HP যেকোন প্রিন্টারে CISS করুন আর ধুমছে যা ইচ্ছে তাই প্রিন্ট করুন মনের আনন্দে

আসসালামুয়ালাইকুম।

ব্বন্ধুরা সবাই কেমন আছেন?

আমি আপনাদের দোওয়াই ভালো আছি।

আজকে আমি আপনাদের জন্যে HP পিন্টার এ CISS (Continuous Ink Supply system) নিয়ে আলোচনা  করব।

CISS নিয়ে এর আগে অনেক টিউন হয়েছে যেমন “নেট মাস্টার” ভাই এর মেগা টিউন।

নেট মাস্টার  ভাই একটা বস।আমি হয়ত নেট মাস্টার  ভাই/অভিজ্ঞ টিউনার ভাইদের মত গুছিয়ে বলতে পারব না তবে যা জানি বলার চেস্টা করব ইনশিআল্লাহ।শুরুতেই বলছি কোন ভুল হলে নিজ গুনে  ক্ষমা করবেন।আর ভুল গুলো ধরিয়ে দিলে খুশি থাকব।

আপনারা যারা Epaon/Canon এ CISS ব্যবহার  করছেন তারা খুব সুখেই বগল বাজিয়ে ছবি,ডকুমেন্ট,অন্যান্য কিছু প্রিন্ট আর প্রিন্ট করছেন তা দেখে আমার ও খুব সখ হলো তাই  নিজেরটাতে প্রয়োগ করলাম,এবং কিছুটা সফল হলাম।

সখ বলেও কথা নয় বার বার কালি রিফিল করতে করতে জান ঝালা পালা হয়ে গেছে,

আর তাই কি শুধু কালি রিফিল করতে গিয়ে হাতে পায়ে মুখে কালি লেগে একাকার।

একবার তো কাট্রিজ এ কালি রিফিল করতে ছিরিঞ্জে কালি নিয়ে কালি দিচ্ছি কালি আর ঢুকে না ছিরিঞ্জ জ্যাম হয়ে ছিলো, তো খুব জোরে চাপ দেওয়াতে কালি ছুটে গিয়ে চোখ মুখ গেঞ্জি প্যান্ট কালিতে একাকার।

হা হা হা হা… কি বন্ধুরা হাসতেছেন?

আপনাদের বেলাই বুঝি এমন হয় নাই????দোয়া করি,  না হোয়াই ভালো।

তো বন্ধুরা শুরু করা যাক।

আমি + আমার এক ফ্রেন্ড “মুন” ওর HP deskjet 1650  পিন্টার এ CISS করেছিলো।

তার কারটিজ  hp60 মডেল।

আর আমার টা HP 61 মডেল।আমি HP deskjet 1000 এবং HP deskjet 1050 all in one পিন্টার ব্যবহার করছি।

HP deskjet 1000 এ বারবার রিফিল করে প্রিন্ট করতাম একটু ঝামেলা হোতো এই Black কারটিজে ৭ মিলি কালি ভরলে ৫০০ পেজ এর মত প্রিন্ট হোতো,আবার Color কারটিজে ৩+৩+৩ মিলি কালি ভরলে ২৫০ পেজ এর মত প্রিন্ট করা যেত,আর এই কালি রিফিল করা আমার কাছে ঝামেলা,আমার অনেক বেশি প্রিন্ট করা লাগে তাই এমন সিস্টেম খুজছিলাম।

বন্ধুরা যারা HP কিনেছেন তাদের বলছি,যারা HP দিয়ে অনেক বেশি প্রিন্ট করবেন তারাই CISS করবেন,কারন HP পিন্টারে খুব ভালো CISS  করা যাই না কারন HP এর কারটিজের হেড এর ছিদ্র গুলো বড় তাই কালি চুইয়ে পড়ার সম্ভাবনা থাকে তবে সব গুলোতেই এমন হই না।

ভয় পাবেন না CISS করে যদি সন্তুস্ট ণা হন তবে CISS সিস্টেম বাদ দিবেন,শুধু কারটীজ় থেকে পাইপের লাইন খুলে দিলেই হবে।

কারটিজ নস্ট হবার ভই নেই।

এখন যারা HP পিন্টার কিনেছেন তাদের সাধারন্ত 61 কারটিজ থাকে।তাই প্রব্লেম না হ আরই কথা।

