আসসালামুয়ালাইকুম।
ব্বন্ধুরা সবাই কেমন আছেন?
আমি আপনাদের দোওয়াই ভালো আছি।
আজকে আমি আপনাদের জন্যে HP পিন্টার এ CISS (Continuous Ink Supply system) নিয়ে আলোচনা করব।
CISS নিয়ে এর আগে অনেক টিউন হয়েছে যেমন “নেট মাস্টার” ভাই এর মেগা টিউন।
নেট মাস্টার ভাই একটা বস।আমি হয়ত নেট মাস্টার ভাই/অভিজ্ঞ টিউনার ভাইদের মত গুছিয়ে বলতে পারব না তবে যা জানি বলার চেস্টা করব ইনশিআল্লাহ।শুরুতেই বলছি কোন ভুল হলে নিজ গুনে ক্ষমা করবেন।আর ভুল গুলো ধরিয়ে দিলে খুশি থাকব।
আপনারা যারা Epaon/Canon এ CISS ব্যবহার করছেন তারা খুব সুখেই বগল বাজিয়ে ছবি,ডকুমেন্ট,অন্যান্য কিছু প্রিন্ট আর প্রিন্ট করছেন তা দেখে আমার ও খুব সখ হলো তাই নিজেরটাতে প্রয়োগ করলাম,এবং কিছুটা সফল হলাম।
সখ বলেও কথা নয় বার বার কালি রিফিল করতে করতে জান ঝালা পালা হয়ে গেছে,
আর তাই কি শুধু কালি রিফিল করতে গিয়ে হাতে পায়ে মুখে কালি লেগে একাকার।
একবার তো কাট্রিজ এ কালি রিফিল করতে ছিরিঞ্জে কালি নিয়ে কালি দিচ্ছি কালি আর ঢুকে না ছিরিঞ্জ জ্যাম হয়ে ছিলো, তো খুব জোরে চাপ দেওয়াতে কালি ছুটে গিয়ে চোখ মুখ গেঞ্জি প্যান্ট কালিতে একাকার।
হা হা হা হা… কি বন্ধুরা হাসতেছেন?
আপনাদের বেলাই বুঝি এমন হয় নাই????দোয়া করি, না হোয়াই ভালো।
তো বন্ধুরা শুরু করা যাক।
আমি + আমার এক ফ্রেন্ড “মুন” ওর HP deskjet 1650 পিন্টার এ CISS করেছিলো।
তার কারটিজ hp60 মডেল।
আর আমার টা HP 61 মডেল।আমি HP deskjet 1000 এবং HP deskjet 1050 all in one পিন্টার ব্যবহার করছি।
HP deskjet 1000 এ বারবার রিফিল করে প্রিন্ট করতাম একটু ঝামেলা হোতো এই Black কারটিজে ৭ মিলি কালি ভরলে ৫০০ পেজ এর মত প্রিন্ট হোতো,আবার Color কারটিজে ৩+৩+৩ মিলি কালি ভরলে ২৫০ পেজ এর মত প্রিন্ট করা যেত,আর এই কালি রিফিল করা আমার কাছে ঝামেলা,আমার অনেক বেশি প্রিন্ট করা লাগে তাই এমন সিস্টেম খুজছিলাম।
বন্ধুরা যারা HP কিনেছেন তাদের বলছি,যারা HP দিয়ে অনেক বেশি প্রিন্ট করবেন তারাই CISS করবেন,কারন HP পিন্টারে খুব ভালো CISS করা যাই না কারন HP এর কারটিজের হেড এর ছিদ্র গুলো বড় তাই কালি চুইয়ে পড়ার সম্ভাবনা থাকে তবে সব গুলোতেই এমন হই না।
ভয় পাবেন না CISS করে যদি সন্তুস্ট ণা হন তবে CISS সিস্টেম বাদ দিবেন,শুধু কারটীজ় থেকে পাইপের লাইন খুলে দিলেই হবে।
কারটিজ নস্ট হবার ভই নেই।
এখন যারা HP পিন্টার কিনেছেন তাদের সাধারন্ত 61 কারটিজ থাকে।তাই প্রব্লেম না হ আরই কথা।
আচ্ছা যাই হোক……
➡ আমি এ গুলোর ছবি নিচে দিলাম
➡ এবার পিন্টার থেকে কারটিজ দুইটা খুলে নিই,এরপর কারটিজ এর উপরের লেভেলটা আস্তে করে তুলে নিই। নিচের ছবির মত করে।
➡ এরপর ভ্রমর দিয়ে Black কারটিজের বামের উপরের ছিদ্রটা ভ্রমরের মাপে ছিদ্র করি। নিচের ছবির মত করে।
Black কারটিজের কাজ শেষ।
➡ এরপর Color কারটিজের উপরের লেভেল্ তুলে তীর এর জাইগাই ভ্রমর দিয়ে ছিদ্র করি। নিচের ছবির মত করে…
➡ এরপর ভ্রমর দিয়ে করা ছিদ্র গুলো ফাকা রেখে বাকি ছিদ্র গুলো মোম আঠা দিয়ে বন্ধ করে দিই।
➡ মোম আঠা মোমবাতিতে ধরেই নরম হবে আর তখনিই ছিদ্রে লাগিয়ে দিতে হবে। নিচের ছবির মত করে…
➡ এবার পাইপের ডান এর পাইপ এবং ডান থেকে বামের দিকের তিন নাম্বারটা সমান রেখে বামের প্রথমটা এবং বাম থেকে তিন নাম্বারটা কেটে নিই।
