মাত্র একদিনেই হয়ে যান উইন্ডোজের বস

আজ অনেকদিন পর টিউন করতে বসলাম। ইদানিং পড়ালেখার এত চাপ যে টিউন করার সময় হয়ে উঠে না। যাই হোক আজে বাজে কথা বাদ দিয়ে এবার কাজের কথায় আসি। আমার ‍অনেকদিনের ইচ্ছা আমি উইন্ডোজের চীট শীট গুলোকে একত্রিত করব। আর আজকের আমার এই টিউনের মধ্য দিয়ে সেই ইচ্ছা পূরণ হল। এই টিউনে আপনি পাবেন Windows 7, Windows Vista, Windows XP, Windows 2000 এর Cheat Sheets এবং  বোনাস হিসেবে পাবেন  Command Line এর Cheat Sheets। এই চীট শীটগুলোর ভিতরে রয়েছে shortcuts, commands, hotkeys ইত্যাদি। তো আর দেরি কেন? এখনই চীটশীটগুলো ডাউনলোড করে নিন। আর হয়ে যান উইন্ডোজের বস। আর কোন সমস্যায় পড়লে মন্তব্যের মাধ্যমে আমাকে জানান।

Windows XP Cheat Sheets

Services cheat sheet
Shortcuts cheat sheet

Windows 7 Cheat Sheets


Cheat Sheet by Webjawns
Hotkey Cheat sheet by radicaldevelopment

Windows Vista Cheat Sheets

Cheat sheet by customguide

Windows 2000 Cheat Sheets

Error Cheatsheet
Shortcuts Cheatsheet

Command Line Cheat Sheets

XP Command Line Sheet
Command Shell Overview by Microsoft

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জিনিসটা দারুন। তবে বাংলা তরজমা পাওয়া গেলে আরো ভাল হত।

    ভাই বাংলায় তরজমা লিখতে গেলে টিউনটা আর কোনদিনই পাবলিশ করা হত না। কারণ আমাদের দেশের বিদ্যুতের যে বেহাল অবস্থা……থাক আর নাই বললাম।

    নিচের স্টেপ try করে দেখতে পারেন

    start —> run —> hh ntcmds.chm –>(press enter)

    এইটা windows xp এর একটা টিউটোরিয়াল বই (a to z command line reference book)

খুবই ভালো টিউন

আমি ভেবেছিলাম একটা ডাউনলোড করব,মানে Shortcuts cheat sheet । এটাতে খুব ভালভাবে এবং খুব সহজ ভাবে বিষয় গুলো উপস্তাপন করা হয়েছে । তারপর Services cheat sheet ও ডাউনলোড করে ফেললাম। ধন্যবাদ আপনাকে।

কোয়ালিটি টিউন……….. ধন্যবাদ।
তোমার টিউন তো খুবই ভাল হয় কিন্তু টিউন এত কম কেন?

    ধন্যবাদ শাকিল ভাই। ভাই সি প্রোগ্রামিং নিয়ে একটু ব্যস্ত আছি। তাই আজকাল টিউন করার সময় পাই না। তবে টিউনের সংখ্যা বাড়ানোর চেষ্টা করব।

Level 0

nice tune……….

thnx

ভাই কাজের জিনিস। তবে বাংলা হলে ভাল হত।

    ভাই আমিও তো বুঝি বাংলা হলে ভালো হত। কামরুল কক্স ভাইকে যে বক্তব্য দিয়েছি সেই একই বক্তব্য আপনার জন্যও।

ধন্য ধন্য।

ভাইয়া খুব একটা বুঝলাম না। একটু বুঝিয়ে বলেন তো