আচ্ছা যাই হোক……

CISS করতে যা যা লাগবে

  • ১| কালি রাখা ড্রাম {এগুলো পুরনো কিনতে পারেন, যারা পিন্টার ড্রাম সিস্টেম করে দেই তাদের কাছে পুরনো  পাবেন,দাম ১০০-২০০ টাকা নিবে}
  • ২| কালি সহ ড্রাম কিনতে পাওয়া যাই নতুন দাম-৯০০টাকা থেকে ১১০০টাকা।{তবে আমি নতুন না কেনার কথা বলব কারন সেই ড্রামে খুবি নিম্ন মানের কালি দেওয়া থাকে এতে কারটিজের হেড এর প্রব্লেম হয়,
  • তাই Full Mark এর কালি দাম ও কম প্রিন্টও ভালো দেই।তাই যারা কারটিজ এ কালি রিফিল করে থাকেন তারা একটু দামি কালি ব্যবহার করাই ভাল।
  • ৩| ভ্রমর (ছিদ্র করা, স্টেশনারির দোকানে পাবেন দাম ৫-১৫ টাকা
  • ৪ | ক্লিপ / দামি কস্টেপ
  • ৫|  মোম আঠা (যা আগুনের কাছে গলে যাই, স্টেশনারির দোকানে মোম আঠা বললেই দেবে,আঠাটা দেখতে সাদা)

➡ আমি এ গুলোর ছবি নিচে দিলাম

➡ এবার পিন্টার থেকে কারটিজ দুইটা খুলে নিই,এরপর কারটিজ এর উপরের লেভেলটা আস্তে করে তুলে নিই। নিচের ছবির মত করে।

➡ এরপর ভ্রমর দিয়ে Black কারটিজের বামের উপরের ছিদ্রটা ভ্রমরের মাপে ছিদ্র করি। নিচের ছবির মত করে।

Black কারটিজের কাজ শেষ।

➡ এরপর Color কারটিজের উপরের লেভেল্ তুলে তীর এর জাইগাই ভ্রমর দিয়ে ছিদ্র করি। নিচের ছবির মত করে…

➡ এরপর ভ্রমর দিয়ে করা ছিদ্র গুলো ফাকা রেখে বাকি ছিদ্র গুলো মোম আঠা দিয়ে বন্ধ করে দিই।

➡ মোম আঠা মোমবাতিতে ধরেই নরম হবে আর তখনিই ছিদ্রে লাগিয়ে দিতে হবে। নিচের ছবির মত করে…

➡ এবার পাইপের ডান এর পাইপ এবং ডান থেকে বামের দিকের তিন নাম্বারটা সমান রেখে বামের প্রথমটা এবং বাম থেকে তিন নাম্বারটা কেটে নিই।

➡ এবার মোটামুটি কাজ শেষ, পাইপ গুলো কারটিজে ঢুকালেই হবে।

➡ ডান দিকের প্রথম পাইপ Black কারটিজে এবং Color কারটিজের পাইপ গুলো একটু সাবধানে Color মেনেজমেন্ট সঠিক করে লাগাতে হবে।যদি একটু ভুল হয় তবে সঠিক কালার প্রিন্ট হবে না।

➡ আমার প্রথমে এমন ভুল হয়েছিলো, ইউটিউবের ভিডিও টিউটেরিয়াল দেখে কোন যাচাই বাচাই না করেই কালার এর পাইপ লাগিয়েছিলাম। পরে যাইহোক ঠিক করেছিলাম।তবে অনেক ভোগান্তি ভোগেছিলাম। তাই নিচের ছবই দাখে কালার সঠিক করে লাগাবেন।

➡ উপরের ছবিতে দেখতে পারছি যা একদম

উপরেরটাতে     লাল

ডানেরটাতে      নীল

এবং বামেরটাতে  হলুদ

কালার লাগাইতে হবে।

➡ আমি আবার ও বলছি কালার মেনেজমেন্ট সঠিক করে করতে হবে।

➡ উপরের ছবিতেও যদি বুঝতে অসুবিধা হয় তবে আপনার কালার কারটিজে ভ্রমরটা আস্তে করে ঢুকিয়ে কারটিজের ভেতরের সপঞ্জটা স্পশ করান এবং একদম সাদা টিসুতে ভ্রমরটা লাগান,দেখবেন কী কালার আছে।

➡ এভাবে অপর দুইটাতে ভ্রমর ঢুকিয়ে কালার চিন্নিত করে পাইপ লাগান।

জানিনা বুঝাতে পারলাম কিনা?