➡ এবার মোটামুটি কাজ শেষ, পাইপ গুলো কারটিজে ঢুকালেই হবে।
➡ ডান দিকের প্রথম পাইপ Black কারটিজে এবং Color কারটিজের পাইপ গুলো একটু সাবধানে Color মেনেজমেন্ট সঠিক করে লাগাতে হবে।যদি একটু ভুল হয় তবে সঠিক কালার প্রিন্ট হবে না।
➡ আমার প্রথমে এমন ভুল হয়েছিলো, ইউটিউবের ভিডিও টিউটেরিয়াল দেখে কোন যাচাই বাচাই না করেই কালার এর পাইপ লাগিয়েছিলাম। পরে যাইহোক ঠিক করেছিলাম।তবে অনেক ভোগান্তি ভোগেছিলাম। তাই নিচের ছবই দাখে কালার সঠিক করে লাগাবেন।
➡ উপরের ছবিতে দেখতে পারছি যা একদম
উপরেরটাতে লাল
ডানেরটাতে নীল
এবং বামেরটাতে হলুদ
কালার লাগাইতে হবে।
➡ আমি আবার ও বলছি কালার মেনেজমেন্ট সঠিক করে করতে হবে।
➡ উপরের ছবিতেও যদি বুঝতে অসুবিধা হয় তবে আপনার কালার কারটিজে ভ্রমরটা আস্তে করে ঢুকিয়ে কারটিজের ভেতরের সপঞ্জটা স্পশ করান এবং একদম সাদা টিসুতে ভ্রমরটা লাগান,দেখবেন কী কালার আছে।
➡ এভাবে অপর দুইটাতে ভ্রমর ঢুকিয়ে কালার চিন্নিত করে পাইপ লাগান।
জানিনা বুঝাতে পারলাম কিনা?
তবে আশা করি আমার বুদ্ধিমান বন্ধুরা বুঝতে পারবেন।
➡ এবার নিচের ছবির মত করে পাইপটা উপরে কস্টেপ/ক্লিপ দিয়ে আটকিয়ে দিই,
➡ শক্ত ভাবে আটকানোর আগে কারটিজটাকে প্রথমে ইজি ভাবে ডানে এবং বামে সরিয়ে নিই যাতে করে প্রিন্ট করার সময় কারটিজ বাধা না পাই।
এবার ড্রামের ছোট ছিপি গুলো খুলে দিয়ে ধুমছে প্রিন্ট করতে থাকি।
[বিঃদ্রঃ আপনারা যারা HP injet 1000 প্রিন্টারে CISS করবেন তারা উপরের ঢাকনাটা খুলে নিয়ে কাজটা করলে ভালো হবে।]
http://www.4shared.com/office/MINC8Bsh/HP___CISS.html
কোন প্রব্লেম হলে আমায় কল করবেন
Mobile: +8801740590493
শুধু নামাজের টাইমে কল না করার অনুরোধ করছি,
আমাকে ফেসবুকে পেতে পারেন Maruf Cse
অথবা Whatsapp- 01714-744947
আমার আরো টিউন দেখতে
- চলুন নষ্ট মোবাইলের ব্যটারী দিয়ে টর্চ লাইট তৈরী করি মাএ ১৫ টাকায়
- খুব সহজেই Reset করুন Canon 2772/2770 ড্রাম/নরমাল প্রিন্টার আর প্রিন্টি প্রবলেম সমাধান করুন
- খুব সহজেই নস্ট Rice cooker ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই, মাত্র ২৫ টাকায়
- খুব সহজেই নস্ট হেড ফোনকে ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই,না দেখলে খুবই মিস করবেন
- লোডশেডিংও পূরোদমে পড়তে চান??? তা আবার নিজের বানানো লাইট দিয়ে,তাহলে তো টিউনটা দেখতেই হয়
- 1.5V বেটারি দিয়ে ছোট্ট টুনিমুনি লাইট বানাই মাত্র ২০ টাকাই (ইলেক্ট্রনিক্স প্রেমীরা এই দিকে আসুন)
- আসুন খুব সহজেই নিজের বায়োগ্রাফি এপস বানাই কোন রকম প্রোগরামিং জ্ঞান ছাড়াই এন্ড্রয়েড ফোনের জন্য
এবং ইমেইলেও আমাকে পাবেন [email protected]
আর আশা করব আমার টেকটিউনের বন্ধুরা টিউন দেখলে ভালো লাগলেও টিউমেন্ট করবেন না লাগলেও টিউমেন্ট করবেন।
আল্লাহ হাফেজ
আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
No I am not along i know one day You will be Back....
ভাই ধন্যবাদ চমৎকার টিউনটি করার জন্য ।
ভাই, আমার প্রিন্টার অনেক পুরনো । HP Deskjet F4180 All in One. দোকানে নিয়ে গিয়েছিলাম এটা করার জন্য কিন্তু তারা বললো Hp তে নাকি এটা করা যায় না । ভিতরে নাকি যথেষ্ট জায়গা নেই এটা করার জন্য । তাই আর করা হয়নি , পরে Canon এর প্রিন্টার কিনে করে নিছি । কিন্তু HP টা পরে আছে । অনেক ভাল প্রিন্টার HP .