আসুন দেখি আরো কিছু টিপস

কম্পিউটারে C:\ ড্রাইভে ফাঁকা জায়গার পরিমাণ বাড়ান

সহজেই কম্পিউটারের C:\ ড্রাইভের ফাঁকা জায়গা অনেকখানি বাড়ানো যায়। আর এরজন্য প্রথমে C:\ ড্রাইভের উপর ডান বাটন রেখে Properties-এ ক্লিক করতে হবে। এখন Disk Clean Up-এ ক্লিক করতে হবে। এবার নতুন যে উইন্ডো আসবে সেটির প্রত্যেকটি চেক বক্সে টিক চিহ্ন দিয়ে Ok করে দিতে হবে এবং তারপর My Computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যেতে হবে। এখান থেকে System Restore-এ ক্লিক করে Turn Off System Restore On All Drives-এ টিক চিহ্ন দিয়ে Ok-তে ক্লিক করতে হবে। তারপর নতুন একটি উইন্ডো আসবে যেটিতে Yes ক্লিক করলেই দেখা যাবে কম্পিউটারে ফাঁকা জায়গার পরিমাণ অনেক বেড়ে গেছে।

স্ক্রীন সেভার বন্ধ করা

মাঝে মাঝেই কাজ করতে করতে কোন কারণে কিছুক্ষণের জন্য কম্পিউটারে হাত না দিলে কম্পিউটারের প্রোগাম চলে গিয়ে সেখানে স্ক্রীন সেভার চলে আসে। আবার মাউস সামান্য নাড়ালেই মনিটরে প্রোগামটি ফিরে আসে। তবে আমরা নিচের নিয়ম অনুযায়ী কাজ করলে প্রোগাম আর চলে যাবে না।

প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে properties-এ যেতে হবে। তারপর সেখান থেকে screen saver/power/power schemes/turn off monitor/never-এ যেতে হবে। এবার apply দিয়ে ok করতে হবে।

অপ্রয়োজনীয় প্রোগাম সরিয়ে ফেলুন

প্রায়ই কম্পিউটারে একসংগে অনেকগুলো ফাইল চালানো থাকে। এতে  কম্পিউটারের গতি অনেক ধীর হয়ে আসে। এ পর্যায়ে কম্পিউটারে কি কি প্রোগাম চালু আছে তা জানতে Start থেকে Run-এ গিয়ে cmd লিখে কমান্ড খুলে tasklist লিখে Enter  চাপলে যেসব প্রোগাম চালু আছে তার একটা তালিকা পাওয়া যাবে। এখান থেকে কোনো অপ্রয়োজনীয় প্রোগাম বাদ দিতে চাইলে কমান্ড খুলে taskkill/im programname.exe/f লিখে Enter চাপতে হবে। এখানে programname.exe-এর জায়গায় ওই প্রোগামটির নাম হুবুহু লিখলে ওই প্রোগামটি বাদ হয়ে যাবে।

বাড়িয়ে নিন ভার্চুয়াল মেমোরি

র‌্যাম কম থাকলে কম্পিউটার তো ধীর গতির হয়ে যায়ই, সাথে সাথে একাধিক প্রোগাম একসাথে চালালে প্রায়ই কম্পিউটার হ্যাং করে। আর ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে এ সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। তাই উইন্ডোজে ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My Computer-এ  ক্লিক করে Properties-এ যেতে হবে। তারপর Advance-এ ক্লিক করে Performance-এর Settings-এ যেতে হবে। এখান থেকে আবার Advance-এ ক্লিক করে Change-এ যেতে হবে। এখন নতুন উইন্ডো এলে সেটির Initial Size-এ কম্পিউটারের র‌্যামের সাইজের দ্বিগুণ এবং Maximum Size-এ র‌্যামের সাইজের চারগুণ লিখে Set-এ ক্লিক করে OK করে বের হয়ে আসতে হবে।