তবে আশা করি আমার বুদ্ধিমান বন্ধুরা বুঝতে পারবেন।

➡ এবার নিচের ছবির মত করে পাইপটা উপরে কস্টেপ/ক্লিপ দিয়ে আটকিয়ে দিই,

➡ শক্ত ভাবে আটকানোর আগে কারটিজটাকে প্রথমে ইজি ভাবে ডানে এবং বামে সরিয়ে নিই যাতে করে প্রিন্ট করার সময় কারটিজ বাধা না পাই।

এবার ড্রামের ছোট ছিপি গুলো খুলে দিয়ে ধুমছে প্রিন্ট করতে থাকি।

[বিঃদ্রঃ আপনারা যারা HP injet 1000 প্রিন্টারে CISS করবেন তারা উপরের ঢাকনাটা খুলে নিয়ে কাজটা করলে ভালো হবে।]

 

Download  pdf  file

 
http://www.4shared.com/office/MINC8Bsh/HP___CISS.html

বন্ধুরা আজ এ খানেই শেষ করছি

 

কোন প্রব্লেম হলে আমায় কল করবেন

Mobile: +8801740590493

শুধু নামাজের টাইমে কল না করার অনুরোধ করছি,

আমাকে ফেসবুকে পেতে পারেন Maruf Cse

অথবা  Whatsapp- 01714-744947

আমার আরো টিউন দেখতে

  1. চলুন নষ্ট মোবাইলের ব্যটারী দিয়ে টর্চ লাইট তৈরী করি মাএ ১৫ টাকায়
  2. খুব সহজেই Reset করুন Canon 2772/2770 ড্রাম/নরমাল প্রিন্টার আর প্রিন্টি প্রবলেম সমাধান করুন
  3. খুব সহজেই নস্ট Rice cooker ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই, মাত্র ২৫ টাকায়
  4. খুব সহজেই নস্ট হেড ফোনকে ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই,না দেখলে খুবই মিস করবেন
  5. লোডশেডিংও পূরোদমে পড়তে চান??? তা আবার নিজের বানানো লাইট দিয়ে,তাহলে তো টিউনটা দেখতেই হয়
  6. 1.5V বেটারি দিয়ে ছোট্ট টুনিমুনি লাইট বানাই মাত্র ২০ টাকাই (ইলেক্ট্রনিক্স প্রেমীরা এই দিকে আসুন)
  7. আসুন খুব সহজেই নিজের বায়োগ্রাফি এপস বানাই কোন রকম প্রোগরামিং জ্ঞান ছাড়াই এন্ড্রয়েড ফোনের জন্য

এবং ইমেইলেও আমাকে পাবেন [email protected]

আর আশা করব আমার টেকটিউনের বন্ধুরা টিউন দেখলে ভালো লাগলেও টিউমেন্ট করবেন না লাগলেও টিউমেন্ট করবেন।

আল্লাহ হাফেজ

Level 0

আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

No I am not along i know one day You will be Back....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই ধন্যবাদ চমৎকার টিউনটি করার জন্য ।
ভাই, আমার প্রিন্টার অনেক পুরনো । HP Deskjet F4180 All in One. দোকানে নিয়ে গিয়েছিলাম এটা করার জন্য কিন্তু তারা বললো Hp তে নাকি এটা করা যায় না । ভিতরে নাকি যথেষ্ট জায়গা নেই এটা করার জন্য । তাই আর করা হয়নি , পরে Canon এর প্রিন্টার কিনে করে নিছি । কিন্তু HP টা পরে আছে । অনেক ভাল প্রিন্টার HP .

