আসসালামু আলাইকুম। সবাইকে আসন্ন ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমি 2010 সনে একটি কম্পিউটারে উইন্ডোজ ইন্স্টল করার সময় BIOS পাসওর্য়াড না জানার কারণে এক মহা বিপদের মধ্যে পড়েছিলাম। তখন ভিখারীর মতো গুগোলের কাছে হাত পেতে এই টিপসটা পেয়ে আমি আমার সমস্যার সমাধান করেছিলাম। এটা 100% পরীক্ষিত, আমি এই টিপসটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা রাখি আপনারা উপকৃত হবেন। কোন লাইক কিংবা কমেন্ড পাওয়ার জন্য নয়। আমার উদ্দেশ্য আমরা যেন প্রযুক্তির মাধ্যমে বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাড়াতে পারি।
Concept: কম্পিউটারের ডীফল্ট সেটিংস থাকে বায়োসে। অনেক ইউজার ডীফল্ট সেটিংসকে সুরক্ষিত রাখতে বায়োসে পাসওর্য়াড দিয়ে থাকেন। যদি কোন কম্পিউটারে BIOS পাসওর্য়াড দেয়া থাকে তবে উক্ত কম্পিউটারে নতুন উইন্ডোজ ইনস্টল করতে হলে BIOS পাসওর্য়াড দিয়ে উইন্ডোজ ইনস্টল করতে হবে। কিন্তু যদি BIOS পাসওর্য়াড জানা না থাকে? তাহার জন্য নির্দেশনা নিম্নরুপঃ-
Step: 1
Note: কম্পিউটার Shut down করে পাওয়ার ক্যাবল খুলে ফেলুন। অতঃপর কম্পিউটারের কভার খুলে মাদারর্বোড থেকে CMOS (সিমোচ) ব্যাটারী খুলে ফেলুন। পাচঁ/ছয় মিনিট অপেক্ষা করে আবার মাদারবোর্ডের যেখানে CMOS ব্যাটারী ছিল সেখানে স্থাপন করুন। অতঃপর পিসির সাথে Power Cable এর সংযোগ স্থাপন করে কম্পিউটার Start করুন। আশা করি আপনার কম্পিউটারের বায়োস Password মুছে যাবে। যদি কোন কারণে BIOS পাসওর্য়াড Delete না হয়। তবে দ্বিতীয় স্টেপ অনুযায়ী আপনার কম্পিউটারের বায়োস পাসওর্য়াড Delete করতে হবে।
Step: 2
Note: মাদারর্বোড থেকে জাম্বপার খূলে ফেলুন। লক্ষ্য করুন মাদারর্বোডের সিমোচ ব্যাটারীর পাশে কিংবা প্রসেসরের পাশে দুইটা অথবা তিনটা পিন আছে এবং উক্ত পিনের নিচে CLEAR, CLEAR CMOS, JCMOS1, CLR, CLRPWD, PASSWD, PASSWORD, PSWD অথবা PWD এর যে কোন একটি ওর্য়াড লেখা আছে।
যদি দুটি পিন থাকে এবং তারমধ্যে Jumper বসানো থাকে, তবে জাম্বার খুলে ফেলুন। পাচঁ/ছয় মিনিট অপেক্ষা করে Computer চালু করে দেখুন কোন BIOS পাসওর্য়াড নাই। অতঃপর কম্পিউটার Turn Off করে মাদারর্বোডের যেখানে জাম্বার বসানো ছিল আবার জাম্পার সেখানে বসিয়ে Computer চালু করুন। আর যদি তিনটি পিন থাকে তবে লক্ষ্য করুন 1 নং এবং 2 নং পিনের সাথে Jumper বসানো আছে। এখন জাম্পার খুলে 2 নং এবং 3 নং পিনের সাথে বসিয়ে Computer চালু করে দেখুন কোন BIOS পাসর্য়াড নাই। অতঃপর কম্পিউটার Turn Off করে মাদারবোর্ডের যেখানে Jumper বসানো ছিল অর্থাৎ 1 নং এবং 2 নং পিনের সাথে Jumper বসিয়ে দিন। ফলে 5/6 মিনিট কম্পিউটারে বিদ্যুৎ বন্ধ থাকার কারণে বায়োসের ব্যাকআপ বিদ্যুৎ শেষ হয়ে যায় এবং বায়োস ডীফল্ট সেটিংসে রুপান্তরিত হয়। এবং বায়োস Password মুছে যায়। কম্পিউটারের ডীফল্ট সেটিংসে বায়োসে কোন Password থাকে না।
সবাইকে ধন্যবাদ, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর উপকৃত হলে একটু দো’য়া করবেন।
আমি কবিরুল ইসলাম। , Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
টিউনে জাম্পারের ছবি দিলে নতুনদের বুজতে সুবিধা হতো যে মাদারবোর্ডের জাম্পার কোনটি। টিউনের জন্য ধন্যবাদ।