোধ করছি।

আপনার কি সামান্য পরিমান লজ্জা নেই যে অন্য একজনের লেখা কপি করে টিউন করেন। পারলে নিজে কিছু শিখে সবার সাথে শেয়ার করেন। যদি পারেন নতুন কিছু সবাইকে জানান. অন্যের লেখা চুরি করে সুনাম নেওয়ার কোন মানে নেই।

Level 0

dhur mia kajkore na sym. w30 te.
sob thikmoto koreou hoi na

আমি একজন সাধারন একজন টিউনার তেমন বেশি কিছু জানি না কিন্তু যা জানি তা আপানাদের সাথে শেয়ার করি কিন্তু তাও যদি চুরি করে কেও কপি পেষ্ট করে নিজের নামে চালিয়ে দেয় তবে…………………………

আমার লেখার লিংক যা কপি করে এই টিউনটে করেছে সকলকে একটু দেখার অনুরোধ রইল।

পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের লাজ শরম একটু কম এই টিউনারও তেমন একজন তানা হলে আমার এই টিউন https://www.techtunes.io/android/tune-id/189307
সে কিভাবে হুবহু কপি পেষ্ট করে। সামান্য কৃতজ্ঞতাবোধও নাই। মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি।

Level 0

গতি কম।

চোরটা ধরা খাইছে কোন মন্তব্য করছে না।

VY AMAR SAMSUNG GALAXY S2 AGE EIVABE KORTAM BUT UPDATE KORAR POR HOE NA??
AKHON KO KORBO AKTU DEKHBEN?????

Huawei G510-0200 Ki vabe root korbo pls janaben kew