আমরা সবাই ফিল্ম বা মুভি দেখতে পছন্দ করি, অনেকে বাংলা কেউ কেউ হিন্দি বা কেউ কেউ ইংরেজি মুভি দেখতে পছন্দ করি। ইংরেজি মুভি দেখতে গেলে অনেক সময় অ্যাক্সেন্ট আলাদা আলাদা হওয়ার জন্য কথা বুঝতে পারি না। অনেক ইংরেজি মুভিতে সাবটাইটেল থাকে, সেটা পড়ে আমরা বোঝার চেষ্টা করি। কিন্তু অনেক সময় জটিল ইংরেজি থাকলে বুঝতে পারি না, বা অনেক সময় বাচ্চারা মুভি দেখলে তারাও অত তাড়াতাড়ি ইংরেজি পড়ে মানে বুঝতে পারে না। আর মুভি দেখার সময় কথার মানে না বুঝতে পারলে মুভি দেখার আনন্দটাই মাটি। এমন যদি হত ওই সাবটাইটেল বাংলায় করা যেত তাহলে কত ভালই না হত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজেরাই যেকোনো মুভির জন্য বাংলা সাবটাইটেল বানাতে পারবেন। এটি বানানো খুব সহজ, যেরকমভাবে বলছি সেরকম ভাবে পরপর স্টেপগুলো ফলো করুন খুব সহজেই পারবেন।
১* প্রথমে যেকোনো একটা মুভি সিলেক্ট করুন যেটার সাবটাইটেল আপনি বাংলায় বানাতে চান। আমি আমার একটা প্রিয় মুভি Arround The World in 80 Days এর বাংলা সাবটাইটেল বানিয়ে দেখাব। আপনি এই মুভিটিকে নির্দিষ্ট একটি ফোল্ডারে রাখুন। (আমি ডেক্সটপে New Folder করে তাতে রাখলাম)।
২* এবার মুভিটির নামের সাথে 1 cd লিখে গুগুল সার্চ করুন। সবচেয়ে উপরে যে সাইটের অপশন আসবে সেই সাইট থেকে সাবটাইটেল ডাউনলোড করুন। এটি ZIP বা RAR folder হিসাবে ডাউনলোড হবে।
৩* যে ZIP বা RAR folder টি ডাউনলোড হবে সেটি ওপেন করুন, সেখানের Text File টি কপি করুন ও আপনি যেই ফোল্ডারে মুভিটি রেখেছেন সেখানে Text File টি পেস্ট করুন।
৪* Text file টি ওপেন করুন Ctrl+A প্রেস করে অল সিলেক্ট করুন এবং Ctrl+C প্রেস করে কপি করুন।
৫* এবার Translate.google.com এ যান। ইংলিশ টু বেঙ্গলি সিলেক্ট করুন। এবং ওখানে Ctrl+V প্রেস করে Text file এর লেখা গুলি পেস্ট করুন। Translate বাটনে প্রেস করে Translate করে নিন। এবার Translate হওয়া অংশ টি কপি করুন। এবার ওই ডাউনলোড হওয়া Text file এ যান, ওখানে সব লেখা গুলি আগে ডিলিট করুন এবং তারপর Translate হওয়া অংশটি পেস্ট করুন।
৬* এবার Edit menu তে যান। Replece অপশনে যান। " Find what :" এই অপশনে দিন -> এই চিহ্ন দুটি অর্থাৎ একটা - (হাইফেন বা বিয়োগ চিহ্ন) এবং একটি > (গ্রেটারদেন চিহ্ন)। এবার " Replace with :" এই অপশনে দিন --> অর্থাৎ দুটি -- (হাইফেন বা বিয়োগ চিহ্ন) এবং একটি > (গ্রেটারদেন চিহ্ন)। এবার Replace all প্রেস করুন।
৭* এবার Save as এ যান। Save অপশনের পাশে দেখবেন Encoding অপশন আছে, ওখানে Unicode সিলেক্ট করুন। এবার সেভ করে বেরিয়ে আসুন। এখন এই Text file কে Rename করে আপনার মুভির যা নাম আছে তাই দিন, মানে মুভি এবং ওই Text file নাম যেন একই থাকে। এবার মুভি প্লে করে দেখুন বাংলা সাবটাইটেল এসে গেছে। যদি নাও এসে থাকে ঘাবড়াবার কিছু নেই। মুভি প্লে করে Load Subtitle অপশনে গিয়ে এই Text file টিকে দেখিয়ে দিন কাজ হয়ে যাবে।
আশা করছি ভালোভাবে বোঝাতে পেরেছি, ভিডিও টিউটোরিয়ালের দরকার হবে না। তবুও যদি কেউ দেখতে চান এখান থেকে ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারবেন (HD quality)। যদি কারো সাবটাইটেল সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে আমাকে ফেসবুকে জানান, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। পোস্টটি প্রথমে এখানে প্রকাশ করা হয়েছে।
আমি jiko। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিপুল এই প্রযুক্তির কতোটুকুই জানি? যতটুকুই বা জানি তা সবার সাথে শেয়ার করতে চাই।
valo tobe google translator er je trnslation ase tar cheye eng subtitle a movie dekha e valo