    Level 0

    @Repon13: ধন্যবাদ কমেন্ট করার জন্যে।
    হ্যা ভাই আপনি একটু চেস্টা করলেই পারবেন…

আমার এইচ পি ডি১৬৬০ ডেস্কজেট প্রিন্টার আছে । কিন্তু ক্যাট্রিজ গুলা নস্ট হয়ে গেছে । দুইটা ক্যাট্রিজ কিনতে গেলে তো ফতুর হইয়া যামু 🙁

আর আমার প্রিন্টার এ নিজে CISS ইন্সটল করতে পারমু ?
অসাধারন টিউন, ধন্যবাদ।

    Level 0

    @মোঃ নাজমুস সাকিব: আপনাকেও ধন্যবাদ।
    হ্যা ভাই পারবেন।
    আপনি HP এর China কারটিজ কিনতে পারেন।
    দাম ও কম।
    আমার জানা মতে পরিচিত দোকানদার হলে ৭০০ টাকা দুইটা ১৫০০ টাকা নিতে পারে।
    এইচ পি ডি১৬৬০ ডেস্কজেট প্রিন্টার এ আরো ভালো ভাবে করা যাই…

ভাই, টিউনটির জন্য অসংখ্য ধন্যবাদ, আমি HP Deskjet 1050 ব্যবহার করছি, এটাতে আমি অব্যশই CISS ইন্সটল করব ইনশাল্লাহ্।

    Level 0

    @শহিদুল: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
    ইনশাল্লাহ্ অব্যশই CISS ইন্সটল করবেন…।ফি আমানিল্লাহ

Level 0

আমি Canon PIXMA MP276 ব্যবহার করি। আমি আমার প্রিন্টারে CISS লাগাতে চাই। কোথায় করা যাবে কত খরচ হইতে পারে?

    Level 0

    @MAHFUZ: হ্যা ভাই করা যাবে।
    HP থেকে কেনন খুব ভালো CISS করা যাই। ধন্যবাদ।

Level 2

HP Deskjet 2050 All in One a ki CISS use korte parbo???
Apnar tune onek sundor hoise. Oneker upokar hobe. Thanks. 🙂

ভাই, আমার কাছে একটি HP Deskjet 1000 Printer আছে। আমি কি সেটাতে CISS লাগালে কাজ করবে? জানালে খুবই উপকার হবে। টিউন টির জন্য ধন্যবাদ। এ ধরনের টিউন অনেকের খুবই উপকারে আসে।

    Level 0

    @সারোয়ার: সারোয়ার ভাই অবশ্যই পারবেন ।
    কারন প্রথমে আমি আমার HP 1000 টাতেই করেছিলাম।
    আপনি এইটাতে করতে চাইলে উপরের ঢাকনাটা খুলে CISS করবেন।

DEll V313 Model ar printer a ki ciss kora zabay

    Level 0

    @Billal Boss: Billal Boss ভাই আমি DEll V313 Model সম্প্রকে তেমন কিছু জানি না,তবে এই টুকু বলতে পারি যে যে প্রিন্টারে INK রিফিল করা যাই সেইটাতে অবশ্যই করা যাবে।
    ধন্যবাদ।

dell a ink refill kora zay na — ink ar onak dam vai

আমার নতুন প্রিন্টার ২/৩ বারের বেশি প্রিন্ট করিনি। ফেলে রাকার কারনে এখন আর কার্টিজ কাজ করছে না। এটাকে কি CISS করা যাবে?

    Level 0

    @বাবু: ভাই কারটিজ কাজ না করলে কারটিজে ফুল ফিল ভাবে কালি রিফিল করেন এর পর টিসু পেপারে কারটিজের হেড ২০ মিনিট এর মত লাগিয়ে রেখে দিন।
    তার পর প্রিন্ট করুন।
    যদি এর পরও কাজ না হয় তবে কারটিজ এর মায়া না করে কারটিজের উপরের ঢাকনাটা খুলে পস্নটা প্রেট্টল দিয়ে পরিস্কার করুন।
    এর পর হেদ + সেন্সর থিনার দিয়ে পরিস্কার করুন।
    বিঃ দ্রঃ থিনার খুব খারাপ জিনিস তাই সাবধানে ব্যবহার করবেন।

    এত ঝামেলা না করে নতুন চাইনা কারটিজ কিনে নিয়ে সিস করতে পারেন।

      @Maruf CSE: ভাই আরেকটা বুদ্ধি আছে আগে আমরা যখন উইনসন কিংবা হিরো কলমগুলো ব্যবহার করতাম সেগুলোর নিব এ কালি জমে গেলে আমরা কুসুম গরম পানিতে কিছুক্ষণ চুবিয়ে রাখতাম। আর তাতেই কাজ হতো। আমি কয়েকবার হেড ক্লিন করার জন্য এই পদ্ধতি ব্যবহার করেছি। সফলও হয়েছি সমস্যা একটাই তা হলো বেশ কয়েকবার ভিজাতে হয়। একবার তো আমি পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম।

ভাই ৩-৪হাজার টাকার মধ্যে কি প্রিন্টার কিনলে ভালো হবে? ব্ল্যাক এন্ড হোয়াইট হলেই চলবে কালার লাগবে না।

    Level 0

    @এম.এইচ.রিয়াদ: এম.এইচ.রিয়াদ ভাই, ৩-৪ এর মধ্যে কেনন ২৭৭২ ড্রাম সহ পাওয়া যাচ্ছে ,
    এ ছাড়াও বাজেট একটু বাড়িয়ে ইপসন TX-121 all in one printer with drum সিস্টেম সহ পাবেন।
    দাম একটু বেশি ৮০০০টাকা।
    ওহ্যা কেনন প্রিন্টার কিনলে ফুল মারক এর কালি দিয়ে ড্রাম করে নিবেন…
    কেমন…।
    ভালো থাকবেন…।।

@RIYAD: EPSON TX-121

Level 0

I’ll try

Level 0

Thanks a lot

    Level 0

    @techno man: ধন্যবাদ কমেন্ট করার জন্যে।

Level 0

vaya ja kono tanki diya ciss kara jaba hpdeskjet 1000

Level 0

খুব কাজের একটী টিউন। ধন্যবাদ।

Level 0

vai, ami hpdeskjet 1000 printer ta niya PALTON computer market a alap korsilam. tara bollo hpdeskjet 1000 printer CISS korle naki kali dhore rahkete pare na.
akhon jodi kori tahole ki kono problem hobe……?
plz vai aktu janaben

চমৎকার টিউন! রিসেন্টলী এই পদ্ধতি অনুসারণ করে ক্যানন 2772 চালাচ্ছি! 😀
অসংখ্য ধন্যবাদ গুছিয়ে এবং সুন্দরভাবে উপস্থাপনের জন্য। অভিনন্দন এবং শুভকামনা। 🙂

    Level 0

    @নেট মাস্টার: আসসালামুওয়ালাইকুম ভাই।
    এ দেখছি নেট মাস্টার ভাই।
    ধন্যবাদ কমেন্ট করার জন্যে।
    আপনাকেও অভিনন্দন এবং শুভকামনা। 🙂

আমার এইচপি D1660 প্রিন্টার, দোকানে গিয়ে বললাম কালির বক্স দিতে। তারা বলল যে এইচপি এর বক্স করা যায় না। করলেও বেশী দিন টিকবে না। কথা কি সত্য?

    Level 0

    @মোঃ নাজমুস সাকিব: কথা পুরো পুরি সত্য না।
    তবে HP এর চেয়ে Canon বেসি ভালো করা যাই।
    তবে নিজের হাতে কাজ করার ভেতরে মজা আলাদা…
    তাই চেস্টা করে দেখতে পারেন…।

Level 0

eto sundor tune korar jonno apnake thanks…

    Level 0

    @Mooncse: আপনাকেও অভিনন্দন এবং শুভকামনা। 🙂

ভাই অসাধারণ একটা পোষ্ট দিলেন। গরিবের দোয়া পাইবেন…

@Maruf CSE আযথা printer নষ্ট করেন না।

বর্তমানে কম দামের মধ্যে ভাল প্রিন্টার কোনটা কিনব?
সাজেস্ট করেন প্লিজ৷ ৷৷৷

ভাই আমার hp photosmart 5510 all in one printer টা কি ciss করা যাবে? বললে উপকৃত হতাম।।

কাজের পোস্ট ভাই

ভাই,,আমি Epson Expression Home XP-330 এই প্রিন্টারটি কিনতে চাচ্ছি,,, এটা কেতমন হবে? এটাতে কি ciss করা যাবে?

অামি Canon ip 2772 ইউজ করছি। CISS করা। কিছুদিন থেকে cyan কালার টা অাসছে না। কালার অাছে। কিন্তু প্রিন্ট বা Maintaince চেক করলেও কালার অাসছে না।