এ্যারোর (বিরক্তিকর) রিপোর্ট বন্ধ করার উপায়

মাঝে মাঝেই আমাদের কম্পিউটারে নানা কারণে বিভিন্ন সময় send error report to Microsoft-এই মেসেজ আসে, যা খুবই বিরক্তিকর। আমরা যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করি, তারা সবাই কম-বেশি এ সমস্যার সাথে পরিচিত। অবশ্য এ সমস্যা থেকে বাচাঁর উপায়ও আছে। আর এজন্য প্রথমে My Computer থেকে Properties-এ যেতে হবে। সেখান থেকে Advance-এ ক্লিক করে Error Reporting-এ ক্লিক করতে হবে। তারপর Disable error reporting নির্বাচন করলে কম্পিউটার থেকে এ্যারোর রিপোর্টিং দেখানো বন্ধ হয়ে যাবে এবং আমরা বেচেঁ যাবো Error Reporting এর এ বিরক্তিকর সমস্যা থেকে।

(সংগৃহীত)

Level 3

আমি ফাহিম আহ্‌মেদ। Manager, Transcom Electronics Ltd., Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ফাহিম আহ্‌মেদ। ভাল লাগে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে, গান শুনতে আর প্রচুর বই পড়তে। আমি মুক্ত মনের স্বাধীন মানুষ হতে চাই, চাই লেখার স্বাধীনতা। স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্নের মাঝেই আমি বাস্তবতার খোঁজ করি। স্বপ্নের রঙ্গিন ভেলায় ভেসে, আমি সত্য জগতে পাড়ি জমাতে চাই। চাই স্বপ্নীল আলোতে নিজেকে উদ্ভাসিত করতে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১। এটা শুধু c এর ক্ষেত্রে না এটা সব ড্রাইভের ক্ষেত্রেই প্রযোজ্য।
২। screen saver বন্ধ করার জন্য screen saver এ none এ দিলেই হয়।
৩। এইটার সব ফাইল সরিয়ে নিলে কম্পিউটারের অনেক সমস্যা হয়। আর এইটা task manager চালু করেও দেখা যায়।
তারপরো সুন্দর টিউনের জন্য আপনাকে ধন্যবাদ

আজ এ টিউনটা পোস্ট করতে অনেক কষ্ট করতে হলো। পুরো টিউন লিখতে লাগলো ১০ মিনিট, অথচ পোস্ট করতে লাগলো ৩ ঘন্টা! কারণ –
১. বিদ্যুতের সমস্যা তো অবশ্যই,
২. কেন জানি, যখনি পোস্টটিতে ছবি প্রকাশ করছিলাম, তখনি পুরো পোস্টটি মুছে যাচ্ছিল। শেষ পর্যন্ত ছবি ছাড়াই পোস্টটি প্রকাশ করলাম। এ জন্য আমি দুঃখিত।

হুম ভাল

চিনেছেন নিশ্চয় ,আজ আর প্রশ্ন করব না , আশা করি আপনার রাতের ঘুম ভাল হবে ।
টিউনের জন্য ধন্যবাদ।

    ধন্যবাদ, ধন্যবাদ…… প্রশ্ন করলে সমস্যা নেই, যতটুকু সম্ভব (আমি যদি জানি) উত্তর দেওযার চেষ্টা করবো। তবে একবারে এতগুলো করে নয়! একটা একটা অথবা দুইটা দুইটা করে করবেন। তানাহলে একবারে এতো প্রশ্ন দেখে উত্তর দেওয়ার জন্য কতোখানি বাংলা লিখতে হবে এবং এতগুলো প্রশ্নের উত্তর সুন্দরভাবে সাজিয়ে কিভাবে লিখবো তা ভেবেই ঘাবরিয়ে যাই। আবারও ধন্যবাদ মন্তব্যের জন্য।
    বিশেষ দ্রষ্টব্যঃ “বিদ্যুতের জ্বালায় আর কেমনে ঘুমাইরে ভাই”।

Level 0

ধন্যবাদ

Level 0

প্রিয় বন্ধু, আপনার টিউন খুবই খুবই সুন্দর হয়েছে…. আপনার পদ্ধতি মোতাবেক কাজ করে আমি আমার কম্পিউটারের স্পীড একটু বৃ্দ্ধি করে নিতে পারবো……আপনার টিউন কাজের টিউন..শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ….