ভাইরাসে আক্রান্ত পিসিকে ক্লীন করার উপায়


আপনার কম্পিউটারে যদি ভাইরাস আক্রমন করে তখন হয়তো আর এন্ট্রি-ভাইরাস সেটআপ হয় না বা কাজ করে না। এমতাবস্থায় নতুন করে ও. ওস সেটআপ করা ছাড়া কোন উপায় থাকে না।

আশার কখা হলো এ.ভি.জি এন্ট্রি ভাইরাস নিমার্তা প্রতিষ্ঠান এই সমস্যার সমাধানকল্পে রিলিজ করেছে এন্ট্রি-ভাইরাস রিসোর্স সিডি। এই সিডি দিয়ে আপনি সরাসরি কম্পিউটার বুট করে ভাইরাস ক্লীন করে নিতে পারবেন।

সিডির জন্য আই. এস. ও ইমেজ সরাসরি সিডিতে রাইট করে বা বুটেবল পেন ড্রাইভ ব্যবহার করে ভাইরাস বিমুভ করে নিতে পারেন।

মেনু হতে আপনি ভাইরাস রিমুভ করার পাশাপাশি বুট ইনফরমেশনও রিপেয়ার করে নিতে পারবেন। মজার ব্যাপার হলো এটা দিয়ে আপনি উইনডস এর পাশা পাশি নিনাক্স ( যদিও লিনাক্স এর জন্য তেমন কোন ভাইরাস নেই)এর ভাইরাসও ক্লীন করে নিতে পরাবেন।

ডাউনলোড লিংকঃ

Download Rescue CD (for CD creation)

Download Rescue CD (for USB stick)

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া বুঝলাম কিন্তু ভাইরাস তো প্রতিনিয়ত তৈরী হচ্ছে। তো নুতুন যে সকল ভাইরাস তৈরী হচ্ছে সে সকল ভাইরাস কিভাবে ডিলিট করবে এই সফটওয়্যার। এটি তো আপডেটও করা যায় না।

    এর জন্য উক্ত সাইট হতে মাঝে মাঝে (আপডেট করা) আই . এস .ও ফাইলটি ডাউনলোড করতে হবে।

    Level 2

    সেই উক্ত সাইট টির ঠিকানা টা দিলে আর একটু উপকৃত হতাম।

    আপডেট কিভাবে করব। এটা তো সিডি তে রাইট তাকবে

    আপডেট করার জন্য রেগুলার ডাউনলোড করুন এবং তা সিডিতে রাইট করে নিন।

মনে হয় বিপদের সময় অনেক কাজে দিবে……

Level 0

ধন্যবাদ খুব কাজের জিনিস। ভাই আমি কিন্তু আপনার ট্যালি টিউটিরিয়ালের অপেক্ষায় আছি……..

    ধন্যবাদ।
    ট্যালি পর্ব-৫ এর লিখা লিখির কাজ অর্ধেক শেষ হয়েছে।

এটা নিয়ে একটা টিউন রেডী করছিলাম 🙁 । তবে এটা কিন্তু নতুন প্রডাক্ট না , এটা আগে শেয়ারওয়্যার ছিল , এখন ফ্রিওয়্যার করা হয়েছে 🙂 ।

    অনেক দিন টিউনস করি নাই, তাই একটু সমস্যা হয়ে গেছে। টিউনস করার সময় চিন্তা করি কোন লেখাটি পাঠকের কাজে আসবে, তাই হয়তো আগে কে পোস্ট করছে, এই বিষয়টি নিয়ে ভাবিনি। আপনার লেখাটিও আমি পড়ি নাই। অজান্তে হয়ে গেছে, তাই দুঃখিত।
    মুডগন চাইলে একই পোস্ট এর পুনরাবৃত্তি রুখতে আমার টিউনসটা মুছে ফেলতে পারেন।
    ধন্যবাদ।

Level 0

🙂

Level 2

হুমম কাজের জিনিস

Level New

ধন্যবাদ ভাই কিন্তু Download Rescue CD (for USB stick এটাতো কাজ করছেনা ও লিংকা একটু শেয়ার করেন প্লীজ।

    Level New

    আমি ইউএসবি একটি করে রাখতে চাই।

    ইউ এস বি এর জন্য লিংক আপডেট করা হয়েছে।

ধন্যবাদ কাতার ভাই, আমার এক নিকটাত্মীয়ের জন্য দরকার। কিন্তু ইউ.এস.বি. ইমেজটা দিয়ে বুটেবল ইউ.এস.বি বানাবো কীভাবে?

এটারই তো দরকার ছিল।ধন্যবাদ।