আসসালামু আলাইকুম। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি সম্মানীত পাঠক-পাঠিকাদের কাছে। কারণ এই পোষ্টটা অলরেডি আতিকুর রহমান ভাই করেছেন। তবে উনি দেখিয়েছেন সফটওয়্যারের মা্ধ্যমে আর আমারটা সফটওয়্যার ছাড়া। আসুন আমরা নিজে শিখি এবং অন্যকে শিখাই।
কম্পিউটার Administrator ইচ্ছা করলে Registry Editor এর মাধ্যমে কম্পিউটারে USB (Universal Serial Bus) ব্যবহার বন্ধ রাখতে পারেন। এ ব্যবস্থায় যে কোন ইউজার কম্পিউটারের সাথে USB লাগালেও USB ড্রাইভ দেখা যাবে না।
Note: Start মেনুতে ক্লিক করে Run অপশনে ক্লিক করুন। অথবা কীর্বোড থেকে Window কী চেপে ধরে R প্রেস করুন। ফলে Run নামে একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। উক্ত ডায়ালগ বক্সের মধ্যে regedit টাইপ করে OK ক্লিক করুন। ফলে Registry Editor নামে একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। উক্ত ডায়ালগ বক্সের মধ্যে HKEY_LOCAL_MACHINE ফোল্ডারের উপর ডাবল ক্লিক করুন। ফলে কতিপয় ফোল্ডার প্রদর্শিত হবে এবং তারমধ্যে System ফোল্ডারের উপর ডাবল ক্লিক করুন। ফলে কতিপয় ফোল্ডার প্রদর্শিত হবে। অতঃপর CurrentControlSet ফোল্ডারের উপর ডাবল ক্লিক করুন। ফলে কতিপয় ফোল্ডার প্রদর্শিত হবে এবং তারমধ্যে Services ফোল্ডারের উপর ডাবল ক্লিক করুন। ফলে কতিপয় ফোল্ডার প্রদর্শিত হবে। অতঃপর USBSTOR ফোল্ডারের উপর ক্লিক করুন। এখন লক্ষ্য করুন ডান পাশে কিছু অপশন প্রদর্শিত হবে এবং তারমেধ্যে Start ফোল্ডারের উপর রাইট ক্লিক করে Modify অপশনে ক্লিক করুন। এখন Edit DWORD Value নামে একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হবে এবং তারমধ্যে Value data এর টেকস্ট বক্সের মধ্যে ভ্যালিউ তিন (3) সিলেক্ট অবস্থায় প্রদর্শিত হবে। এখন উক্ত ভ্যালিউ তিন (3) মুছে দিয়ে চার (4) টাইপ করে Ok ক্লিক করুন। অতঃপর Registry Editor ডায়ালগ বক্স Close করে কম্পিউটার Restart করুন। আপনার কাজ শেষ।
এখন পরীক্ষা করার জন্য আপনার পিসির সাথে ইউ এসবির সংযোগ দিয়ে দেখুন। ইউ এসবি দেখা যাবে না।
--------------------*********************************---------------------------
নোটঃ ইউ এসবি প্রদরশন করার জন্য Edit DWORD Value ডায়ালগ বক্সের ভ্যালিউ চার মুছে দিয়ে তিন টাইপ করে Ok ক্লিক করুন। অতঃপর কম্পিউটার Restart করুন।
উপরোক্ত কাজটি করে উপকৃত হলে একবার আলহামদুলিল্লাহ বলবেন। তাহলে আমি আমার প্ররিশ্রমের পারিশ্রমিক পেয়ে যাবো।
ধন্যবাদ সাবাইকে।
আমি কবিরুল ইসলাম। , Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।